লুধিয়ানা, 6 ফেব্রুয়ারি : পঞ্জাবের বর্তমান মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নিকেই ফের আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করলেন রাহুল গান্ধি (Rahul Gandhi announced Charanjit singh Channi's name as CM Candidate) ৷ রবিবার লুধিয়ানায় দলীয় এক প্রচারসভা থেকে এই ঘোষণা করেছেন রাহুল ৷ কে হবেন কংগ্রেসের তরফে মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী, এই নিয়ে এতদিন জল্পনা চলছিল পঞ্জাবে ৷ আগামী 20 ফেব্রুয়ারি 117 আসন বিশিষ্ট পঞ্জাব বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ৷ তার আগেই এই ঘোষণা করলেন রাহুল গান্ধি ৷
পঞ্জাব কংগ্রেসের অন্দরে চান্নি ও সিধু পরস্পরের বিরোধী বলেই পরিচিত ৷ অমরিন্দর সিংকে সরিয়ে গত বছর শেষের দিকে চরণজিৎ সিং চান্নিকে পঞ্জাবের মুখ্যমন্ত্রী করে কংগ্রেস হাইকমান্ড ৷ শোনা যায় এতে ক্ষুণ্ণ হয়েছিলেন নভজ্যোৎ সিং সিধু ৷ কংগ্রেসের অন্দরের খবর, মুখ্যমন্ত্রী পদে বসতে চান সিধু ৷ বিধানসভা ভোটে তাঁর শিকে ছিঁড়বে বলে আশা করেছিলেন ৷ কিন্তু সেই আশায় জল ঢাললেন রাহুল ৷ বর্তমানে পঞ্জাব কংগ্রেসের সভাপতি পদে আছেন সিধু ৷
আরও পড়ুন : Lata Mangeshkar : রহে না রহে হম মেহকা করেঙ্গে...
এদিন চান্নির নাম ঘোষণার আগে রাহুল বলেন, "গরীব পরিবার থেকে আসা কেউ মুখ্যমন্ত্রী হবেন ৷ চান্নিই হবেন মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ৷ আমি এই সিদ্ধান্ত নিইনি, সিদ্ধান্ত কঠিন ছিল ৷ আমি পঞ্জাবের মানুষকে জিজ্ঞাসা করেছিলাম ৷ আমার মত থাকতে পারে, কিন্তু আপনাদের মতামতের গুরুত্ব বেশি ৷ পাঞ্জাবের মানুষ জানিয়েছেন তাঁরা এমন কাউকে চান যিনি গরীবদের সমস্যা বুঝবেন ৷ "
এদিন রাহুলের এই ঘোষণার পরেই মঞ্চে কোলাকুলি করতে দেখা যায় চান্নি ও সিধুকে ৷ পরে সিধু বলেন, "রাহুলের সিদ্ধান্ত আমি মেনে নিয়েছি ৷ আমায় দায়িত্ব দিলে মাফিয়ারাজ খতম করতাম, মানুষের জীবনের মান উন্নত করতাম ৷ ক্ষমতা না দিলে যিনি দলের তরফে মুখ্যমন্ত্রী হবেন আমি তাঁকে সাহায্য করব ৷ আমায় সাজানো পুতুলের মতো ব্যবহার করবেন না ৷"