ETV Bharat / bharat

Commercial LPG Prices Reduce: এবার কমল বাণিজ্যিক গ্যাসের দাম, এক লাফে 158 টাকা

Commercial LPG Prices Cut in September Review Meeting: সেপ্টেম্বর মাসের পর্যালোচনা বৈঠকে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারে দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে জ্বালানি তেল উৎপাদনকারী সংস্থাগুলি ৷ ঘরোয়া রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম আগেই কমানোর কথা ঘোষণা করেছিল কেন্দ্র ৷

Commercial LPG Prices Reduce ETV BHARAT
Commercial LPG Prices Reduce
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 1, 2023, 12:14 PM IST

নয়াদিল্লি, 1 সেপ্টেম্বর: একলাফে 158 টাকা কমল বাণিজ্যিক গ্যাসের দাম ৷ সংবাদ সংস্থা এএনআই-এর খবর অনুযায়ী, জ্বালানি উৎপাদনকারী সংস্থাগুলি আজ 19 কেজি-র বাণিজ্যিক সিলিন্ডারে 158 টাকা দাম কমিয়েছে ৷ যার ফলে রাজধানী দিল্লিতে 19 কেজি-র বাণিজ্যিক সিলিন্ডার 1 হাজার 522 টাকায় পাওয়া যাচ্ছে ৷ কয়েকদিন আগে রাখি বন্ধন উপলক্ষ্যে কেন্দ্রের তরফে ঘরোয়া রান্নার গ্যাস সিলিন্ডারের দাম 200 টাকা কমিয়ে দেওয়া হয়েছিল ৷ কেন্দ্রের তরফে দাবি করা হয়েছিল, রাখি বন্ধন উপলক্ষ্যে দেশবাসীকে এই উপহার দেওয়া হয়েছে ৷

সংবাদ সংস্থার খবর অনুযায়ী, প্রত্যেক মাসের শুরুতে কেন্দ্রের তরফে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামের পর্যালোচনা হয় ৷ সেখানেই নির্ধারিত হয়েছে যে, বাণিজ্যিক এবং ঘরোয়া রান্নার গ্যাসের দাম কমানো হবে ৷ আগেই কেন্দ্র সরকার 200 টাকা ঘরোয়া রান্নার সিলিন্ডারে দাম কমানো কথা ঘোষণা করেছিল ৷ যা আজ 1 সেপ্টেম্বর থেকে লাগু হবে ৷ আর এ দিনের পর্যালোচনা বৈঠকে বাণিজ্যিক গ্যাসের ক্ষেত্রেও দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র ৷ উল্লেখ্য গত জুলাই মাসেই 50 টাকা বেড়েছিল বাণিজ্যিক গ্যাসের দাম ৷

আরও পড়ুন: প্রায় 100 টাকা দাম কমল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের, বদল নেই রান্নার গ্যাসে

তবে, এটাই প্রথমবার নয় ৷ মাঝে অগস্ট মাসের পর্যালোচনা বৈঠককের পর বাণিজ্যিক গ্যাসের দাম 99.75 টাকা কমিয়েছিল জ্বালানি তেল উৎপাদনকারী সংস্থাগুলি ৷ গত মে মাস থেকে ধাপে ধাপে অনেকটাই বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমিয়েছে তেল উৎপাদনকারী সংস্থাগুলি ৷ মাঝে জুলাই মাসে 50 টাকা বেড়েছিল বাণিজ্যিক গ্যাসের দাম ৷ তবে, এই জ্বালানির মূল্য কমার প্রভাব বাজারে কতটা পড়বে ? সে নিয়ে সংশয় রয়েছে ৷ কারণ, জ্বালানির দাম কমলেও, একবার বেড়ে যাওয়া সামগ্রীর দাম সহসা নিচের দিকে নামে না বলে অভিযোগ সাধারণ মানুষের ৷

নয়াদিল্লি, 1 সেপ্টেম্বর: একলাফে 158 টাকা কমল বাণিজ্যিক গ্যাসের দাম ৷ সংবাদ সংস্থা এএনআই-এর খবর অনুযায়ী, জ্বালানি উৎপাদনকারী সংস্থাগুলি আজ 19 কেজি-র বাণিজ্যিক সিলিন্ডারে 158 টাকা দাম কমিয়েছে ৷ যার ফলে রাজধানী দিল্লিতে 19 কেজি-র বাণিজ্যিক সিলিন্ডার 1 হাজার 522 টাকায় পাওয়া যাচ্ছে ৷ কয়েকদিন আগে রাখি বন্ধন উপলক্ষ্যে কেন্দ্রের তরফে ঘরোয়া রান্নার গ্যাস সিলিন্ডারের দাম 200 টাকা কমিয়ে দেওয়া হয়েছিল ৷ কেন্দ্রের তরফে দাবি করা হয়েছিল, রাখি বন্ধন উপলক্ষ্যে দেশবাসীকে এই উপহার দেওয়া হয়েছে ৷

সংবাদ সংস্থার খবর অনুযায়ী, প্রত্যেক মাসের শুরুতে কেন্দ্রের তরফে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামের পর্যালোচনা হয় ৷ সেখানেই নির্ধারিত হয়েছে যে, বাণিজ্যিক এবং ঘরোয়া রান্নার গ্যাসের দাম কমানো হবে ৷ আগেই কেন্দ্র সরকার 200 টাকা ঘরোয়া রান্নার সিলিন্ডারে দাম কমানো কথা ঘোষণা করেছিল ৷ যা আজ 1 সেপ্টেম্বর থেকে লাগু হবে ৷ আর এ দিনের পর্যালোচনা বৈঠকে বাণিজ্যিক গ্যাসের ক্ষেত্রেও দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র ৷ উল্লেখ্য গত জুলাই মাসেই 50 টাকা বেড়েছিল বাণিজ্যিক গ্যাসের দাম ৷

আরও পড়ুন: প্রায় 100 টাকা দাম কমল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের, বদল নেই রান্নার গ্যাসে

তবে, এটাই প্রথমবার নয় ৷ মাঝে অগস্ট মাসের পর্যালোচনা বৈঠককের পর বাণিজ্যিক গ্যাসের দাম 99.75 টাকা কমিয়েছিল জ্বালানি তেল উৎপাদনকারী সংস্থাগুলি ৷ গত মে মাস থেকে ধাপে ধাপে অনেকটাই বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমিয়েছে তেল উৎপাদনকারী সংস্থাগুলি ৷ মাঝে জুলাই মাসে 50 টাকা বেড়েছিল বাণিজ্যিক গ্যাসের দাম ৷ তবে, এই জ্বালানির মূল্য কমার প্রভাব বাজারে কতটা পড়বে ? সে নিয়ে সংশয় রয়েছে ৷ কারণ, জ্বালানির দাম কমলেও, একবার বেড়ে যাওয়া সামগ্রীর দাম সহসা নিচের দিকে নামে না বলে অভিযোগ সাধারণ মানুষের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.