ETV Bharat / bharat

Chhattisgarh Assembly Elections: বিধানসভা ভোটের আগে ছত্তিশগড়ে জোরালো বিধায়কদের দলবদলের সম্ভাবনা - কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

চলতি বছরেই ছত্তিশগড়ে বিধানসভা নির্বাচন হবে (Chhattisgarh Assembly Elections 2023) ৷ তার আগে ওই রাজ্যেও বিধায়কদের দলবদলের সম্ভাবনা তৈরি হয়েছে ৷

Chhattisgarh Assembly Elections
Chhattisgarh Assembly Elections
author img

By

Published : Mar 30, 2023, 2:16 PM IST

রায়পুর (ছত্তিশগড়), 30 মার্চ: ছত্তিশগড়ে এই বছরই হবে বিধানসভার নির্বাচন (Chhattisgarh Assembly Polls 2023) ৷ তাই এবার ওই রাজ্যের বিধানসভার বাজেট অধিবেশন খুবই গুরুত্বপূর্ণ । কিন্তু তার মধ্যেই তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে হিন্দি বলয়ের ওই রাজ্যের কয়েকজন বিধায়কের রাজনৈতিক অবস্থান ৷ যা তৈরি করছে নতুন রাজনৈতিক জল্পনা ৷ প্রশ্ন উঠছে, তাহলে কি ছত্তিশগড়েও বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসবে, ততই বিধায়কদের দলবদলের ঘটনা দেখা যাবে ৷

কী হবে, সেই উত্তর তো সময়ের সঙ্গে সঙ্গেই পাওয়া যাবে ৷ কিন্তু এখন আলোচনার কেন্দ্রে রয়েছেন ওই রাজ্যের তিন বিধায়ক ৷ যাঁদের মধ্যে একজন বহুজন সমাজ পার্টির (BSP MLA may Change Party) ৷ মায়াবতীর দলের বিধায়ক কেশব চন্দ্রকে এতদিন ঘোর কংগ্রেস বিরোধী বলেই চিনত ওই রাজ্যের রাজনৈতিক মহল ৷ একাধিকবার তাঁকে কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণাত্মক অবস্থান নিতেও দেখা গিয়েছে ৷ সেই কেশবই এখন কংগ্রেসের প্রশংসায় পঞ্চমুখ ৷ সম্প্রতি তিনি মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের সঙ্গে দেখা করেও সরকারের কিছু সিদ্ধান্তের বিষয়ে প্রশংসা করেছেন ৷

প্রবীণ সাংবাদিক ও রাজনীতিবিদ মৃগেন্দ্র পাণ্ডে জানিয়েছেন, কেশব বরাবর স্থানীয় বিষয় নিয়ে সরব হন ৷ তাই তাঁকে কংগ্রেসের বিরুদ্ধে বেশি সমালোচনা করতে দেখা যায় ৷ কিন্তু এবার তিনি কংগ্রেসের প্রশংসা করছেন ৷ আর বিজেপির সমালোচনা ৷ ফলে তাঁর বহেনজির পার্টি থেকে বেরিয়ে বাঘেলের হাত ধরার সম্ভাবনা প্রবল ৷

অন্যদিকে জনতা কংগ্রেস ছত্তিশগড় যোগীর এক বিধায়কের সঙ্গে আবার বিজেপির (BJP) ঘনিষ্ঠতা ইদানীং চোখে পড়ার মতো ৷ তাঁরা ভোটের আগে বিজেপিতে যোগ দিতে পারেন বলে খবর ছড়িয়েছে ছত্তিশগড়ের রাজনৈতিক মহলে ৷ তবে মৃগেন্দ্র পাণ্ডের দাবি, ওই বিধায়ক যে বিজেপিতে যোগ দেবেন, এর মধ্যে কোনও অনিশ্চিয়তা নেই ৷ কারণ, বিধানসভার অধিবেশনে তিনি বিজেপির সঙ্গেই ছিলেন ৷

তিনি আরও জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Union Home Minister Amit Shah) সঙ্গে ওই বিধায়কের সাক্ষাতের সম্ভাবনা তৈরি হয়েছিল ৷ কিন্তু অনুষ্ঠান পিছিয়ে গিয়েছে দু’বার ৷ ওই বিধায়ক প্রমোদ শর্মা বিজেপির কাছে বালোদাবাজার আসনের টিকিট চেয়েছেন ৷ তবে সেই নিয়ে এখনই কোনও প্রতিশ্রুতি দিতে বিজেপি নারাজ বলে মৃগেন্দ্র পাণ্ডে জানিয়েছেন ৷ তাই শেষ পর্যন্ত তাঁরা দলবদল করেন কি না, সেটাই দেখার ৷ অন্যদিকে জনতা কংগ্রেস যোগী থেকে বহিষ্কৃত ধর্মজিৎ সিংও বিজেপির দিকে ঝুঁকে রয়েছেন বলে খবর ৷

আরও পড়ুন: ব্রিটেনের আদালতে রাহুলের বিরুদ্ধে মামলা দায়েরের হুঁশিয়ারি ললিত মোদির

রায়পুর (ছত্তিশগড়), 30 মার্চ: ছত্তিশগড়ে এই বছরই হবে বিধানসভার নির্বাচন (Chhattisgarh Assembly Polls 2023) ৷ তাই এবার ওই রাজ্যের বিধানসভার বাজেট অধিবেশন খুবই গুরুত্বপূর্ণ । কিন্তু তার মধ্যেই তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে হিন্দি বলয়ের ওই রাজ্যের কয়েকজন বিধায়কের রাজনৈতিক অবস্থান ৷ যা তৈরি করছে নতুন রাজনৈতিক জল্পনা ৷ প্রশ্ন উঠছে, তাহলে কি ছত্তিশগড়েও বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসবে, ততই বিধায়কদের দলবদলের ঘটনা দেখা যাবে ৷

কী হবে, সেই উত্তর তো সময়ের সঙ্গে সঙ্গেই পাওয়া যাবে ৷ কিন্তু এখন আলোচনার কেন্দ্রে রয়েছেন ওই রাজ্যের তিন বিধায়ক ৷ যাঁদের মধ্যে একজন বহুজন সমাজ পার্টির (BSP MLA may Change Party) ৷ মায়াবতীর দলের বিধায়ক কেশব চন্দ্রকে এতদিন ঘোর কংগ্রেস বিরোধী বলেই চিনত ওই রাজ্যের রাজনৈতিক মহল ৷ একাধিকবার তাঁকে কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণাত্মক অবস্থান নিতেও দেখা গিয়েছে ৷ সেই কেশবই এখন কংগ্রেসের প্রশংসায় পঞ্চমুখ ৷ সম্প্রতি তিনি মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের সঙ্গে দেখা করেও সরকারের কিছু সিদ্ধান্তের বিষয়ে প্রশংসা করেছেন ৷

প্রবীণ সাংবাদিক ও রাজনীতিবিদ মৃগেন্দ্র পাণ্ডে জানিয়েছেন, কেশব বরাবর স্থানীয় বিষয় নিয়ে সরব হন ৷ তাই তাঁকে কংগ্রেসের বিরুদ্ধে বেশি সমালোচনা করতে দেখা যায় ৷ কিন্তু এবার তিনি কংগ্রেসের প্রশংসা করছেন ৷ আর বিজেপির সমালোচনা ৷ ফলে তাঁর বহেনজির পার্টি থেকে বেরিয়ে বাঘেলের হাত ধরার সম্ভাবনা প্রবল ৷

অন্যদিকে জনতা কংগ্রেস ছত্তিশগড় যোগীর এক বিধায়কের সঙ্গে আবার বিজেপির (BJP) ঘনিষ্ঠতা ইদানীং চোখে পড়ার মতো ৷ তাঁরা ভোটের আগে বিজেপিতে যোগ দিতে পারেন বলে খবর ছড়িয়েছে ছত্তিশগড়ের রাজনৈতিক মহলে ৷ তবে মৃগেন্দ্র পাণ্ডের দাবি, ওই বিধায়ক যে বিজেপিতে যোগ দেবেন, এর মধ্যে কোনও অনিশ্চিয়তা নেই ৷ কারণ, বিধানসভার অধিবেশনে তিনি বিজেপির সঙ্গেই ছিলেন ৷

তিনি আরও জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Union Home Minister Amit Shah) সঙ্গে ওই বিধায়কের সাক্ষাতের সম্ভাবনা তৈরি হয়েছিল ৷ কিন্তু অনুষ্ঠান পিছিয়ে গিয়েছে দু’বার ৷ ওই বিধায়ক প্রমোদ শর্মা বিজেপির কাছে বালোদাবাজার আসনের টিকিট চেয়েছেন ৷ তবে সেই নিয়ে এখনই কোনও প্রতিশ্রুতি দিতে বিজেপি নারাজ বলে মৃগেন্দ্র পাণ্ডে জানিয়েছেন ৷ তাই শেষ পর্যন্ত তাঁরা দলবদল করেন কি না, সেটাই দেখার ৷ অন্যদিকে জনতা কংগ্রেস যোগী থেকে বহিষ্কৃত ধর্মজিৎ সিংও বিজেপির দিকে ঝুঁকে রয়েছেন বলে খবর ৷

আরও পড়ুন: ব্রিটেনের আদালতে রাহুলের বিরুদ্ধে মামলা দায়েরের হুঁশিয়ারি ললিত মোদির

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.