ETV Bharat / bharat

Commercial Cylinder Price Hike: উৎসবের আগে ফের বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের দাম, কলকাতায় কত ? - বাণিজ্যিক সিলিন্ডার

LPG Cylinder Price Hike: অক্টোবরের পর নভেম্বরে ফের বাড়ল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৷ জেনে নিন এবার কলকাতায় কত টাকায় মিলবে সিলিন্ডার ৷

Commercial Cylinder Price Hike
বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 1, 2023, 1:48 PM IST

নয়াদিল্লি, 1 নভেম্বর: দীপাবলির আগে বড় ধাক্কা ৷ ফের বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৷ কলকাতার 100 টাকার বেশি বেড়েছে বাণিজ্যিক গ্যাসের দাম ৷ আগে যেখানে 1 হাজার 839.50 টাকায় মিলত বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার । আজ থেকে সেই দাম বেড়ে হল 1 হাজার 943 টাকা ৷

প্রতি মাসের প্রথম তারিখে পেট্রোলিয়াম কোম্পানিগুলি গ্যাস সিলিন্ডারের দাম নির্ধারণ করে । এই মাসে করভা চৌথ এবং দীপাবলির মতো উৎসব রয়েছে ৷ তাই সেটাকে সামনে রেখেই আজ 1 নভেম্বর থেকে দাম বাড়ানো হয়েছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের । তবে গৃহ কিছুটা স্বস্তি মিলেছে ৷ কারণ অপরিবর্তিত রয়েছে ঘরোয়া রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ৷

জানা গিয়েছে, এ মাসে 19 কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম 100 টাকার বেশি বাড়ানো হয়েছে । পেট্রোলিয়াম কোম্পানিগুলোর বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়ানোর পর আজ থেকে রাজধানী দিল্লিতে নতুন দাম কার্যকর হয়েছে । আইওসিএলের ওয়েবসাইট অনুসারে, বেড়ে দিল্লিতে বাণিজ্যিক সিলিন্ডারের নতুন দাম হয়েছে 1 হাজার 833 টাকা, যা আগের মাসে ছিল 1 হাজার 731 টাকা । এরই পাশাপাশি মায়ানগরী মুম্বইতে গ্যাসের দাম বেড়ে হয়েছে 1 হাজার 785.50 টাকা, যা আগে ছিল 1 হাজার 684 টাকা । চেন্নাইতেও বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়েছে ৷ নতুন দাম হয়েছে 1 হাজার 999.50 টাকা, যা আগে ছিল 1 হাজার 898 টাকা ।

আরও পড়ুন: 5 শতাংশ বাড়ল বিমানের জ্বালানির দাম, 209 টাকা বৃদ্ধি বাণিজ্যিক সিলিন্ডারের দামে

কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার উজ্জ্বলা প্রকল্পের অধীনে পাওয়া সিলিন্ডারের দাম কমিয়ে স্বস্তি দিয়েছে । তবে পেট্রোলিয়াম সংস্থাগুলি বাণিজ্যিক সিলিন্ডারের দাম উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে চলেছে । গত অক্টোবর মাসে 200 টাকার বেশি বেড়েছে বাণিজ্যিক সিলিন্ডারের দাম । এরপর আজ আবারও মূল্যবৃদ্ধি হল । এতে চিন্তার ভাঁজ ব্যবসায়ীদের কপালে ৷

নয়াদিল্লি, 1 নভেম্বর: দীপাবলির আগে বড় ধাক্কা ৷ ফের বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৷ কলকাতার 100 টাকার বেশি বেড়েছে বাণিজ্যিক গ্যাসের দাম ৷ আগে যেখানে 1 হাজার 839.50 টাকায় মিলত বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার । আজ থেকে সেই দাম বেড়ে হল 1 হাজার 943 টাকা ৷

প্রতি মাসের প্রথম তারিখে পেট্রোলিয়াম কোম্পানিগুলি গ্যাস সিলিন্ডারের দাম নির্ধারণ করে । এই মাসে করভা চৌথ এবং দীপাবলির মতো উৎসব রয়েছে ৷ তাই সেটাকে সামনে রেখেই আজ 1 নভেম্বর থেকে দাম বাড়ানো হয়েছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের । তবে গৃহ কিছুটা স্বস্তি মিলেছে ৷ কারণ অপরিবর্তিত রয়েছে ঘরোয়া রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ৷

জানা গিয়েছে, এ মাসে 19 কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম 100 টাকার বেশি বাড়ানো হয়েছে । পেট্রোলিয়াম কোম্পানিগুলোর বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়ানোর পর আজ থেকে রাজধানী দিল্লিতে নতুন দাম কার্যকর হয়েছে । আইওসিএলের ওয়েবসাইট অনুসারে, বেড়ে দিল্লিতে বাণিজ্যিক সিলিন্ডারের নতুন দাম হয়েছে 1 হাজার 833 টাকা, যা আগের মাসে ছিল 1 হাজার 731 টাকা । এরই পাশাপাশি মায়ানগরী মুম্বইতে গ্যাসের দাম বেড়ে হয়েছে 1 হাজার 785.50 টাকা, যা আগে ছিল 1 হাজার 684 টাকা । চেন্নাইতেও বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়েছে ৷ নতুন দাম হয়েছে 1 হাজার 999.50 টাকা, যা আগে ছিল 1 হাজার 898 টাকা ।

আরও পড়ুন: 5 শতাংশ বাড়ল বিমানের জ্বালানির দাম, 209 টাকা বৃদ্ধি বাণিজ্যিক সিলিন্ডারের দামে

কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার উজ্জ্বলা প্রকল্পের অধীনে পাওয়া সিলিন্ডারের দাম কমিয়ে স্বস্তি দিয়েছে । তবে পেট্রোলিয়াম সংস্থাগুলি বাণিজ্যিক সিলিন্ডারের দাম উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে চলেছে । গত অক্টোবর মাসে 200 টাকার বেশি বেড়েছে বাণিজ্যিক সিলিন্ডারের দাম । এরপর আজ আবারও মূল্যবৃদ্ধি হল । এতে চিন্তার ভাঁজ ব্যবসায়ীদের কপালে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.