ETV Bharat / bharat

Mumbai Airport: সার্ভার সমস্যায় মুম্বই বিমানবন্দরে যাত্রী দুর্ভোগ

বৃহস্পতিবার মুম্বই বিমানবন্দরের (Mumbai Airport) টার্মিনাল-2 সার্ভার সমস্যার (Server Down) জেরে দুর্ভোগের মধ্যে পড়তে হল যাত্রীদের ৷ প্রায় ঘণ্টাখানেক পর পরিস্থিতি স্বাভাবিক হয় ৷

Chaos at Mumbai Airport Terminal 2 after server crash
Mumbai Airport: সার্ভার সমস্যায় মুম্বই বিমানবন্দরে যাত্রী দুর্ভোগ
author img

By

Published : Dec 1, 2022, 7:42 PM IST

মুম্বই, 1 ডিসেম্বর: সার্ভার সমস্যার (Server Down) জেরে বৃহস্পতিবার মুম্বই বিমানবন্দরে (Mumbai Airport) দুর্ভোগের মধ্যে পড়তে হল যাত্রীদের ৷ ওই বিমানবন্দরের টার্মিনাল-2 (Mumbai Airport Terminal 2) তে এই ঘটনা ঘটে ৷ এর জেরে যাত্রীদের লম্বা লাইন পড়ে যায় সেখানে ৷ ব্য়াগ নেওয়ার জন্য প্রায় এক ঘণ্টা ধরে যাত্রীদের অপেক্ষা করতে হয় ৷ অনেকে সোশ্যাল মিডিয়ায় বিষয়টি তুলে ধরেন ৷

ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর হল মুম্বই ও মুম্বই মেট্রোপলিটন অঞ্চলের (MMR) বিমানে যাতায়াতের একমাত্র ভরসা ৷ সূত্রের খবর, সেখানে এদিন সার্ভারের অপটিক ফাইবারের একটা অংশ নষ্ট হয়ে যায় ৷ এর ফলে কার্যক্ষমতা হারিয়ে ফেলে সার্ভার ৷ তার জেরেই এই সমস্যা হয় ৷

বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে বিমানবন্দর কর্তৃপক্ষ ৷ একদিকে মেরামতের কাজ শুরু হয় ৷ অন্যদিকে বিমানবন্দরের কর্মীরা প্রত্যেক যাত্রীর ব্যাগ পরীক্ষা করার কাজ করেন ৷ তার জেরেই যাত্রীদের লম্বা লাইন পড়ে যায় ৷ ভিড় সামলাতে হাজির ছিলেন সিআইএসএফ জওয়ানরাও ৷

আরও পড়ুন: 32 কোটি টাকার 61 কেজি সোনা বাজেয়াপ্ত মুম্বই বিমানবন্দরে

মুম্বই, 1 ডিসেম্বর: সার্ভার সমস্যার (Server Down) জেরে বৃহস্পতিবার মুম্বই বিমানবন্দরে (Mumbai Airport) দুর্ভোগের মধ্যে পড়তে হল যাত্রীদের ৷ ওই বিমানবন্দরের টার্মিনাল-2 (Mumbai Airport Terminal 2) তে এই ঘটনা ঘটে ৷ এর জেরে যাত্রীদের লম্বা লাইন পড়ে যায় সেখানে ৷ ব্য়াগ নেওয়ার জন্য প্রায় এক ঘণ্টা ধরে যাত্রীদের অপেক্ষা করতে হয় ৷ অনেকে সোশ্যাল মিডিয়ায় বিষয়টি তুলে ধরেন ৷

ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর হল মুম্বই ও মুম্বই মেট্রোপলিটন অঞ্চলের (MMR) বিমানে যাতায়াতের একমাত্র ভরসা ৷ সূত্রের খবর, সেখানে এদিন সার্ভারের অপটিক ফাইবারের একটা অংশ নষ্ট হয়ে যায় ৷ এর ফলে কার্যক্ষমতা হারিয়ে ফেলে সার্ভার ৷ তার জেরেই এই সমস্যা হয় ৷

বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে বিমানবন্দর কর্তৃপক্ষ ৷ একদিকে মেরামতের কাজ শুরু হয় ৷ অন্যদিকে বিমানবন্দরের কর্মীরা প্রত্যেক যাত্রীর ব্যাগ পরীক্ষা করার কাজ করেন ৷ তার জেরেই যাত্রীদের লম্বা লাইন পড়ে যায় ৷ ভিড় সামলাতে হাজির ছিলেন সিআইএসএফ জওয়ানরাও ৷

আরও পড়ুন: 32 কোটি টাকার 61 কেজি সোনা বাজেয়াপ্ত মুম্বই বিমানবন্দরে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.