ETV Bharat / bharat

Stalin appeals to PM : ‘হিন্দির মতো তামিলকেও সরকারি ভাষা করুন’, মোদির সামনেই অনুরোধ স্ট্যালিনের - তামিলকে প্রশাসনিক এবং সরকারি ভাষা করার দাবি জানিয়ে আসছেন এমকে স্ট্যালিন

বেশ কিছুদিন ধরেই তামিলকে প্রশাসনিক এবং সরকারি ভাষা করার দাবি জানিয়ে আসছেন এমকে স্ট্যালিন । এদিন প্রধানমন্ত্রীর সামনেই ফের একবার সেই দাবি তুললেন তিনি (CM Stalin appeals PM Modi to make Tamil official language in Union Govt offices) ৷

CM Stalin appeals PM Modi
তামিলকে প্রশাসনিক এবং সরকারি ভাষা করার দাবি জানিয়ে আসছেন এমকে স্ট্যালিন
author img

By

Published : May 26, 2022, 10:57 PM IST

চেন্নাই, 26 মে : মঞ্চে বসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই মঞ্চ থেকেই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিনের অনুরোধ, ‘‘হিন্দির মতো তামিলকেও সরকারি ভাষা করুন ।’’ চেন্নাইয়ের একটি ইভেন্টে বেশ কয়েকটি প্রকল্প চালু করার জন্য এক হয়েছিলেন মোদি-স্ট্যালিন (CM Stalin appeals PM Modi to make Tamil official language in Union Govt offices) ।

2021 সালে ক্ষমতায় আসার পর বেশ কিছুদিন ধরেই তামিলকে প্রশাসনিক এবং সরকারি ভাষা করার দাবি জানিয়ে আসছেন এমকে স্ট্যালিন । এদিন প্রধানমন্ত্রী সামনে তামিলনাডুর মুখ্যমন্ত্রী বলেন, ‘‘হিন্দির মতো তামিলকেও সরকারি ভাষা করুন । মাদ্রাজ হাই কোর্টের সরকারি ভাষা করুন ।’’ এদিন ওই মঞ্চ থেকেই তামিলকে ‘শাশ্বত’ ভাষা হিসাবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী মোদি । প্রসঙ্গত, কংগ্রেস সরকার তামিলকে ধ্রুপদী ভাষার আখ্যান দিয়েছিল ৷

আরও পড়ুন : মাতৃভাষা ও সরকারি ভাষার সমন্বয়েই হবে দেশের অগ্রগতি ; হিন্দি দিবসে অমিত শাহ

স্ট্যালিন জাতীয় প্রবেশিকা যোগ্যতা পরীক্ষা (এনইইটি) থেকে রাজ্যকে অব্যাহতি দেওয়ার জন্য তামিলনাড়ু বিধানসভায় পাস করা বিলটিকে স্বীকৃতি দেওয়ার জন্যও আবেদন করেন । রাজ্যপাল আরএন রবি এখনও বিলটি রাষ্ট্রপতির কাছে পাঠাননি । রাজ্যপাল এর আগে প্রায় 200 দিন পর বিলটি ফেরত দিয়েছিলেন । তামিলনাড়ু বিধানসভায় সর্বসম্মতিক্রমে আবার বিলটি গৃহীত হয় এবং ফের রাজ্যপালের কাছে পাঠানো হয় ৷

প্রসঙ্গত, তামিলনাড়ুর মেডিক্যাল এন্ট্রান্স পরীক্ষার বিরোধিতার মূল কারণ একটিই ৷ রাজ্যের যুক্তি, যারা প্রাইভেট কোচিং করতে পারে তারাই এতে ভাল ফল করে ৷ দরিদ্র ছাত্রদের এভাবে অবহেলাই করা হচ্ছে ৷ প্রায় এক দশক ধরে, রাজ্য সরকার মেডিক্যাল ছাত্রদের তাঁদের ক্লাস 12-এ প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ভর্তি করছে ।

চেন্নাই, 26 মে : মঞ্চে বসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই মঞ্চ থেকেই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিনের অনুরোধ, ‘‘হিন্দির মতো তামিলকেও সরকারি ভাষা করুন ।’’ চেন্নাইয়ের একটি ইভেন্টে বেশ কয়েকটি প্রকল্প চালু করার জন্য এক হয়েছিলেন মোদি-স্ট্যালিন (CM Stalin appeals PM Modi to make Tamil official language in Union Govt offices) ।

2021 সালে ক্ষমতায় আসার পর বেশ কিছুদিন ধরেই তামিলকে প্রশাসনিক এবং সরকারি ভাষা করার দাবি জানিয়ে আসছেন এমকে স্ট্যালিন । এদিন প্রধানমন্ত্রী সামনে তামিলনাডুর মুখ্যমন্ত্রী বলেন, ‘‘হিন্দির মতো তামিলকেও সরকারি ভাষা করুন । মাদ্রাজ হাই কোর্টের সরকারি ভাষা করুন ।’’ এদিন ওই মঞ্চ থেকেই তামিলকে ‘শাশ্বত’ ভাষা হিসাবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী মোদি । প্রসঙ্গত, কংগ্রেস সরকার তামিলকে ধ্রুপদী ভাষার আখ্যান দিয়েছিল ৷

আরও পড়ুন : মাতৃভাষা ও সরকারি ভাষার সমন্বয়েই হবে দেশের অগ্রগতি ; হিন্দি দিবসে অমিত শাহ

স্ট্যালিন জাতীয় প্রবেশিকা যোগ্যতা পরীক্ষা (এনইইটি) থেকে রাজ্যকে অব্যাহতি দেওয়ার জন্য তামিলনাড়ু বিধানসভায় পাস করা বিলটিকে স্বীকৃতি দেওয়ার জন্যও আবেদন করেন । রাজ্যপাল আরএন রবি এখনও বিলটি রাষ্ট্রপতির কাছে পাঠাননি । রাজ্যপাল এর আগে প্রায় 200 দিন পর বিলটি ফেরত দিয়েছিলেন । তামিলনাড়ু বিধানসভায় সর্বসম্মতিক্রমে আবার বিলটি গৃহীত হয় এবং ফের রাজ্যপালের কাছে পাঠানো হয় ৷

প্রসঙ্গত, তামিলনাড়ুর মেডিক্যাল এন্ট্রান্স পরীক্ষার বিরোধিতার মূল কারণ একটিই ৷ রাজ্যের যুক্তি, যারা প্রাইভেট কোচিং করতে পারে তারাই এতে ভাল ফল করে ৷ দরিদ্র ছাত্রদের এভাবে অবহেলাই করা হচ্ছে ৷ প্রায় এক দশক ধরে, রাজ্য সরকার মেডিক্যাল ছাত্রদের তাঁদের ক্লাস 12-এ প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ভর্তি করছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.