তিরুবনন্তপুরম, 26 মার্চ : অস্ত্র ও ড্রাগ সহ শ্রীলঙ্কার একটি নৌকা আটক করল কোস্ট গার্ড ৷ 18 মার্চ ওই নৌকাটি আটক করা হয় ৷ গতকাল ভিজনাাজম বন্দরে ওই নৌকাটিকে নিয়ে আসা হয়েছে ৷
ইন্ডিয়ান কোস্ট গার্ডের তরফে জানানো হয়েছে, লাক্ষাদ্বীপ এলাকায় তারা টহল দিচ্ছিল ৷ তল্লাশি অভিযান চালানোর সময় শ্রীলঙ্কার নৌকাটি তাদের নজরে আসে ৷ এবং সেটিকে আটক করা হয় ৷ একে 47 রাইফেল সহ বেশ কিছু অত্যাধুনিক অস্ত্র পাওয়া যায় ওই নৌকা থেকে ৷ নৌকায় থাকা 19 জনকে গ্রেফতার করা হয়েছে ৷
আরও পড়ুন- ভোটের আগে শালবনিতে বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার
জানা গিয়েছে, ধৃতদের কাছ থেকে পাঁচটি একে 47 রাইফেল ও 1000 রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে ৷ এবং 300 কেজি হেরোইনও উদ্ধার করা হয়েছে ৷ উদ্ধার হওয়া মাদকের বাজারদর প্রায় 3000 কোটি টাকা ৷
কী কারণে ওই আগ্নেয়াস্ত্র আনা হচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে ৷ পাশাপাশি উদ্ধার করা হেরোইন কোথায় পাচার করা হচ্ছিল সেটাও জানার চেষ্টা করছে পুলিশ ৷