চেন্নাই, 27 অগস্ট: ভুয়ো ফোনে চেন্নাই থেকে দুবাইগামী ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক ছড়াল (Hoax Bomb Threat) ৷ এর জেরে শনিবার নির্ধারিত সময়ের প্রায় 6 ঘণ্টা পরে বিমনটি ছাড়ে (Chennai Dubai Flight delayed due to bomb threat says Indigo) ৷
জানা গিয়েছে, শনিবার সকাল 7টা 20 মিনিটে চেন্নাই বিমনবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল ইন্ডিগোর 6 ই 65 বিমানটির ৷ কিন্তু, বিমানটি উড়ান শুরু করার আগেই বিমানবন্দরের কন্ট্রোলরুমে একটি ফোন আসে ৷ ফোনে দাবি করা হয়, বিমানটিতে বোম রাখা আছে ৷
সঙ্গে সঙ্গে বিমনটিকে রানওয়ে থেকে দূরে সরিয়ে নিয়ে গিয়ে পরীক্ষা করা শুরু হয় ৷ আসে পুলিশ ও বোম স্কোয়াড ৷ কিন্তু তন্ন তন্ন করে খোঁজার পরেও বিমানটির ভিতরে কোনও বোমা পাওয়া যায়নি ৷ এরপর দুপুর 12টা নাগাদ বিমানটি গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করে ৷ বিমানটিতে মোট 180 জন যাত্রী ছিলেন (Hoax Bomb Threat in Indigo Flight) ৷
-
Due to a specific bomb threat, IndiGo flight (6E 65) from Chennai to Dubai was delayed. As per the protocol, the aircraft was taken to a remote bay & bomb threat process was initiated. The flight was operated after a delay of about 6hrs from Chennai: IndiGO pic.twitter.com/dQuKvEM663
— ANI (@ANI) August 27, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Due to a specific bomb threat, IndiGo flight (6E 65) from Chennai to Dubai was delayed. As per the protocol, the aircraft was taken to a remote bay & bomb threat process was initiated. The flight was operated after a delay of about 6hrs from Chennai: IndiGO pic.twitter.com/dQuKvEM663
— ANI (@ANI) August 27, 2022Due to a specific bomb threat, IndiGo flight (6E 65) from Chennai to Dubai was delayed. As per the protocol, the aircraft was taken to a remote bay & bomb threat process was initiated. The flight was operated after a delay of about 6hrs from Chennai: IndiGO pic.twitter.com/dQuKvEM663
— ANI (@ANI) August 27, 2022
আরও পড়ুন: ঘনাচ্ছে রহস্য, সামনে এল সোনালি ফোগতের নয়া সিসিটিভি ফুটেজ
পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে ব্যক্তি ফোন করে এই ভুয়ো বোমাতঙ্ক ছড়িয়েছিল তার নাম রনজিৎ ৷ তার পরিবারের সদস্যরা ওই বিমানে ছিলেন ৷ পারিবারিক অশান্তি চলায় ওই ব্যক্তি এই কাণ্ড ঘটিয়েছেন বলে জানা গিয়েছে ৷