ETV Bharat / bharat

জানুয়ারিতে ভারত বায়োটেকের কোরোনার ইন্টারনজ়াল ভ্য়াকসিনের ট্রায়াল শুরু - INTRANASAL VACCINE

এদিন সেমিনারে ভারত বায়োটেকের তৈরি কোভ্য়াকসিন নিয়ে বক্তৃতা দেন ড. কৃষ্ণা এলা ৷ সেখানেই তিনি ইন্টারনজ়াল ভ্য়াকসিনের ট্রায়ালের বিষয়টি জানান ৷ সঙ্গে এও জানান, ইন্টারনজ়াল ভ্য়াকসিন ক্য়ানসার রোগীদের ক্ষেত্রে একটি ভালো বিকল্প ৷ এমনকী শিশু ও অন্তঃসত্ত্বাদের ক্ষেত্রেও একটি নিরাপদ হবে ৷ এদিনের সেমিনারে তিনি কোভ্য়াকসিন সম্পর্কে বলেন, কোভ্য়াকসিন খুব উচ্চ মাত্রার বিশুদ্ধ ভারত বায়োটেকের বায়ো সেফটি লেভেল 3-র আওতায় তৈরি করা হয়েছে ৷

clinical-trials-of-intranasal-vaccine-from-next-month
আগামী মাসে ভারত বায়োটেকের কোরোনার ইন্টারনাজ়াল ভ্য়াকসিনের ট্রায়াল শুরু
author img

By

Published : Dec 9, 2020, 10:52 PM IST

হায়দরাবাদ, 9 ডিসেম্বর : জানুয়ারি থেকে ভারত বায়োটেকের কোরোনার দ্বিতীয় ভ্য়াকসিনের ট্রায়াল শুরু হবে ৷ এই ভ্য়াকসিনটি নাকের ড্রপের মাধ্য়মে মানুষের শরীরে দেওয়া হবে ৷ এদিন সংস্থার চেয়ারম্য়ান ড. কৃষ্ণা এলা একথা জানান ৷ এদিন ভার্চুয়াল একটি সেমিনারে অংশ নিয়ে এই তথ্য় দেন ভারত বায়োটেকের চেয়ারম্য়ান ৷ প্রথম ও দ্বিতীয় ধাপে এই ইন্টারনজ়াল ভ্য়াকসিনের পরীক্ষা শুরু হবে আগামী মাস থেকে ৷ ওয়াশিংটন স্কুল অফ মেডিসিনের সঙ্গে এই ভ্য়াকসিন তৈরির জন্য় লাইসেন্সিং চুক্তি করেছে ভারত বায়োটেক ৷

এদিন সেমিনারে ভারত বায়োটেকের তৈরি কোভ্য়াকসিন নিয়ে বক্তৃতা দেন ড. কৃষ্ণা এলা ৷ সেখানেই তিনি ইন্টারনজ়াল ভ্য়াকসিনের ট্রায়ালের বিষয়টি জানান ৷ সঙ্গে এও জানান, ইন্টারনজ়াল ভ্য়াকসিন ক্য়ানসার রোগীদের ক্ষেত্রে একটি ভালো বিকল্প ৷ এমনকী শিশু ও অন্তঃসত্ত্বাদের ক্ষেত্রেও একটি নিরাপদ হবে ৷ এদিনের সেমিনারে তিনি কোভ্য়াকসিন সম্পর্কে বলেন, কোভ্য়াকসিন খুব উচ্চ মাত্রার বিশুদ্ধ ভারত বায়োটেকের বায়ো সেফটি লেভেল 3-র আওতায় তৈরি করা হয়েছে ৷

আরও পড়ুন :ডিসিজিআইয়ের কাছে জরুরি ক্ষেত্রে ব্যবহারের অনুমোদনের আবেদন ভারত বায়োটেকের

তিনি আরও জানান, অনেক দেশেই বায়ো সেফটি লেভেল 3-র ল্য়াব রয়েছে ৷ কিন্তু, বায়ো সেফটি লেভেল 3-র প্রোডাকশন কোথাও নেই ৷ জনগণের জন্য় কোরোনার ভ্য়াকসিনের জোগান দিতে ভারত বায়োটেক নতুন ম্য়ানুফ্য়াকচারিং ইউনিট তৈরি করতে চলেছে ৷ এমনই জানিয়েছেন সংস্থার চেয়ারম্য়ান ৷

হায়দরাবাদ, 9 ডিসেম্বর : জানুয়ারি থেকে ভারত বায়োটেকের কোরোনার দ্বিতীয় ভ্য়াকসিনের ট্রায়াল শুরু হবে ৷ এই ভ্য়াকসিনটি নাকের ড্রপের মাধ্য়মে মানুষের শরীরে দেওয়া হবে ৷ এদিন সংস্থার চেয়ারম্য়ান ড. কৃষ্ণা এলা একথা জানান ৷ এদিন ভার্চুয়াল একটি সেমিনারে অংশ নিয়ে এই তথ্য় দেন ভারত বায়োটেকের চেয়ারম্য়ান ৷ প্রথম ও দ্বিতীয় ধাপে এই ইন্টারনজ়াল ভ্য়াকসিনের পরীক্ষা শুরু হবে আগামী মাস থেকে ৷ ওয়াশিংটন স্কুল অফ মেডিসিনের সঙ্গে এই ভ্য়াকসিন তৈরির জন্য় লাইসেন্সিং চুক্তি করেছে ভারত বায়োটেক ৷

এদিন সেমিনারে ভারত বায়োটেকের তৈরি কোভ্য়াকসিন নিয়ে বক্তৃতা দেন ড. কৃষ্ণা এলা ৷ সেখানেই তিনি ইন্টারনজ়াল ভ্য়াকসিনের ট্রায়ালের বিষয়টি জানান ৷ সঙ্গে এও জানান, ইন্টারনজ়াল ভ্য়াকসিন ক্য়ানসার রোগীদের ক্ষেত্রে একটি ভালো বিকল্প ৷ এমনকী শিশু ও অন্তঃসত্ত্বাদের ক্ষেত্রেও একটি নিরাপদ হবে ৷ এদিনের সেমিনারে তিনি কোভ্য়াকসিন সম্পর্কে বলেন, কোভ্য়াকসিন খুব উচ্চ মাত্রার বিশুদ্ধ ভারত বায়োটেকের বায়ো সেফটি লেভেল 3-র আওতায় তৈরি করা হয়েছে ৷

আরও পড়ুন :ডিসিজিআইয়ের কাছে জরুরি ক্ষেত্রে ব্যবহারের অনুমোদনের আবেদন ভারত বায়োটেকের

তিনি আরও জানান, অনেক দেশেই বায়ো সেফটি লেভেল 3-র ল্য়াব রয়েছে ৷ কিন্তু, বায়ো সেফটি লেভেল 3-র প্রোডাকশন কোথাও নেই ৷ জনগণের জন্য় কোরোনার ভ্য়াকসিনের জোগান দিতে ভারত বায়োটেক নতুন ম্য়ানুফ্য়াকচারিং ইউনিট তৈরি করতে চলেছে ৷ এমনই জানিয়েছেন সংস্থার চেয়ারম্য়ান ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.