ETV Bharat / bharat

উত্তরাখণ্ডের বারাহোতি সীমান্তে সেনা বাড়াচ্ছে চিন, কড়া নজর ভারতের

একটি সংবাদ মাধ্যমের সূত্রে খবর, সম্প্রতি লাল সেনার অতিরিক্ত 35 টি ট্রুপ মোতায়েন হয়েছে উত্তরাখণ্ডের বারাহোতি সীমন্তে ৷ শুধু সেনা মোতায়েনই নয়, এইসঙ্গে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করা গিয়েছে বলে খবর ৷

s
s
author img

By

Published : Jul 21, 2021, 4:16 PM IST

নয়দিল্লি, 21 জুলাই: উত্তরাখণ্ড সীমান্তে চিনা সেনার গতিবিধি ৷ অতিরিক্ত সেনা মোতায়েন করছে লাল সেনা ৷ উত্তরাখণ্ডের বারাহোতি এলাকার প্রকৃত সীমান্ত রেখার ওপারে সাম্প্রতিককালে অতিরিক্ত গতিবিধি লক্ষ্য করা গিয়েছে পিপলস লিবারেশন আর্মির ৷

একটি সংবাদ মাধ্যমের সূত্রে খবর, সম্প্রতি লাল সেনার অতিরিক্ত 35 টি ট্রুপ মোতায়েন হয়েছে উত্তরাখণ্ডের বারাহোতি সীমন্তে ৷ শুধু সেনা মোতায়েনই নয়, এইসঙ্গে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করা গিয়েছে বলে খবর ৷ পরিস্থিতি বিচার করে পাল্টা ব্যবস্থা নিচ্ছে ভারতীয় সেনা ৷ সেনার অনুমান, বিশেষ উদ্দেশ্য রয়েছে চিনা সেনার ৷ তবে যে কোনও ধরনের পরিস্থিতি সামাল দিতে প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতের জওয়ানরাও ৷

আরও পড়ুন: India-China Standoff : পূর্ব লাদাখে ধীরে ধীরে ভারত-চিনের মধ্যে স্থিতাবস্থা ফিরবে, মত বিপিন রাওয়াতের

জানা গিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণে ইতিমধ্যে চিফ অফ আর্মি স্টাফ বিপিন রাওয়াত ও সেনা প্রধান লেফ্টেনেন্ট জেনারেল ওয়াই ডিমরা উত্তরখণ্ডের সীমান্ত অঞ্চলগুলি ঘুরে দেখেছেন ৷ গোটা পরিস্থিতির উপর কড়া নজর রাখছে ভারতীয় সেনা ৷

নয়দিল্লি, 21 জুলাই: উত্তরাখণ্ড সীমান্তে চিনা সেনার গতিবিধি ৷ অতিরিক্ত সেনা মোতায়েন করছে লাল সেনা ৷ উত্তরাখণ্ডের বারাহোতি এলাকার প্রকৃত সীমান্ত রেখার ওপারে সাম্প্রতিককালে অতিরিক্ত গতিবিধি লক্ষ্য করা গিয়েছে পিপলস লিবারেশন আর্মির ৷

একটি সংবাদ মাধ্যমের সূত্রে খবর, সম্প্রতি লাল সেনার অতিরিক্ত 35 টি ট্রুপ মোতায়েন হয়েছে উত্তরাখণ্ডের বারাহোতি সীমন্তে ৷ শুধু সেনা মোতায়েনই নয়, এইসঙ্গে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করা গিয়েছে বলে খবর ৷ পরিস্থিতি বিচার করে পাল্টা ব্যবস্থা নিচ্ছে ভারতীয় সেনা ৷ সেনার অনুমান, বিশেষ উদ্দেশ্য রয়েছে চিনা সেনার ৷ তবে যে কোনও ধরনের পরিস্থিতি সামাল দিতে প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতের জওয়ানরাও ৷

আরও পড়ুন: India-China Standoff : পূর্ব লাদাখে ধীরে ধীরে ভারত-চিনের মধ্যে স্থিতাবস্থা ফিরবে, মত বিপিন রাওয়াতের

জানা গিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণে ইতিমধ্যে চিফ অফ আর্মি স্টাফ বিপিন রাওয়াত ও সেনা প্রধান লেফ্টেনেন্ট জেনারেল ওয়াই ডিমরা উত্তরখণ্ডের সীমান্ত অঞ্চলগুলি ঘুরে দেখেছেন ৷ গোটা পরিস্থিতির উপর কড়া নজর রাখছে ভারতীয় সেনা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.