ETV Bharat / bharat

বাদুড়ের দেহে 24 নয়া প্রজাতির করোনা ভাইরাসের সন্ধান দিলেন চিনা বিজ্ঞানীরা - সার্স-কোভ 2

এখনও মারণ ভাইরাসের দাপট অব্যাহত গোটা বিশ্বে ৷ তার মধ্যে এবার চিনের বিজ্ঞানীরা দাবি করলেন, বাদুড়ের দেহে করোনা ভাইরাসের নতুন 24 রকমের প্রজাতির সন্ধান মিলেছে ৷ যার মধ্যে চারটি সার্স-কোভ 2 প্রজাতির ৷

বাদুড়ের দেহে 24 নয়া প্রজাতির করোনা ভাইরাসের সন্ধান দিলেন চিনা বিজ্ঞানীরা
বাদুড়ের দেহে 24 নয়া প্রজাতির করোনা ভাইরাসের সন্ধান দিলেন চিনা বিজ্ঞানীরা
author img

By

Published : Jun 13, 2021, 11:02 PM IST

ওয়াশিংটন , 13 জুন : মারণ ভাইরাসের দাপটে গত দেড় বছর ধরে নাকানি-চোবানি খাচ্ছে বিশ্ববাসী ৷ করোনা ভাইরাসের উৎপত্তি বাদুড় থেকে না এর পিছন অন্য কোনও রহস্য আছে , তা আজও অধরা ৷ এবার তার মধ্যেই বাদুড়ের শরীরে করোনা ভাইরাসের নয়া ব্যাচের সন্ধান দিলেন চিনা বিজ্ঞানীরা ৷ পাশপাশি তাঁরা জানিয়েছেন,সন্ধান পাওয়া এই নয়া ব্যাচের সঙ্গে জিনগত মিল রয়েছে করোনা ভাইরাসের ৷

বিজ্ঞানীরা জানিয়েছেন , এর থেকেই প্রমাণ হয় বাদুড়ের দেহে কত ধরনের করোনা ভাইরাস থাকতে পারে ৷ অন্যদিকে চিনের সানডং বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানাচ্ছেন , চিনের দক্ষিণ-পশ্চিম অংশের বেশ কিছু প্রজাতির বাদুড়ের শরীরে 24 রকমের করোনা ভাইরাসের সন্ধান পাওয়া গিয়েছে ৷ তার মধ্যে চারটি সার্স-কোভ 2 প্রজাতির ৷

2019 এর মে থেকে 2020 এর নভেম্বরের মধ্যে বিভিন্ন সাইজের বাদুড় ও জঙ্গলের বাদুড়ের মল , মূত্র এমনকী লালারসের নমুনা সংগ্রহ করা হয়েছিল ৷ সেইসব নমুনা থেকেই নতুন প্রজাতির করোনা ভাইরাসের সন্ধান মেলে ৷

অন্যদিকে 2020 সালের জুন মাসে থাইল্যান্ড থেকে সার্স কোভ 2 এর সমগোত্রীয় মারণ ভাইরাসের সন্ধান মেলে ৷ এর থেকে প্রমাণিত হয় , মূলত বাদুড়ের থেকেই ভাইরাসটি মানুষের মধ্যে ছড়াচ্ছে ও বিস্তৃতি লাভ করছে মিউটেশন করে ৷ এমনটাই দাবি চিনা বিজ্ঞানীদের ৷

আরও পড়ুন : প্রয়াত মিলখা সিংয়ের স্ত্রী নির্মল

গত দেড় বছর ধরে করোনার উৎস সন্ধানে প্রায় গলদঘর্ম দশা তাবড় তাবড় বিজ্ঞানীদের ৷ এখনও সন্ধান মেলেনি করোনা ভাইরাসের আসল উৎসের ৷ তার মধ্যে চিনের বিজ্ঞানীদের এই ভাইরাস নিয়ে নয়া মোড় স্বাভাবিকভাবেই আরও উদ্বেগের কারণ বলেই মনে করছেন অন্য দেশের বিজ্ঞানীরা ৷

ওয়াশিংটন , 13 জুন : মারণ ভাইরাসের দাপটে গত দেড় বছর ধরে নাকানি-চোবানি খাচ্ছে বিশ্ববাসী ৷ করোনা ভাইরাসের উৎপত্তি বাদুড় থেকে না এর পিছন অন্য কোনও রহস্য আছে , তা আজও অধরা ৷ এবার তার মধ্যেই বাদুড়ের শরীরে করোনা ভাইরাসের নয়া ব্যাচের সন্ধান দিলেন চিনা বিজ্ঞানীরা ৷ পাশপাশি তাঁরা জানিয়েছেন,সন্ধান পাওয়া এই নয়া ব্যাচের সঙ্গে জিনগত মিল রয়েছে করোনা ভাইরাসের ৷

বিজ্ঞানীরা জানিয়েছেন , এর থেকেই প্রমাণ হয় বাদুড়ের দেহে কত ধরনের করোনা ভাইরাস থাকতে পারে ৷ অন্যদিকে চিনের সানডং বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানাচ্ছেন , চিনের দক্ষিণ-পশ্চিম অংশের বেশ কিছু প্রজাতির বাদুড়ের শরীরে 24 রকমের করোনা ভাইরাসের সন্ধান পাওয়া গিয়েছে ৷ তার মধ্যে চারটি সার্স-কোভ 2 প্রজাতির ৷

2019 এর মে থেকে 2020 এর নভেম্বরের মধ্যে বিভিন্ন সাইজের বাদুড় ও জঙ্গলের বাদুড়ের মল , মূত্র এমনকী লালারসের নমুনা সংগ্রহ করা হয়েছিল ৷ সেইসব নমুনা থেকেই নতুন প্রজাতির করোনা ভাইরাসের সন্ধান মেলে ৷

অন্যদিকে 2020 সালের জুন মাসে থাইল্যান্ড থেকে সার্স কোভ 2 এর সমগোত্রীয় মারণ ভাইরাসের সন্ধান মেলে ৷ এর থেকে প্রমাণিত হয় , মূলত বাদুড়ের থেকেই ভাইরাসটি মানুষের মধ্যে ছড়াচ্ছে ও বিস্তৃতি লাভ করছে মিউটেশন করে ৷ এমনটাই দাবি চিনা বিজ্ঞানীদের ৷

আরও পড়ুন : প্রয়াত মিলখা সিংয়ের স্ত্রী নির্মল

গত দেড় বছর ধরে করোনার উৎস সন্ধানে প্রায় গলদঘর্ম দশা তাবড় তাবড় বিজ্ঞানীদের ৷ এখনও সন্ধান মেলেনি করোনা ভাইরাসের আসল উৎসের ৷ তার মধ্যে চিনের বিজ্ঞানীদের এই ভাইরাস নিয়ে নয়া মোড় স্বাভাবিকভাবেই আরও উদ্বেগের কারণ বলেই মনে করছেন অন্য দেশের বিজ্ঞানীরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.