নয়াদিল্লি, 3 মার্চ : চিনা হ্যাকারদের নিয়ে এবার ভারতকে সতর্কবার্তা পাঠাল একটি মার্কিন সংস্থা ৷ তাদের দাবি, ভারতের একটি বন্দরের নেটওয়ার্ক সিস্টেমের মধ্যে চিনা হ্যাকাররা এখনও সক্রিয় রয়েছেন ৷ তারা চিন সরকারের মদতপুষ্ট বলে অভিযোগ ৷ এমনকী, সরকারি তরফেও এই ধরনের হ্যাকের প্রচেষ্টাকে ব্লক করা হয়েছে ৷ কিন্তু তাতেও কাজ হচ্ছে না ৷
মার্কিন ওই সংস্থার সিইও স্টুয়ার্ট সোলোমন জানিয়েছেন যে চিনা হ্যাকাররা ভারতের 10টা পাওয়ার গ্রিড ও দু’টো সমুদ্র বন্দরকে টার্গেট করেছে ৷ গত 10 ফেব্রুয়ারি এই নিয়ে প্রথম রিপোর্ট হয় ৷ তার পরও বেশ কয়েকটি ক্ষেত্রে হ্যাকাররা সক্রিয় রয়েছে ৷
এই বিষয়ে এখনও পর্যন্ত অবশ্য কেন্দ্রীয় সরকারের তরফে কোনও বক্তব্য পাওয়া যায়নি ৷ কিন্তু বুধবার বেজিংয়ে চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র ওয়াং ওয়েনবিন এই নিয়ে মুখ খুলেছেন ৷ তিনি জানিয়েছেন, বিশেষ একটি পক্ষের তরফ থেকে কোনও প্রমাণ ছাড়া এসব বলা আসলে উদ্দেশ্য প্রণোদিত ৷
আরও পড়ুন : হ্য়াশট্য়াগকেও রাজনৈতিক প্রচারের মধ্য়ে আনতে চাইছে কমিশন
মার্কিন ওই সংস্থার মতে, গত বছর থেকেই ভারতের পরিকাঠামোগত ক্ষেত্রে প্রভাব খাটানোর চেষ্টা করছে চিন ৷ সীমান্তে ভারতের সঙ্গে বিবাদ বেড়ে যাওয়ার পরই এই প্রচেষ্টা হতে থাকে ৷ গত অক্টোবরে কয়েক ঘণ্টার জন্য ভারতের অর্থনৈতিক রাজধানী মুম্বইয়ে লোডশেডিং হয়ে যায় ৷ তা নিয়ে ব্যাপক হইচই হয়েছিল ৷ সম্প্রতি এমন অভিযোগ ওঠে যে ওই ঘটনায় চিনের হ্যাকারদের হাত থাকলেও থাকতে পারে ৷