ETV Bharat / bharat

Sitaram Meets Lalu in Delhi: দিল্লিতে লালুর সঙ্গে সাক্ষাতে বিরোধী ঐক্যের বার্তা ইয়েচুরির - আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব

দিল্লিতে লালু প্রসাদ যাদবের সঙ্গে দেখা করলেন সীতারাম ইয়েচুরি (Sitaram Meets Lalu in Delhi) ৷ শনিবারের সেই সাক্ষাতে বিজেপি বিরোধী জোট নিয়ে কথা হয়েছে বলে সূত্রের খবর ৷

Sitaram Meets Lalu in Delhi ETV BHARAT
Sitaram Meets Lalu in Delhi
author img

By

Published : Feb 19, 2023, 1:46 PM IST

পাটনা (বিহার), 19 ফেব্রুয়ারি: আগেই পাটনায় সিপিআই(এমএল)-এর অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব বিজেপির বিরুদ্ধে সরব হয়েছিলেন ৷ এবার, সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি দিল্লিতে আরজেডি প্রধান তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের সঙ্গে দেখা করলেন (Sitaram Yechury Meets Lalu Prasad Yadav in Delhi) ৷ এই সাক্ষাৎকারে বিরোধী দলগুলোকে ঐক্যবদ্ধ করার বার্তা দিলেন তিনি ৷ সম্প্রতি লালু সিঙ্গাপুর থেকে কিডনি প্রতিস্থাপন করে ফিরেছেন ৷ তারপরেই ইয়েচুরি তাঁর সঙ্গে দেখা করতে গেলেন ৷ ইয়েচুরি টুইটারে লালুর সঙ্গে এই সাক্ষাৎকারকে বেশ গুরুত্বপূর্ণ বলে উল্লেখ্য করেছেন ৷ টুইটে তিনি লেখেন, "লালুর সঙ্গে সাক্ষাতে মনোবল বাড়ে ৷ তাঁর সঙ্গে অনেকদিন পর দেখা হল ৷ ওর সঙ্গে দেখা হওয়ার পর খুব ভালো লাগছে ৷ লালু প্রসাদ যাদব এবং রাবরি দেবীর সঙ্গে খুব ভালো সময় কাটল ৷"

বাম দলগুলোর সঙ্গে লালুর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক

আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবের সঙ্গে বাম দলগুলির সম্পর্ক সবসময়ই ভালো ছিল ৷ লালু যখন 2004-2009 সালে মনমোহন সিংয়ের সরকারে রেলমন্ত্রী ছিলেন, সেই ইউপিএ সরকারেরও বাম দলগুলির সমর্থন ছিল ৷ একই সঙ্গে বিহারে মহাজোট সরকারকেও বাইরে থেকে বাম দলগুলি সমর্থন জানিয়েছে ৷ 2020 সালের বিহার বিধানসভা নির্বাচনেও, আরজেডি, কংগ্রেস ও বামেরা জোট করেছিল ৷ ব্যক্তিগতভাবেও সীতারাম ইয়েচুরি-সহ অন্যান্য বাম শীর্ষনেতৃত্বের সঙ্গে সুসম্পর্ক রয়েছে লালুর ৷

  • लालू प्रसाद यादव जी से लम्बे समय बाद भेंट हुई। उनसे मुलाक़ात के बाद, हमेशा हौंसला बढ़ता है! राबड़ी देवी जी और लालू जी के साथ अच्छा समय गुज़रा। @laluprasadrjd @yadavtejashwi @RabriDeviRJD pic.twitter.com/uu5yHFtPiP

    — Sitaram Yechury (@SitaramYechury) February 17, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: মেঘালয়কে দেশের সেরা রাজ্য করবে তৃণমূল, প্রচারে দাবি অভিষেকের

পাটনায় বামেদের মঞ্চে নীতীশ-তেজস্বী

শনিবার পাটনার শ্রী কৃষ্ণ মেমোরিয়াল হলে আয়োজিত সিপিআই(এমএল)-এর অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবও হাজির ছিলেন ৷ সেই মঞ্চ থেকে দুই নেতাই বিরোধী ঐক্যের বার্তা দেন ৷ 2024 লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধী সব দলকে একত্রিত হওয়ার আেবদনও করেন তাঁরা ৷ আর এর জন্য কংগ্রেসকে উদ্যোগী হওয়ার কথা বলেন নীতীশ কুমার ৷ সেই সভায় কংগ্রেস নেতা সলমন খুরশিদ উপস্থিত ছিলেন ৷ পাশাপাশি সভায় উপস্থিত ছিলেন সমাজকর্মী অরুন্ধতি রায়ও । অনুষ্ঠানের ফাঁকে ইটিভি ভারতকে একান্ত সাক্ষাৎকার দেন তিনি । সেখানে তাঁর দাবি ছিল, পুঁজিবাদের পাশপাশি জাতিবাদের সমীকরণ তা বুঝলে জাতীয় রাজনীতিতে বাম দলগুলি প্রাসঙ্গিক হয়ে উঠতে পারবে না ।

পাটনা (বিহার), 19 ফেব্রুয়ারি: আগেই পাটনায় সিপিআই(এমএল)-এর অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব বিজেপির বিরুদ্ধে সরব হয়েছিলেন ৷ এবার, সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি দিল্লিতে আরজেডি প্রধান তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের সঙ্গে দেখা করলেন (Sitaram Yechury Meets Lalu Prasad Yadav in Delhi) ৷ এই সাক্ষাৎকারে বিরোধী দলগুলোকে ঐক্যবদ্ধ করার বার্তা দিলেন তিনি ৷ সম্প্রতি লালু সিঙ্গাপুর থেকে কিডনি প্রতিস্থাপন করে ফিরেছেন ৷ তারপরেই ইয়েচুরি তাঁর সঙ্গে দেখা করতে গেলেন ৷ ইয়েচুরি টুইটারে লালুর সঙ্গে এই সাক্ষাৎকারকে বেশ গুরুত্বপূর্ণ বলে উল্লেখ্য করেছেন ৷ টুইটে তিনি লেখেন, "লালুর সঙ্গে সাক্ষাতে মনোবল বাড়ে ৷ তাঁর সঙ্গে অনেকদিন পর দেখা হল ৷ ওর সঙ্গে দেখা হওয়ার পর খুব ভালো লাগছে ৷ লালু প্রসাদ যাদব এবং রাবরি দেবীর সঙ্গে খুব ভালো সময় কাটল ৷"

বাম দলগুলোর সঙ্গে লালুর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক

আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবের সঙ্গে বাম দলগুলির সম্পর্ক সবসময়ই ভালো ছিল ৷ লালু যখন 2004-2009 সালে মনমোহন সিংয়ের সরকারে রেলমন্ত্রী ছিলেন, সেই ইউপিএ সরকারেরও বাম দলগুলির সমর্থন ছিল ৷ একই সঙ্গে বিহারে মহাজোট সরকারকেও বাইরে থেকে বাম দলগুলি সমর্থন জানিয়েছে ৷ 2020 সালের বিহার বিধানসভা নির্বাচনেও, আরজেডি, কংগ্রেস ও বামেরা জোট করেছিল ৷ ব্যক্তিগতভাবেও সীতারাম ইয়েচুরি-সহ অন্যান্য বাম শীর্ষনেতৃত্বের সঙ্গে সুসম্পর্ক রয়েছে লালুর ৷

  • लालू प्रसाद यादव जी से लम्बे समय बाद भेंट हुई। उनसे मुलाक़ात के बाद, हमेशा हौंसला बढ़ता है! राबड़ी देवी जी और लालू जी के साथ अच्छा समय गुज़रा। @laluprasadrjd @yadavtejashwi @RabriDeviRJD pic.twitter.com/uu5yHFtPiP

    — Sitaram Yechury (@SitaramYechury) February 17, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: মেঘালয়কে দেশের সেরা রাজ্য করবে তৃণমূল, প্রচারে দাবি অভিষেকের

পাটনায় বামেদের মঞ্চে নীতীশ-তেজস্বী

শনিবার পাটনার শ্রী কৃষ্ণ মেমোরিয়াল হলে আয়োজিত সিপিআই(এমএল)-এর অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবও হাজির ছিলেন ৷ সেই মঞ্চ থেকে দুই নেতাই বিরোধী ঐক্যের বার্তা দেন ৷ 2024 লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধী সব দলকে একত্রিত হওয়ার আেবদনও করেন তাঁরা ৷ আর এর জন্য কংগ্রেসকে উদ্যোগী হওয়ার কথা বলেন নীতীশ কুমার ৷ সেই সভায় কংগ্রেস নেতা সলমন খুরশিদ উপস্থিত ছিলেন ৷ পাশাপাশি সভায় উপস্থিত ছিলেন সমাজকর্মী অরুন্ধতি রায়ও । অনুষ্ঠানের ফাঁকে ইটিভি ভারতকে একান্ত সাক্ষাৎকার দেন তিনি । সেখানে তাঁর দাবি ছিল, পুঁজিবাদের পাশপাশি জাতিবাদের সমীকরণ তা বুঝলে জাতীয় রাজনীতিতে বাম দলগুলি প্রাসঙ্গিক হয়ে উঠতে পারবে না ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.