পাটনা (বিহার), 19 ফেব্রুয়ারি: আগেই পাটনায় সিপিআই(এমএল)-এর অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব বিজেপির বিরুদ্ধে সরব হয়েছিলেন ৷ এবার, সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি দিল্লিতে আরজেডি প্রধান তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের সঙ্গে দেখা করলেন (Sitaram Yechury Meets Lalu Prasad Yadav in Delhi) ৷ এই সাক্ষাৎকারে বিরোধী দলগুলোকে ঐক্যবদ্ধ করার বার্তা দিলেন তিনি ৷ সম্প্রতি লালু সিঙ্গাপুর থেকে কিডনি প্রতিস্থাপন করে ফিরেছেন ৷ তারপরেই ইয়েচুরি তাঁর সঙ্গে দেখা করতে গেলেন ৷ ইয়েচুরি টুইটারে লালুর সঙ্গে এই সাক্ষাৎকারকে বেশ গুরুত্বপূর্ণ বলে উল্লেখ্য করেছেন ৷ টুইটে তিনি লেখেন, "লালুর সঙ্গে সাক্ষাতে মনোবল বাড়ে ৷ তাঁর সঙ্গে অনেকদিন পর দেখা হল ৷ ওর সঙ্গে দেখা হওয়ার পর খুব ভালো লাগছে ৷ লালু প্রসাদ যাদব এবং রাবরি দেবীর সঙ্গে খুব ভালো সময় কাটল ৷"
বাম দলগুলোর সঙ্গে লালুর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক
আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবের সঙ্গে বাম দলগুলির সম্পর্ক সবসময়ই ভালো ছিল ৷ লালু যখন 2004-2009 সালে মনমোহন সিংয়ের সরকারে রেলমন্ত্রী ছিলেন, সেই ইউপিএ সরকারেরও বাম দলগুলির সমর্থন ছিল ৷ একই সঙ্গে বিহারে মহাজোট সরকারকেও বাইরে থেকে বাম দলগুলি সমর্থন জানিয়েছে ৷ 2020 সালের বিহার বিধানসভা নির্বাচনেও, আরজেডি, কংগ্রেস ও বামেরা জোট করেছিল ৷ ব্যক্তিগতভাবেও সীতারাম ইয়েচুরি-সহ অন্যান্য বাম শীর্ষনেতৃত্বের সঙ্গে সুসম্পর্ক রয়েছে লালুর ৷
-
लालू प्रसाद यादव जी से लम्बे समय बाद भेंट हुई। उनसे मुलाक़ात के बाद, हमेशा हौंसला बढ़ता है! राबड़ी देवी जी और लालू जी के साथ अच्छा समय गुज़रा। @laluprasadrjd @yadavtejashwi @RabriDeviRJD pic.twitter.com/uu5yHFtPiP
— Sitaram Yechury (@SitaramYechury) February 17, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">लालू प्रसाद यादव जी से लम्बे समय बाद भेंट हुई। उनसे मुलाक़ात के बाद, हमेशा हौंसला बढ़ता है! राबड़ी देवी जी और लालू जी के साथ अच्छा समय गुज़रा। @laluprasadrjd @yadavtejashwi @RabriDeviRJD pic.twitter.com/uu5yHFtPiP
— Sitaram Yechury (@SitaramYechury) February 17, 2023लालू प्रसाद यादव जी से लम्बे समय बाद भेंट हुई। उनसे मुलाक़ात के बाद, हमेशा हौंसला बढ़ता है! राबड़ी देवी जी और लालू जी के साथ अच्छा समय गुज़रा। @laluprasadrjd @yadavtejashwi @RabriDeviRJD pic.twitter.com/uu5yHFtPiP
— Sitaram Yechury (@SitaramYechury) February 17, 2023
আরও পড়ুন: মেঘালয়কে দেশের সেরা রাজ্য করবে তৃণমূল, প্রচারে দাবি অভিষেকের
পাটনায় বামেদের মঞ্চে নীতীশ-তেজস্বী
শনিবার পাটনার শ্রী কৃষ্ণ মেমোরিয়াল হলে আয়োজিত সিপিআই(এমএল)-এর অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবও হাজির ছিলেন ৷ সেই মঞ্চ থেকে দুই নেতাই বিরোধী ঐক্যের বার্তা দেন ৷ 2024 লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধী সব দলকে একত্রিত হওয়ার আেবদনও করেন তাঁরা ৷ আর এর জন্য কংগ্রেসকে উদ্যোগী হওয়ার কথা বলেন নীতীশ কুমার ৷ সেই সভায় কংগ্রেস নেতা সলমন খুরশিদ উপস্থিত ছিলেন ৷ পাশাপাশি সভায় উপস্থিত ছিলেন সমাজকর্মী অরুন্ধতি রায়ও । অনুষ্ঠানের ফাঁকে ইটিভি ভারতকে একান্ত সাক্ষাৎকার দেন তিনি । সেখানে তাঁর দাবি ছিল, পুঁজিবাদের পাশপাশি জাতিবাদের সমীকরণ তা বুঝলে জাতীয় রাজনীতিতে বাম দলগুলি প্রাসঙ্গিক হয়ে উঠতে পারবে না ।