ETV Bharat / bharat

Navy Helicopter Crashed: রানওয়েতেই ভেঙে পড়ল নৌ-সেনার হেলিকপ্টার 'চেতক', মৃত এক সেনা আধিকারিক - আইএনএস গরুড়ের রানওয়ে

চেতক হেলিকপ্টার শনিবার নৌ-এয়ার স্টেশন আইএনএস গরুড়ের রানওয়ে থেকে উড়তে গিয়ে ভেঙে পড়ে ৷ এই ঘটনায় এক সেনা আধিকারিকের মৃত্যু হয়েছে ৷

Etv Bharat
Etv Bharat
author img

By PTI

Published : Nov 4, 2023, 4:14 PM IST

Updated : Nov 4, 2023, 6:14 PM IST

কোচি, 4 নভেম্বর: নৌ-এয়ার স্টেশন আইএনএস গরুড়ের রানওয়ে থেকে উড়তে গিয়ে ভেঙে পড়ল ভারতের নৌ-সেনার একটি চেতক হেলিকপ্টার ৷ ঘটনায় মৃত্যু হল এক নৌ-সেনা আধিকারিক ৷ নৌ-বাহিনী সূত্রে জানা গিয়েছে, ভারতীয় নৌ-সেনার হেলিকপ্টারটি প্রশিক্ষণ দেওয়ার কাজ কর ছিল ৷ শনিবার সেটি ওড়ার প্রায় সঙ্গে সঙ্গেই রানওয়েতেই ভেঙে পড়ে ৷

এদিন দুপুরে আইএনএস গরুড় রানওয়েতে চেতক হেলিকপ্টারটি কোচিতে দুর্ঘটনার মুখোমুখি হওয়ার পরে একজন নৌ-বাহিনীর আধিকারিকের মৃত্যু হয়েছে ৷ ঘটনায় আরও দু'জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, এদিন দুপুর আড়াইটে নাগাদ রক্ষণাবেক্ষণ করার সময় একজন আধিকারিক রানওয়েতে দাঁড়িয়ে ছিলেন ৷ ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় ৷ অন্যদিকে, পাইলট-সহ হেলিকপ্টারে দু'জন ছিলেন, তাঁরা গুরুতরভাবে আহত হয়েছেন বলে খবর। এদের সকলকেই নৌ-বাহিনীর সঞ্জীবনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। নৌ-বাহিনীর আধিকারিকরা এবং কোচি হারবার পুলিশ দ্রুত উদ্ধার অভিযানে নামে ৷

আরও পড়ুন: চারচাকা গাড়ির সঙ্গে বাসের সংঘর্ষ! মৃত চার, আহত 1

নৌ-বাহিনীর তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, 'একটি চেতক হেলিকপ্টার এদিন কোচির আইএনএস গরুড়ে রক্ষণাবেক্ষণ সংক্রান্ত চেকিংয়ের সময় দুর্ঘটনার মুখোমুখি হয় ৷ যার ফলে একজন গ্রাউন্ড ক্রুর দুর্ভাগ্যজনক মৃত্যু হয়ে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য একটি তদন্ত বোর্ড গঠনের নির্দেশ দেওয়া হয়েছে ৷' তবে কী কারণে এই হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ল, তার কারণ অবশ্য প্রকাশ করা হয়নি নৌ-বাহিনীর তরফে। নৌ-বাহিনী ইতিমধ্যেই ঘটনার পৃথকভাবে তদন্ত শুরু করেছে। তদন্ত করছে পুলিশও ৷ একই সঙ্গে নৌ-বাহিনীর তরফে জানানো হয়েছে, প্রয়োজনে আহতদের অন্য হাসপাতালে স্থানান্তর করা হবে। (পিটিআই)

কোচি, 4 নভেম্বর: নৌ-এয়ার স্টেশন আইএনএস গরুড়ের রানওয়ে থেকে উড়তে গিয়ে ভেঙে পড়ল ভারতের নৌ-সেনার একটি চেতক হেলিকপ্টার ৷ ঘটনায় মৃত্যু হল এক নৌ-সেনা আধিকারিক ৷ নৌ-বাহিনী সূত্রে জানা গিয়েছে, ভারতীয় নৌ-সেনার হেলিকপ্টারটি প্রশিক্ষণ দেওয়ার কাজ কর ছিল ৷ শনিবার সেটি ওড়ার প্রায় সঙ্গে সঙ্গেই রানওয়েতেই ভেঙে পড়ে ৷

এদিন দুপুরে আইএনএস গরুড় রানওয়েতে চেতক হেলিকপ্টারটি কোচিতে দুর্ঘটনার মুখোমুখি হওয়ার পরে একজন নৌ-বাহিনীর আধিকারিকের মৃত্যু হয়েছে ৷ ঘটনায় আরও দু'জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, এদিন দুপুর আড়াইটে নাগাদ রক্ষণাবেক্ষণ করার সময় একজন আধিকারিক রানওয়েতে দাঁড়িয়ে ছিলেন ৷ ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় ৷ অন্যদিকে, পাইলট-সহ হেলিকপ্টারে দু'জন ছিলেন, তাঁরা গুরুতরভাবে আহত হয়েছেন বলে খবর। এদের সকলকেই নৌ-বাহিনীর সঞ্জীবনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। নৌ-বাহিনীর আধিকারিকরা এবং কোচি হারবার পুলিশ দ্রুত উদ্ধার অভিযানে নামে ৷

আরও পড়ুন: চারচাকা গাড়ির সঙ্গে বাসের সংঘর্ষ! মৃত চার, আহত 1

নৌ-বাহিনীর তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, 'একটি চেতক হেলিকপ্টার এদিন কোচির আইএনএস গরুড়ে রক্ষণাবেক্ষণ সংক্রান্ত চেকিংয়ের সময় দুর্ঘটনার মুখোমুখি হয় ৷ যার ফলে একজন গ্রাউন্ড ক্রুর দুর্ভাগ্যজনক মৃত্যু হয়ে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য একটি তদন্ত বোর্ড গঠনের নির্দেশ দেওয়া হয়েছে ৷' তবে কী কারণে এই হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ল, তার কারণ অবশ্য প্রকাশ করা হয়নি নৌ-বাহিনীর তরফে। নৌ-বাহিনী ইতিমধ্যেই ঘটনার পৃথকভাবে তদন্ত শুরু করেছে। তদন্ত করছে পুলিশও ৷ একই সঙ্গে নৌ-বাহিনীর তরফে জানানো হয়েছে, প্রয়োজনে আহতদের অন্য হাসপাতালে স্থানান্তর করা হবে। (পিটিআই)

Last Updated : Nov 4, 2023, 6:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.