ETV Bharat / bharat

ওড়িশার পারাদ্বীপ বন্দরের এক জাহাজ থেকে 220 কোটি টাকার কোকেন বাজেয়াপ্ত করেছে কাস্টমস - Odisha

Cocaine worth Rs 220 Crore Seized: ওড়িশার পারাদ্বীপ বন্দরের এক জাহাজ থেকে 220 কোটি টাকার কোকেন বাজেয়াপ্ত করেছে কাস্টমস । বৃহস্পতিবার রাতে পারাদ্বীপ আন্তর্জাতিক কার্গো টার্মিনালে (পিআইসিটি) নোঙর করা জাহাজের একটি ক্রেনে 22টি সন্দেহজনক প্যাকেট দেখা যায় । সংশ্লিষ্ট আধিকারিকরা এসে পরীক্ষার পর এটি কোকেন বলে নিশ্চিত করেন ।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 1, 2023, 10:52 PM IST

পারাদ্বীপ, 1 ডিসেম্বর: ওড়িশার জগৎসিংহপুর জেলার পারাদ্বীপ বন্দরে একটি জাহাজ থেকে 220 কোটি টাকার কোকেন আটক করা হয়েছে বলে শুক্রবার জানিয়েছেন সংশ্লিষ্ট আধিকারিকরা। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে পারাদ্বীপ আন্তর্জাতিক কার্গো টার্মিনালে (পিআইসিটি) নোঙর করা একটি জাহাজের ক্রেনে 22টি সন্দেহজনক প্যাকেট দেখা যায় । ক্রেন অপারেটর এটি খুঁজে পাওয়ার পর প্রাথমিকভাবে এটি কোনও ধরনের বিস্ফোরক বলে সন্দেহ করে কর্তৃপক্ষকে জানান তিনি। এরপর সংশ্লিষ্ট আধিকারিকরা এসে পরীক্ষার পর এটি কোকেন বলে নিশ্চিত করেন ।

এমভি দেবী নামের কার্গো জাহাজটি মিশর থেকে যাত্রা শুরু করে এবং ইন্দোনেশিয়ার গ্রেসিক বন্দর হয়ে এখানে পৌঁছয়। এখান থেকে স্টিলের প্লেট নিয়ে ডেনমার্কের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল বলেও আধিকারিকরা জানিয়েছেন। কাস্টমসের রাজ্য কমিশনার মাধবচন্দ্র মিশ্র পিটিআইকে বলেন, "জাহাজে একটি ক্রেন থেকে 22টি প্যাকেট উদ্ধার করা হয়েছে। একটি বিশেষ কিট ব্যবহার করে পরীক্ষা করার পর পাউডার জাতীয় পদার্থটি কোকেন বলে নিশ্চিত করা হয়েছে। বাজেয়াপ্ত সামগ্রীর আন্তর্জাতিক বাজারে মূল্য 200 কোটি থেকে 220 কোটি টাকার মধ্যে হবে।"

এই মাদক বাজেয়াপ্তের ঘটনায় এখনও পর্যন্ত কাউকে অবশ্য গ্রেফতার করা হয়নি । তবে জাহাজের ক্রু সদস্যদের আটক করা হয়েছে বলে কাস্টমসের রাজ্য কমিশনার জানিয়েছেন। রাজ্যের রাজধানী ভুবনেশ্বর থেকে একটি কাস্টমস দলকে তদন্তে সহায়তা করার জন্য পারাদ্বীপে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানা গিয়েছে । (পিটিআই)

পারাদ্বীপ, 1 ডিসেম্বর: ওড়িশার জগৎসিংহপুর জেলার পারাদ্বীপ বন্দরে একটি জাহাজ থেকে 220 কোটি টাকার কোকেন আটক করা হয়েছে বলে শুক্রবার জানিয়েছেন সংশ্লিষ্ট আধিকারিকরা। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে পারাদ্বীপ আন্তর্জাতিক কার্গো টার্মিনালে (পিআইসিটি) নোঙর করা একটি জাহাজের ক্রেনে 22টি সন্দেহজনক প্যাকেট দেখা যায় । ক্রেন অপারেটর এটি খুঁজে পাওয়ার পর প্রাথমিকভাবে এটি কোনও ধরনের বিস্ফোরক বলে সন্দেহ করে কর্তৃপক্ষকে জানান তিনি। এরপর সংশ্লিষ্ট আধিকারিকরা এসে পরীক্ষার পর এটি কোকেন বলে নিশ্চিত করেন ।

এমভি দেবী নামের কার্গো জাহাজটি মিশর থেকে যাত্রা শুরু করে এবং ইন্দোনেশিয়ার গ্রেসিক বন্দর হয়ে এখানে পৌঁছয়। এখান থেকে স্টিলের প্লেট নিয়ে ডেনমার্কের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল বলেও আধিকারিকরা জানিয়েছেন। কাস্টমসের রাজ্য কমিশনার মাধবচন্দ্র মিশ্র পিটিআইকে বলেন, "জাহাজে একটি ক্রেন থেকে 22টি প্যাকেট উদ্ধার করা হয়েছে। একটি বিশেষ কিট ব্যবহার করে পরীক্ষা করার পর পাউডার জাতীয় পদার্থটি কোকেন বলে নিশ্চিত করা হয়েছে। বাজেয়াপ্ত সামগ্রীর আন্তর্জাতিক বাজারে মূল্য 200 কোটি থেকে 220 কোটি টাকার মধ্যে হবে।"

এই মাদক বাজেয়াপ্তের ঘটনায় এখনও পর্যন্ত কাউকে অবশ্য গ্রেফতার করা হয়নি । তবে জাহাজের ক্রু সদস্যদের আটক করা হয়েছে বলে কাস্টমসের রাজ্য কমিশনার জানিয়েছেন। রাজ্যের রাজধানী ভুবনেশ্বর থেকে একটি কাস্টমস দলকে তদন্তে সহায়তা করার জন্য পারাদ্বীপে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানা গিয়েছে । (পিটিআই)

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.