ETV Bharat / bharat

Gujarat Assembly Poll: গুজরাতে বিধানসভা ভোট দু'দফায়, শুরু 1 ডিসেম্বর - গুজরাত বিধানসভা নির্বাচন

গুজরাতের বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ৷ 1 ডিসেম্বর থেকে ভোট শুরু হবে মোদির রাজ্যে (Gujarat Assembly Poll 1st phase on 1 December) ৷

Gujarat Assembly Election
ETV Bharat
author img

By

Published : Nov 3, 2022, 12:42 PM IST

Updated : Nov 4, 2022, 6:15 AM IST

নয়াদিল্লি, 3 নভেম্বর: গুজরাত বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন ৷ বৃহস্পতিবার মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানিয়েছেন, প্রথম দফার নির্বাচন হবে 1 ডিসেম্বর এবং দ্বিতীয় দফা 5 ডিসেম্বর ৷ ভোটগণনা হবে 8 ডিসেম্বর ৷ প্রসঙ্গত উল্লেখ্য, গুজরাত ও হিমাচল প্রদেশে একই দিনে ভোটগণনা ৷ সব মিলিয়ে দুই রাজ্যে নির্বাচন প্রক্রিয়া 10 ডিসেম্বরের মধ্যে শেষ হবে, জানিয়েছেন মুখ্য নির্বাচনী কমিশনার (Chief Election Commissioner Rajiv Kumar) ৷

তিনি আরও জানিয়েছেন, 1 ডিসেম্বর প্রথম দফার নির্বাচনে 89টি বিধানসভা কেন্দ্রে এবং 5 ডিসেম্বর দ্বিতীয় দফায় 93টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে ৷ 182 সদস্যের গুজরাত বিধানসভায় 3 লক্ষ 24 হাজার 422 জন নতুন ভোটদাতা প্রথম বার ভোট দেবেন ৷ মোট ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা 51 হাজার 782 ৷ রাজ্যে মোট ভোটগ্রহণ কেন্দ্রের মধ্যে 50 শতাংশে ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা থাকবে (Gujarat Assembly Election Date) ৷

প্রথম দফায় 89টি বিধানসভা কেন্দ্রে নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন 14 নভেম্বর ৷ দ্বিতীয় দফায় 93টি কেন্দ্রের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন 17 নভেম্বর ৷ প্রথম দফায় মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন 17 নভেম্বর ৷ দ্বিতীয় দফায় 21 নভেম্বর ৷

আরও পড়ুন: সহায় ছিল গাছের ডাল, মোরবি সেতু দুর্ঘটনার কাহিনী শোনালেন অশ্বিন

2017 সালে গুজরাত বিধানসভা নির্বাচনে বিজেপি 99টি অর্থাৎ এক ষষ্ঠাংশ আসনে জয়ী হয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ৷ কংগ্রেস পেয়েছিল 77টি আসন ৷ কিন্তু ভোট মেটার পর কংগ্রেস থেকে বহু সদস্য বিজেপিতে যোগ দেন ৷ বর্তমানে মোদি রাজ্যে বিজেপির দখলে 111টি আসন ৷ আর কংগ্রেসের ঝুলিতে 62টি ৷

2022-এর ডিসেম্বরে বিজেপি, কংগ্রেস ছাড়াও লড়বে আম আদমি পার্টি বা আপ ৷ ইতিমধ্যে আপ-প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বেশ কয়েকবার গুজরাত সফরে গিয়েছেন ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তাঁর রাজ্যে বেশ কয়েকবার গিয়েছেন ৷ সম্প্রতি 30 অক্টোবর মোরবি সেতু ভেঙে (Morbi Bridge Collapse) পড়ে ৷ এই মর্মান্তিক দুর্ঘটনায় 130 জনেরও বেশি মানুষ নদীতে ডুবে প্রাণ হারিয়েছেন ৷ বহু আহতরা এখনও মোরবি সিভিল হাসপাতালে ভরতি ৷ নরেন্দ্র মোদি এই দুর্ঘটনার সময় গুজরাতেই ছিলেন ৷ তিনি নিজে মোরবি সিভিল হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন ৷

আরও পড়ুন: মোরবি ব্রিজ দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে, 35 সেকেন্ডেই সব শেষ

নয়াদিল্লি, 3 নভেম্বর: গুজরাত বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন ৷ বৃহস্পতিবার মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানিয়েছেন, প্রথম দফার নির্বাচন হবে 1 ডিসেম্বর এবং দ্বিতীয় দফা 5 ডিসেম্বর ৷ ভোটগণনা হবে 8 ডিসেম্বর ৷ প্রসঙ্গত উল্লেখ্য, গুজরাত ও হিমাচল প্রদেশে একই দিনে ভোটগণনা ৷ সব মিলিয়ে দুই রাজ্যে নির্বাচন প্রক্রিয়া 10 ডিসেম্বরের মধ্যে শেষ হবে, জানিয়েছেন মুখ্য নির্বাচনী কমিশনার (Chief Election Commissioner Rajiv Kumar) ৷

তিনি আরও জানিয়েছেন, 1 ডিসেম্বর প্রথম দফার নির্বাচনে 89টি বিধানসভা কেন্দ্রে এবং 5 ডিসেম্বর দ্বিতীয় দফায় 93টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে ৷ 182 সদস্যের গুজরাত বিধানসভায় 3 লক্ষ 24 হাজার 422 জন নতুন ভোটদাতা প্রথম বার ভোট দেবেন ৷ মোট ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা 51 হাজার 782 ৷ রাজ্যে মোট ভোটগ্রহণ কেন্দ্রের মধ্যে 50 শতাংশে ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা থাকবে (Gujarat Assembly Election Date) ৷

প্রথম দফায় 89টি বিধানসভা কেন্দ্রে নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন 14 নভেম্বর ৷ দ্বিতীয় দফায় 93টি কেন্দ্রের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন 17 নভেম্বর ৷ প্রথম দফায় মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন 17 নভেম্বর ৷ দ্বিতীয় দফায় 21 নভেম্বর ৷

আরও পড়ুন: সহায় ছিল গাছের ডাল, মোরবি সেতু দুর্ঘটনার কাহিনী শোনালেন অশ্বিন

2017 সালে গুজরাত বিধানসভা নির্বাচনে বিজেপি 99টি অর্থাৎ এক ষষ্ঠাংশ আসনে জয়ী হয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ৷ কংগ্রেস পেয়েছিল 77টি আসন ৷ কিন্তু ভোট মেটার পর কংগ্রেস থেকে বহু সদস্য বিজেপিতে যোগ দেন ৷ বর্তমানে মোদি রাজ্যে বিজেপির দখলে 111টি আসন ৷ আর কংগ্রেসের ঝুলিতে 62টি ৷

2022-এর ডিসেম্বরে বিজেপি, কংগ্রেস ছাড়াও লড়বে আম আদমি পার্টি বা আপ ৷ ইতিমধ্যে আপ-প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বেশ কয়েকবার গুজরাত সফরে গিয়েছেন ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তাঁর রাজ্যে বেশ কয়েকবার গিয়েছেন ৷ সম্প্রতি 30 অক্টোবর মোরবি সেতু ভেঙে (Morbi Bridge Collapse) পড়ে ৷ এই মর্মান্তিক দুর্ঘটনায় 130 জনেরও বেশি মানুষ নদীতে ডুবে প্রাণ হারিয়েছেন ৷ বহু আহতরা এখনও মোরবি সিভিল হাসপাতালে ভরতি ৷ নরেন্দ্র মোদি এই দুর্ঘটনার সময় গুজরাতেই ছিলেন ৷ তিনি নিজে মোরবি সিভিল হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন ৷

আরও পড়ুন: মোরবি ব্রিজ দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে, 35 সেকেন্ডেই সব শেষ

Last Updated : Nov 4, 2022, 6:15 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.