ETV Bharat / bharat

Gas Cylinder Price Cut: জুনের প্রথম দিনেই স্বস্তি, আরও সস্তা গ্যাস সিলিন্ডার

ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির মধ্যে সাধারণ মানুষের জন্য স্বস্তির খবর । তবে গৃহস্থের খুশি হওয়ার কোনও কারণ নেই ৷ কারণ দাম কমেছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের ৷ 1 জুন ভারতের পেট্রোলিয়াম এবং তেল বিপণন সংস্থাগুলি কমিয়েছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম । জেনে নিন নতুন দাম ৷

Commercial Cylinder
বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম
author img

By

Published : Jun 1, 2023, 11:54 AM IST

Updated : Jun 1, 2023, 3:29 PM IST

নয়াদিল্লি, 1 জুন: ফের সুখবর ৷ সাধারণ মানুষের পকেটে স্বস্তি দিয়ে বৃহস্পতিবার অর্থাৎ 1 জুন থেকে কমল গ্যাসের দাম । তবে ঘরোয়া রান্নার গ্যাসের দাম নয় ৷ কমেছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৷ এবার গ্যাসের দাম কমেছে 83.50 টাকা। গ্যাস কোম্পানিগুলি প্রতি মাসে এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করে । এর আগে, 1 মে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম 172 টাকার মত কমানো হয়েছিল ।

জানুন আপনার শহরের গ্যাসের দাম

ভারতে পেট্রোলিয়াম এবং তেল বিপণন সংস্থাগুলির তরফে বাণিজ্যিক এলপিজি গ্যাসের দাম কমানোর ফলে দিল্লি, মুম্বই, কলকাতা এবং চেন্নাই-সহ দেশের অনেক জায়গায় সিলিন্ডার সস্তা হবে ৷ এখন থেকে দিল্লিতে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার 1773 টাকায় পাওয়া যাবে । তবে ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম 1103 টাকা । একটি 19 কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম কলকাতায় 1875.50 টাকা, মুম্বইতে 1725 টাকা এবং চেন্নাইতে 1973 টাকা ।

উত্তরপ্রদেশ ও বিহারে ঘরোয়া রান্নার গ্যাসের দাম

পাটনায় ঘরোয়া রান্নার গ্যাসের দাম 1201 টাকা ৷ কন্যাকুমারীতে 1187 টাকা ৷ আন্দামান 1179 টাকা ৷ রাঁচি 1160.50 টাকা ৷ দেরাদুন 1122 টাকা ৷ চেন্নাইয়ে 1118.50 টাকা ৷ আগ্রাতে 1115.50 টাকা ৷ চণ্ডীগড়ে 1112.50 টাকা । আহমেদাবাদে 1110 টাকা ৷ সিমলাতে 1147.50 এবং লখনউতে প্রতি সিলিন্ডার বিক্রি হচ্ছে 1140.50 টাকায় ।

ঘরোয়া রান্নার গ্যাসের দাম

  • দিল্লিতে 1773 টাকা
  • কলকাতাতে 1875.50 টাকা
  • মুম্বইয়ে 1725 টাকা
  • চেন্নাইয়ে 1973 টাকা

আরও পড়ুন: একধাক্কায় অনেকটাই কমল বাণিজ্যিক সিলিন্ডারের দাম

এপ্রিলেও দাম কমেছিল বাণিজ্যিক গ্যাসের

মে মাসের আগে এপ্রিলেও বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমানো হয়েছিল । 1 এপ্রিল বাণিজ্যিক গ্যাসের দাম 92 টাকা কমানো হয়েছিল । বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম প্রতি মাসে পরিবর্তিত হতে থাকে । এপ্রিল মাসের আগে মার্চ মাসে বাণিজ্যিক সিলিন্ডারের দাম 350 টাকা বাড়ানো হয়েছিল । সবমিলিয়ে এক বছর আগে 1 মে 2022 সালে দিল্লিতে বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম 2355.50 টাকায় পৌঁছেছিল এবং আজ তা 1856.50 টাকায় নেমে এসেছে । অতএব দিল্লিতে এক বছরে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম 499 টাকা কমেছে ।

নয়াদিল্লি, 1 জুন: ফের সুখবর ৷ সাধারণ মানুষের পকেটে স্বস্তি দিয়ে বৃহস্পতিবার অর্থাৎ 1 জুন থেকে কমল গ্যাসের দাম । তবে ঘরোয়া রান্নার গ্যাসের দাম নয় ৷ কমেছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৷ এবার গ্যাসের দাম কমেছে 83.50 টাকা। গ্যাস কোম্পানিগুলি প্রতি মাসে এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করে । এর আগে, 1 মে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম 172 টাকার মত কমানো হয়েছিল ।

জানুন আপনার শহরের গ্যাসের দাম

ভারতে পেট্রোলিয়াম এবং তেল বিপণন সংস্থাগুলির তরফে বাণিজ্যিক এলপিজি গ্যাসের দাম কমানোর ফলে দিল্লি, মুম্বই, কলকাতা এবং চেন্নাই-সহ দেশের অনেক জায়গায় সিলিন্ডার সস্তা হবে ৷ এখন থেকে দিল্লিতে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার 1773 টাকায় পাওয়া যাবে । তবে ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম 1103 টাকা । একটি 19 কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম কলকাতায় 1875.50 টাকা, মুম্বইতে 1725 টাকা এবং চেন্নাইতে 1973 টাকা ।

উত্তরপ্রদেশ ও বিহারে ঘরোয়া রান্নার গ্যাসের দাম

পাটনায় ঘরোয়া রান্নার গ্যাসের দাম 1201 টাকা ৷ কন্যাকুমারীতে 1187 টাকা ৷ আন্দামান 1179 টাকা ৷ রাঁচি 1160.50 টাকা ৷ দেরাদুন 1122 টাকা ৷ চেন্নাইয়ে 1118.50 টাকা ৷ আগ্রাতে 1115.50 টাকা ৷ চণ্ডীগড়ে 1112.50 টাকা । আহমেদাবাদে 1110 টাকা ৷ সিমলাতে 1147.50 এবং লখনউতে প্রতি সিলিন্ডার বিক্রি হচ্ছে 1140.50 টাকায় ।

ঘরোয়া রান্নার গ্যাসের দাম

  • দিল্লিতে 1773 টাকা
  • কলকাতাতে 1875.50 টাকা
  • মুম্বইয়ে 1725 টাকা
  • চেন্নাইয়ে 1973 টাকা

আরও পড়ুন: একধাক্কায় অনেকটাই কমল বাণিজ্যিক সিলিন্ডারের দাম

এপ্রিলেও দাম কমেছিল বাণিজ্যিক গ্যাসের

মে মাসের আগে এপ্রিলেও বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমানো হয়েছিল । 1 এপ্রিল বাণিজ্যিক গ্যাসের দাম 92 টাকা কমানো হয়েছিল । বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম প্রতি মাসে পরিবর্তিত হতে থাকে । এপ্রিল মাসের আগে মার্চ মাসে বাণিজ্যিক সিলিন্ডারের দাম 350 টাকা বাড়ানো হয়েছিল । সবমিলিয়ে এক বছর আগে 1 মে 2022 সালে দিল্লিতে বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম 2355.50 টাকায় পৌঁছেছিল এবং আজ তা 1856.50 টাকায় নেমে এসেছে । অতএব দিল্লিতে এক বছরে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম 499 টাকা কমেছে ।

Last Updated : Jun 1, 2023, 3:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.