ETV Bharat / bharat

Inhuman Incident in Telangana: সম্পত্তি না পাওয়ায় মায়ের দেহ নিতে অস্বীকার ছেলে-মেয়েদের

author img

By

Published : May 8, 2023, 9:28 PM IST

Updated : May 8, 2023, 9:37 PM IST

অমানবিক ঘটনার সাক্ষী তেলেঙ্গানা ৷ মায়ের মৃত্যুর আগে তিনি সম্পত্তি লিখে দিয়ে যাননি ছেলে মেয়েদের নামে ৷ তাঁর ব্যাংকে থাকা টাকারও নমিনি অন্য একজন ৷ তাই মায়ের দেহ হাসপাতাল থেকে নিয়ে দাহ করতে অস্বীকার করলেন তাঁর ছেলে ও দুই মেয়ে ৷

Mother death
মায়ের দেহ দাহ করতে অস্বীকার ছেলে মেয়েদের

কামারেড্ডি(তেলেঙ্গানা), 8 মে: সম্পত্তি বণ্টন করে যাননি মা ৷ এমনকী ব্যাংকে তাঁর জমা থাকা টাকাও পাননি ছেলে মেয়েরা ৷ তাই মায়ের মৃত্যুর পর তাঁর দেহ নিতেই অস্বীকার করলেন তাঁরা । দু'দিন ধরে সেই দেহ পড়ে রইল হাসপাতালের মর্গে ৷ এই অমানবিক ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার কামারেড্ডিতে ।

জানা গিয়েছে, কামারেড্ডির আরবি নগর কলোনির বাসিন্দা 70 বছর বয়সি কিশতাভা ৷ তিনি অসুস্থতায় ভুগছিলেন । গত মাসের 21 তারিখে পরিবারের লোকজন তাঁকে কামারেড্ডি সরকারি হাসপাতালে ভরতি করেন । 15 দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শনিবার অর্থাৎ 6 মে রাতে মারা যান কিশতাভা । হাসপাতালের কর্মীরা তাঁর মৃত্যুর খবর পরিবারের সদস্যদের জানান । তারপর পেরিয়ে যায় দু'দিন ৷ তবে তাঁর ছেলে-মেয়েরা হাসপাতাল থেকে মায়ের দেহ নিয়ে যেতে আর যাননি । এরপরেই হাসপাতালের কর্মীরা পুলিশকে খবর দেন । কিশতাভার দেহ মর্গে রাখা হয় ।

সূত্রের খবর, বৃদ্ধার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে । তাঁরা কামারেড্ডিতেই থাকেন । কিশতাভার নামে একটি বাড়ি রয়েছে । এছাড়াও তাঁর ব্যাংকের অ্যাকাউন্টে 1.70 লক্ষ টাকা জমা রয়েছে । এই সম্পত্তি ও টাকা তাঁর সন্তানদের না দেওয়ায় কিশতাভার ছেলে ও মেয়েরা মায়ের প্রতি ক্ষুব্ধ হন । কারণ ছেলে মেয়েদের পরিবর্তে তিনি তাঁর নমিনি হিসাবে এক আত্মীয়কে রেখেছেন । যার জেরে কোনও টাকাই ছেলে ও মেয়েরা পাবেন না তাঁর ৷ তাতেই ক্ষুব্ধ হয়ে কিশতাভার সন্তানরা তাঁর দেহ দাহ করতে অস্বীকার করেন এবং হাসপাতালে তা নিতে আসেননি । হাসপাতালের কর্মী এবং পুলিশ কিশতাভার দেহ তাঁর পরিবারের সদস্যদের কাছে হস্তান্তরের জন্য অপেক্ষা করছে । কেউ না এলে দেহটি দাবিদারহীন হিসাবে বিবেচিত হবে এবং সেটিকে পৌরসভার কর্মীরা দাহ করে দেবেন ।

আরও পড়ুন: ভাড়া নিয়ে বিবাদে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ায় যাত্রীর মৃত্যু

কামারেড্ডি(তেলেঙ্গানা), 8 মে: সম্পত্তি বণ্টন করে যাননি মা ৷ এমনকী ব্যাংকে তাঁর জমা থাকা টাকাও পাননি ছেলে মেয়েরা ৷ তাই মায়ের মৃত্যুর পর তাঁর দেহ নিতেই অস্বীকার করলেন তাঁরা । দু'দিন ধরে সেই দেহ পড়ে রইল হাসপাতালের মর্গে ৷ এই অমানবিক ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার কামারেড্ডিতে ।

জানা গিয়েছে, কামারেড্ডির আরবি নগর কলোনির বাসিন্দা 70 বছর বয়সি কিশতাভা ৷ তিনি অসুস্থতায় ভুগছিলেন । গত মাসের 21 তারিখে পরিবারের লোকজন তাঁকে কামারেড্ডি সরকারি হাসপাতালে ভরতি করেন । 15 দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শনিবার অর্থাৎ 6 মে রাতে মারা যান কিশতাভা । হাসপাতালের কর্মীরা তাঁর মৃত্যুর খবর পরিবারের সদস্যদের জানান । তারপর পেরিয়ে যায় দু'দিন ৷ তবে তাঁর ছেলে-মেয়েরা হাসপাতাল থেকে মায়ের দেহ নিয়ে যেতে আর যাননি । এরপরেই হাসপাতালের কর্মীরা পুলিশকে খবর দেন । কিশতাভার দেহ মর্গে রাখা হয় ।

সূত্রের খবর, বৃদ্ধার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে । তাঁরা কামারেড্ডিতেই থাকেন । কিশতাভার নামে একটি বাড়ি রয়েছে । এছাড়াও তাঁর ব্যাংকের অ্যাকাউন্টে 1.70 লক্ষ টাকা জমা রয়েছে । এই সম্পত্তি ও টাকা তাঁর সন্তানদের না দেওয়ায় কিশতাভার ছেলে ও মেয়েরা মায়ের প্রতি ক্ষুব্ধ হন । কারণ ছেলে মেয়েদের পরিবর্তে তিনি তাঁর নমিনি হিসাবে এক আত্মীয়কে রেখেছেন । যার জেরে কোনও টাকাই ছেলে ও মেয়েরা পাবেন না তাঁর ৷ তাতেই ক্ষুব্ধ হয়ে কিশতাভার সন্তানরা তাঁর দেহ দাহ করতে অস্বীকার করেন এবং হাসপাতালে তা নিতে আসেননি । হাসপাতালের কর্মী এবং পুলিশ কিশতাভার দেহ তাঁর পরিবারের সদস্যদের কাছে হস্তান্তরের জন্য অপেক্ষা করছে । কেউ না এলে দেহটি দাবিদারহীন হিসাবে বিবেচিত হবে এবং সেটিকে পৌরসভার কর্মীরা দাহ করে দেবেন ।

আরও পড়ুন: ভাড়া নিয়ে বিবাদে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ায় যাত্রীর মৃত্যু

Last Updated : May 8, 2023, 9:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.