ETV Bharat / bharat

জরুরি ভিত্তিতে শুনানির বিষয়ে মহুয়ার আইনজীবীকে আশ্বস্ত করল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ - সুপ্রিম কোর্ট

Mahua Moitra's LS expulsion plea: তৃণমূল নেত্রী সোমবার তাঁর বহিষ্কারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন ৷ লোকসভা এথিক্স কমিটির রিপোর্ট গ্রহণ করেছিল ৷ যেখানে সাফ জানানো হয়, মহুয়া একজন ব্যবসায়ীর কাছ থেকে টাকা, উপহার নিয়েছিলেন সংসদে প্রশ্ন করার জন্য ৷ এরপরই মহুয়াকে দোষী সাব্যস্ত করার পাশাপাশি লোকসভা থেকে তাঁকে বহিষ্কারও করা হয়।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 13, 2023, 10:47 PM IST

নয়াদিল্লি, 13 ডিসেম্বর: সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বুধবার তৃণমূল কংগ্রেস নেত্রী মহুয়া মৈত্রের আইনজীবীকে আশ্বস্ত করে জানিয়েছেন, লোকসভা থেকে তাঁকে বহিষ্কারের বিষয়ে চ্যালেঞ্জ জানিয়ে যে আবেদন করেছিলেন মহুয়া তা জরুরি ভিত্তিতে শুনানির বিষয়ে সিদ্ধান্ত নেবেন ৷ যদিও ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে, যার অভিযোগের ভিত্তিতেই মহুয়াকে লোকসভা থেকে বহিষ্কার করা হয়েছিল, তিনিও মহুয়াকে অভিযুক্ত করার জন্য পালটা আদালতের দ্বারস্থ হয়েছেন ৷

তৃণমূল নেত্রী সোমবার তাঁর বহিষ্কারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন ৷ লোকসভা এথিক্স কমিটির রিপোর্ট গ্রহণ করেছিল ৷ যেখানে সাফ জানানো হয়, মহুয়া একজন ব্যবসায়ীর কাছ থেকে টাকা, উপহার নিয়েছিলেন সংসদে প্রশ্ন করার জন্য ৷ এরপরই মহুয়াকে দোষী সাব্যস্ত করার পাশাপাশি লোকসভা থেকে তাঁকে বহিষ্কারও করা হয়। অন্যদিকে, নিশিকান্ত দুবে শীর্ষ আদালতে পালটা দায়ের করা আবেদনে বলেন, "যেহেতু তাৎক্ষণিক পিটিশনের পুরো সূত্রটি 15 অক্টোবর তারিখে আবেদনকারীর (নিশিকান্ত দুবে) দ্বারা করা অভিযোগ থেকে উঠে এসেছে, তাই এটি সম্পূর্ণ ন্যায়সঙ্গত এবং ন্যায়বিচারের স্বার্থে আবেদনকারীকে প্রয়োজনীয় পক্ষ হিসাবে রাখা হোক ৷"

বুধবার, প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ মহুয়ার আইনজীবী অভিষেক মনু সিংভির দাখিল করা নোট গ্রহণ করেছে ৷ সিংভি বলেছেন, "একজন সদস্যকে লোকসভা থেকে বহিষ্কার করা হচ্ছে ৷ বেঞ্চকে আবেদনটি বৃহস্পতিবার বা শুক্রবার শুনানির জন্য তালিকাভুক্ত করার অনুরোধ করা হয়েছে ৷" যার উত্তরে প্রধান বিচারপতি, "বিষয়টি নিবন্ধিত নাও হতে পারে ৷ যদি ইমেল পাঠানো হয়, তাহলে আমি এখনই এটি দেখতাম।" এর আগে, প্রধান বিচারপতি একটি সাংবিধানিক বেঞ্চের নেতৃত্বে ছিলেন বলে বিচারপতি এসকে কৌলের নেতৃত্বাধীন বেঞ্চের সামনে সিংভি মহুয়ার আবেদনের কথা উল্লেখ করেছিলেন।

8 ডিসেম্বর এথিক্স কমিটির রিপোর্টে লোকসভায় উত্তপ্ত বিতর্কের পরে মহুয়াকে বহিষ্কার করা হয় ৷ এমনকী মহুয়াকে কথা বলার অনুমতিও দেওয়া হয়নি ৷ সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী "অনৈতিক আচরণ"-এর জন্য তৃণমূল সাংসদকে হাউস থেকে বহিষ্কারের জন্য একটি প্রস্তাব উত্থাপন করেছিলেন। প্রস্তাবটি ধ্বনি ভোটে গৃহীত হয়। (পিটিআই)

নয়াদিল্লি, 13 ডিসেম্বর: সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বুধবার তৃণমূল কংগ্রেস নেত্রী মহুয়া মৈত্রের আইনজীবীকে আশ্বস্ত করে জানিয়েছেন, লোকসভা থেকে তাঁকে বহিষ্কারের বিষয়ে চ্যালেঞ্জ জানিয়ে যে আবেদন করেছিলেন মহুয়া তা জরুরি ভিত্তিতে শুনানির বিষয়ে সিদ্ধান্ত নেবেন ৷ যদিও ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে, যার অভিযোগের ভিত্তিতেই মহুয়াকে লোকসভা থেকে বহিষ্কার করা হয়েছিল, তিনিও মহুয়াকে অভিযুক্ত করার জন্য পালটা আদালতের দ্বারস্থ হয়েছেন ৷

তৃণমূল নেত্রী সোমবার তাঁর বহিষ্কারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন ৷ লোকসভা এথিক্স কমিটির রিপোর্ট গ্রহণ করেছিল ৷ যেখানে সাফ জানানো হয়, মহুয়া একজন ব্যবসায়ীর কাছ থেকে টাকা, উপহার নিয়েছিলেন সংসদে প্রশ্ন করার জন্য ৷ এরপরই মহুয়াকে দোষী সাব্যস্ত করার পাশাপাশি লোকসভা থেকে তাঁকে বহিষ্কারও করা হয়। অন্যদিকে, নিশিকান্ত দুবে শীর্ষ আদালতে পালটা দায়ের করা আবেদনে বলেন, "যেহেতু তাৎক্ষণিক পিটিশনের পুরো সূত্রটি 15 অক্টোবর তারিখে আবেদনকারীর (নিশিকান্ত দুবে) দ্বারা করা অভিযোগ থেকে উঠে এসেছে, তাই এটি সম্পূর্ণ ন্যায়সঙ্গত এবং ন্যায়বিচারের স্বার্থে আবেদনকারীকে প্রয়োজনীয় পক্ষ হিসাবে রাখা হোক ৷"

বুধবার, প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ মহুয়ার আইনজীবী অভিষেক মনু সিংভির দাখিল করা নোট গ্রহণ করেছে ৷ সিংভি বলেছেন, "একজন সদস্যকে লোকসভা থেকে বহিষ্কার করা হচ্ছে ৷ বেঞ্চকে আবেদনটি বৃহস্পতিবার বা শুক্রবার শুনানির জন্য তালিকাভুক্ত করার অনুরোধ করা হয়েছে ৷" যার উত্তরে প্রধান বিচারপতি, "বিষয়টি নিবন্ধিত নাও হতে পারে ৷ যদি ইমেল পাঠানো হয়, তাহলে আমি এখনই এটি দেখতাম।" এর আগে, প্রধান বিচারপতি একটি সাংবিধানিক বেঞ্চের নেতৃত্বে ছিলেন বলে বিচারপতি এসকে কৌলের নেতৃত্বাধীন বেঞ্চের সামনে সিংভি মহুয়ার আবেদনের কথা উল্লেখ করেছিলেন।

8 ডিসেম্বর এথিক্স কমিটির রিপোর্টে লোকসভায় উত্তপ্ত বিতর্কের পরে মহুয়াকে বহিষ্কার করা হয় ৷ এমনকী মহুয়াকে কথা বলার অনুমতিও দেওয়া হয়নি ৷ সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী "অনৈতিক আচরণ"-এর জন্য তৃণমূল সাংসদকে হাউস থেকে বহিষ্কারের জন্য একটি প্রস্তাব উত্থাপন করেছিলেন। প্রস্তাবটি ধ্বনি ভোটে গৃহীত হয়। (পিটিআই)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.