ETV Bharat / bharat

CNG-PNG Prices Hike: উৎসবের মরশুমে আরও 3 টাকা করে বাড়ল পিএনজি-সিএনজি'র দাম - PNG

সিএনজি ও পিএনজি’র দাম প্রতি ইউনিটে 3 টাকা বাড়ল (CNG and PNG Prices Hike by Rs 3 Per Unit) ৷ গত কয়েকমাসের মধ্যে প্রায় 80-90 শতাংশ দাম বেড়েছে এই দুই প্রাকৃতিক গ্যাসের ৷

cng-and-png-prices-hike-by-rs-3-per-unit-in-delhi
cng-and-png-prices-hike-by-rs-3-per-unit-in-delhi
author img

By

Published : Oct 8, 2022, 10:22 AM IST

Updated : Oct 8, 2022, 2:28 PM IST

নয়াদিল্লি, 8 অক্টোবর: সিএনজি ও পাইপ লাইনের মাধ্যমে যাওয়া রান্নার গ্যাস বা পিএনজি’র দাম প্রতি ধাপে 3 টাকা করে বাড়ানো হয়েছে (CNG and PNG Prices Hike by Rs 3 Per Unit) ৷ মূলত রাজধানী দিল্লিতে প্রাকৃতিক এই গ্যাসের দাম বাড়ানো হয়েছে ৷ অন্যদিকে, প্রায় 4 মাস পর সিএনজি’র দাম প্রতি কেজিতে 3 টাকা করে বাড়ানো হয়েছে দিল্লিতে ৷ যেখানে প্রায় 2 মাস পর প্রতি কিউব মিটারে 3 টাকা করে পাইপ লাইনের প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ানো হয়েছে ৷

এ দিনের মূল্যবৃদ্ধির পর দিল্লিতে সিএনজি’র দাম হয়েছে 78.61 টাকা ৷ ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেডের ওয়েব সাইটে এমনই তথ্য দেওয়া হয়েছে ৷ এই সংস্থার মাধ্যমেই দিল্লি এবং তার সংলগ্ন এলাকায় সিএনজি ও পাইপ লাইনে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করা হয় ৷ 7 মার্চ থেকে এ নিয়ে মোট 14 বার সিএনজি ও পাইপ লাইন গ্যাসের দাম বেড়েছে ৷ গত 21 মে শেষবার 2 টাকা প্রতি কেজি সিএনজি’র দাম বেড়েছিল ৷ আর তার মাঝে মোট 22.60 টাকা সিএনজি’র দাম বেড়েছে ৷ আর 2021 সালের এপ্রিল মাস থেকে জাতীয় রাজধানীতে সিএনজি’র দাম 35.21 টাকা প্রতি কেজি হিসাবে বেড়েছে ৷

একইভাবে পাইপ লাইনের প্রাকৃতিক গ্যাসের দামও 3 টাকা বেড়ে প্রতি স্ট্যান্ডার্ড কিউব মিটারে 53.59 টাকা হয়েছে ৷ 2021 সালে অগস্ট মাস থেকে এ নিয়ে মোট 10 বার পাইপ লাইনের প্রাকৃতিক গ্যাস বা পিএনজি’র দাম বেড়েছে ৷ যেখানে এই 10 বারে মোট 29.93 টাকা প্রতি স্ট্যান্ডার্ড কিউব মিটারে বৃদ্ধি পেয়েছে ৷ যা অগস্টের পর থেকে প্রায় 91 শতাংশ বেড়েছে ৷

আরও পড়ুন: আরও দামি রান্নার গ্যাস, 2 মাসে বাড়ল 103 টাকা; কটাক্ষ মহুয়ার

ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেড জানিয়েছে, নয়ডা, গ্রেটার নয়ডা, গাজিয়াবাদ ও গুরুগ্রামেও সিএনজি ও পিএনজি’র দাম সমানভাবে বেড়েছে ৷ একইভাবে অন্যান্য রাজ্যের বেশ কয়েকটি শহরেও পিএনজি ও সিএনজি’র দাম বাড়ানো হয়েছে ৷ যেমন উত্তর প্রদেশের কানপুর ও রাজস্থানের আজমেরে সিএনজি ও পিএনজি’র দাম বাড়িয়েছে ওই সংস্থা ৷ আর এই মূল্যবৃদ্ধির কারণ হিসাবে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ার পর তার সঙ্গে সামঞ্জস্য রেখে কেন্দ্রীয় সরকার 1 অক্টোবর 40 শতাংশ হারে সিএনজি ও পিএনজি’র দাম বাড়িয়েছে ৷

নয়াদিল্লি, 8 অক্টোবর: সিএনজি ও পাইপ লাইনের মাধ্যমে যাওয়া রান্নার গ্যাস বা পিএনজি’র দাম প্রতি ধাপে 3 টাকা করে বাড়ানো হয়েছে (CNG and PNG Prices Hike by Rs 3 Per Unit) ৷ মূলত রাজধানী দিল্লিতে প্রাকৃতিক এই গ্যাসের দাম বাড়ানো হয়েছে ৷ অন্যদিকে, প্রায় 4 মাস পর সিএনজি’র দাম প্রতি কেজিতে 3 টাকা করে বাড়ানো হয়েছে দিল্লিতে ৷ যেখানে প্রায় 2 মাস পর প্রতি কিউব মিটারে 3 টাকা করে পাইপ লাইনের প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ানো হয়েছে ৷

এ দিনের মূল্যবৃদ্ধির পর দিল্লিতে সিএনজি’র দাম হয়েছে 78.61 টাকা ৷ ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেডের ওয়েব সাইটে এমনই তথ্য দেওয়া হয়েছে ৷ এই সংস্থার মাধ্যমেই দিল্লি এবং তার সংলগ্ন এলাকায় সিএনজি ও পাইপ লাইনে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করা হয় ৷ 7 মার্চ থেকে এ নিয়ে মোট 14 বার সিএনজি ও পাইপ লাইন গ্যাসের দাম বেড়েছে ৷ গত 21 মে শেষবার 2 টাকা প্রতি কেজি সিএনজি’র দাম বেড়েছিল ৷ আর তার মাঝে মোট 22.60 টাকা সিএনজি’র দাম বেড়েছে ৷ আর 2021 সালের এপ্রিল মাস থেকে জাতীয় রাজধানীতে সিএনজি’র দাম 35.21 টাকা প্রতি কেজি হিসাবে বেড়েছে ৷

একইভাবে পাইপ লাইনের প্রাকৃতিক গ্যাসের দামও 3 টাকা বেড়ে প্রতি স্ট্যান্ডার্ড কিউব মিটারে 53.59 টাকা হয়েছে ৷ 2021 সালে অগস্ট মাস থেকে এ নিয়ে মোট 10 বার পাইপ লাইনের প্রাকৃতিক গ্যাস বা পিএনজি’র দাম বেড়েছে ৷ যেখানে এই 10 বারে মোট 29.93 টাকা প্রতি স্ট্যান্ডার্ড কিউব মিটারে বৃদ্ধি পেয়েছে ৷ যা অগস্টের পর থেকে প্রায় 91 শতাংশ বেড়েছে ৷

আরও পড়ুন: আরও দামি রান্নার গ্যাস, 2 মাসে বাড়ল 103 টাকা; কটাক্ষ মহুয়ার

ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেড জানিয়েছে, নয়ডা, গ্রেটার নয়ডা, গাজিয়াবাদ ও গুরুগ্রামেও সিএনজি ও পিএনজি’র দাম সমানভাবে বেড়েছে ৷ একইভাবে অন্যান্য রাজ্যের বেশ কয়েকটি শহরেও পিএনজি ও সিএনজি’র দাম বাড়ানো হয়েছে ৷ যেমন উত্তর প্রদেশের কানপুর ও রাজস্থানের আজমেরে সিএনজি ও পিএনজি’র দাম বাড়িয়েছে ওই সংস্থা ৷ আর এই মূল্যবৃদ্ধির কারণ হিসাবে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ার পর তার সঙ্গে সামঞ্জস্য রেখে কেন্দ্রীয় সরকার 1 অক্টোবর 40 শতাংশ হারে সিএনজি ও পিএনজি’র দাম বাড়িয়েছে ৷

Last Updated : Oct 8, 2022, 2:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.