কুলু, 6 জুলাই: প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ল মেঘ ৷ মঙ্গলবার রাত থেকে অতি ভারী বৃষ্টি শুরু হয়েছে হিমাচল প্রদেশের মণিকর্ন উপত্যকার চোজ গ্রামে ৷ মেঘ ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে চোজ গ্রাম, গ্রামের সেতুটিও (Cloud burst in Manikarn Valley) ৷ ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশ, প্রশাসনের আধিকারিকেরা ৷
জানা গিয়েছে, রাত থেকেই কুলুতে বৃষ্টি হচ্ছিল । এমন পরিস্থিতিতে বুধবার সকালে চোজ গ্রামে মেঘ ভেঙে পড়ে । মেঘ ভেঙে গুঁড়িয়ে গিয়েছে বহু ঘরবাড়িও । এখনও পর্যন্ত 6 জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানা গিয়েছে । প্রাণ হারিয়েছেন 1 জন । গ্রামে যাওয়ার একমাত্র সেতুটিরও ব্যাপক ক্ষতি হয়েছে ৷ গ্রামবাসীদের উদ্ধার করতে গিয়ে সমস্যা পড়তে হয়েছে প্রশাসনকে ৷
আরও পড়ুন : তিনধারিয়ায় ধস, একদিনের জন্য বন্ধ টয়ট্রেন পরিষেবা
স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গ্রামবাসীদের সতর্ক করা হয়েছে ৷ এসপি গুরদেব শর্মা জানান, মেঘ ভেঙে চোজ গ্রাম বিপর্যস্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে । পুলিশ ও প্রশাসনের দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকার্য শুরু করেছেন । সাবধানতা অবলম্বনের জন্য বর্ষায় নদী তীরবর্তী অঞ্চলে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷