ETV Bharat / bharat

CM's Father Arrest: ব্রাহ্মণ বিরোধী মন্তব্যের জের, গ্রেফতার ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রীর বাবা - ব্রাহ্মণ

ব্রাহ্মণদের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য (Remarks Against Brahmins) করায় গ্রেফতার হতে হল ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের বাবাকে (CM's Father Arrest) ৷ নন্দকুমার বাঘেলকে (Nand Kumar Baghel) 15 দিনের বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে ৷

Chhattisgarh Chief Minister's Father Nand Kumar Baghel Arrested For Remarks Against Brahmins
ব্রাহ্মণ বিরোধী মন্তব্যের জের, গ্রেফতার ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রীর বাবা
author img

By

Published : Sep 7, 2021, 6:35 PM IST

রায়পুর, 7 সেপ্টেম্বর : ব্রাহ্মণদের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য (Remarks Against Brahmins) করায় গ্রেফতার করা হল ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের বাবা (CM's Father Arrest) নন্দকুমার বাঘেলকে (Nand Kumar Baghel) ৷ তাঁকে 15 দিনের বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত ৷ আগেই মামলা দায়ের করা হয়েছিল 86 বছরের নন্দকুমার বাঘেলের বিরুদ্ধে ৷

রবিবার নন্দকুমার বাঘেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের হওয়ার পর মুখ্যমন্ত্রী বলেছিলেন, কেউই আইনের ঊর্ধ্বে নন ৷ ভূপেশ বাঘেল এ বিষয়ে সাংবাদিকদের বলেন, "মুখ্যমন্ত্রী হিসেবে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি রক্ষা করা আমার দায়িত্বের মধ্যে পড়ে ৷ যদি তিনি (তাঁর বাবা) একটি সম্প্রদায়ের বিরুদ্ধে কোনও মন্তব্য করে থাকেন, তাহলে আমি দুঃখিত ৷ তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে ৷"

এই নিয়ে পরে টুইটও করেন ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী ৷ তিনি লেখেন, "ছেলে হিসেবে আমি বাবাকে শ্রদ্ধা করি ৷ তবে তিনি যে ভুল করেছেন একজন মুখ্যমন্ত্রী হিসেবে তা আমি এড়িয়ে যেতে পারি না ৷ আমাদের সরকারে কেউ আইনের ঊর্ধ্বে নয় ৷ যদি তিনি মুখ্যমন্ত্রীর বাবা হন, তিনিও নন ৷"

আরও পড়ুন: Mamata Banerjee : করোনাকোলে কীভাবে পুজো, উদ্যোক্তাদের সঙ্গে আজ বৈঠকে মমতা, থাকছে না ভবানীপুরের ক্লাবগুলি

উত্তরপ্রদেশ সফরে গিয়ে ব্রাহ্মণদের বয়কট করার ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রীর বাবা নন্দকুমার বাঘেল ৷ তিনি বলেছিলেন, "গঙ্গা থেকে ভল্গা নদীর দিকে পাঠানো হবে ব্রাহ্মণদের ৷ তাঁরা বিদেশি ৷ তাঁরা আমাদের অচ্ছুৎ করে রেখেছিলেন এবং আমাদের সব অধিকার কেড়ে নিয়েছিলেন ৷ গ্রামবাসীদের বলব, ব্রাহ্মণদের গ্রামে ঢুকতে দেবেন না ৷"

আরও পড়ুন: School Service Commission: স্কুল সার্ভিস কমিশনের উপর কোনও ভরসা নেই, ক্ষোভে মামলা থেকে সরলেন বিচারপতি

এই মন্তব্যের পরই ভূপেশ বাঘেলের বাবার বিরুদ্ধে রায়পুরের ডিডি নগর থানায় অভিযোগ দায়ের করে ব্রাহ্মণ সম্প্রদায় ৷ থানার ইনচার্জ যোগিতা খাপারদে জানান, নন্দকুমার বাঘেলের একটি মন্তব্যে আপত্তি জানিয়েছে ব্রাহ্মণ সম্প্রদায় এবং তাঁর বিরুদ্ধে তারা সমাজে ঘৃণা ছড়ানোর অভিযোগ দায়ের করেছে ৷ সেই মামলার প্রেক্ষিতেই মঙ্গলবার গ্রেফতার করা হয় নন্দকুমার বাঘেলকে ৷ তাঁকে আদালতে পেশ করে ডিডি নগর থানার পুলিশ ৷ বিচারক মুখ্যমন্ত্রীর বাবাকে 15 দিন বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন ৷

আরও পড়ুন: Kalyan Banerjee : পঞ্চায়েত নির্বাচনে বিরোধীরা প্রার্থী দিতে না-পারায় তৃণমূলের ক্ষতি হয়েছিল, মন্তব্য কল্যাণের

রায়পুর, 7 সেপ্টেম্বর : ব্রাহ্মণদের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য (Remarks Against Brahmins) করায় গ্রেফতার করা হল ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের বাবা (CM's Father Arrest) নন্দকুমার বাঘেলকে (Nand Kumar Baghel) ৷ তাঁকে 15 দিনের বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত ৷ আগেই মামলা দায়ের করা হয়েছিল 86 বছরের নন্দকুমার বাঘেলের বিরুদ্ধে ৷

রবিবার নন্দকুমার বাঘেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের হওয়ার পর মুখ্যমন্ত্রী বলেছিলেন, কেউই আইনের ঊর্ধ্বে নন ৷ ভূপেশ বাঘেল এ বিষয়ে সাংবাদিকদের বলেন, "মুখ্যমন্ত্রী হিসেবে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি রক্ষা করা আমার দায়িত্বের মধ্যে পড়ে ৷ যদি তিনি (তাঁর বাবা) একটি সম্প্রদায়ের বিরুদ্ধে কোনও মন্তব্য করে থাকেন, তাহলে আমি দুঃখিত ৷ তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে ৷"

এই নিয়ে পরে টুইটও করেন ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী ৷ তিনি লেখেন, "ছেলে হিসেবে আমি বাবাকে শ্রদ্ধা করি ৷ তবে তিনি যে ভুল করেছেন একজন মুখ্যমন্ত্রী হিসেবে তা আমি এড়িয়ে যেতে পারি না ৷ আমাদের সরকারে কেউ আইনের ঊর্ধ্বে নয় ৷ যদি তিনি মুখ্যমন্ত্রীর বাবা হন, তিনিও নন ৷"

আরও পড়ুন: Mamata Banerjee : করোনাকোলে কীভাবে পুজো, উদ্যোক্তাদের সঙ্গে আজ বৈঠকে মমতা, থাকছে না ভবানীপুরের ক্লাবগুলি

উত্তরপ্রদেশ সফরে গিয়ে ব্রাহ্মণদের বয়কট করার ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রীর বাবা নন্দকুমার বাঘেল ৷ তিনি বলেছিলেন, "গঙ্গা থেকে ভল্গা নদীর দিকে পাঠানো হবে ব্রাহ্মণদের ৷ তাঁরা বিদেশি ৷ তাঁরা আমাদের অচ্ছুৎ করে রেখেছিলেন এবং আমাদের সব অধিকার কেড়ে নিয়েছিলেন ৷ গ্রামবাসীদের বলব, ব্রাহ্মণদের গ্রামে ঢুকতে দেবেন না ৷"

আরও পড়ুন: School Service Commission: স্কুল সার্ভিস কমিশনের উপর কোনও ভরসা নেই, ক্ষোভে মামলা থেকে সরলেন বিচারপতি

এই মন্তব্যের পরই ভূপেশ বাঘেলের বাবার বিরুদ্ধে রায়পুরের ডিডি নগর থানায় অভিযোগ দায়ের করে ব্রাহ্মণ সম্প্রদায় ৷ থানার ইনচার্জ যোগিতা খাপারদে জানান, নন্দকুমার বাঘেলের একটি মন্তব্যে আপত্তি জানিয়েছে ব্রাহ্মণ সম্প্রদায় এবং তাঁর বিরুদ্ধে তারা সমাজে ঘৃণা ছড়ানোর অভিযোগ দায়ের করেছে ৷ সেই মামলার প্রেক্ষিতেই মঙ্গলবার গ্রেফতার করা হয় নন্দকুমার বাঘেলকে ৷ তাঁকে আদালতে পেশ করে ডিডি নগর থানার পুলিশ ৷ বিচারক মুখ্যমন্ত্রীর বাবাকে 15 দিন বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন ৷

আরও পড়ুন: Kalyan Banerjee : পঞ্চায়েত নির্বাচনে বিরোধীরা প্রার্থী দিতে না-পারায় তৃণমূলের ক্ষতি হয়েছিল, মন্তব্য কল্যাণের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.