ETV Bharat / bharat

Mallikarjun Kharge: 'নতুন সংসদে নতুন কিছু হবে না, রাজনীতির পদ্ধতি পরিবর্তন করুন'; কেন্দ্রকে কটাক্ষ খাড়গের - রাজনীতি করার পদ্ধতি পরিবর্তন

Mallikarjun Kharge slams Centre in Parliament: নতুন সংসদ ভবন নিয়ে মল্লিকার্জুন খাড়গে একহাত নিলেন কেন্দ্রীয় সরকারকে ৷ তিনি কেন্দ্রের উদ্দেশে বলেন, রাজনীতি করার পদ্ধতি পরিবর্তন করুন ৷

Mallikarjun Kharge
মল্লিকার্জুন খাড়গে
author img

By ANI

Published : Sep 18, 2023, 7:58 PM IST

নয়াদিল্লি, 18 সেপ্টেম্বর: আমরা যদি নতুন সংসদে স্থানান্তরিত হই, তবে নতুন কিছু হবে না ৷ আপনার রাজনীতি করার পদ্ধতি পরিবর্তন করুন ৷ সোমবার রাজ্যসভায় নরেন্দ্র মোদি সরকারকে কটাক্ষ করে এ কথা বললেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে । তিনি আরও বলেন যে, অনেক আত্মত্যাগের পরে অর্জিত হয়েছিল সাংবিধানিক মূল্যবোধগুলি ৷ দেশের অবস্থার উন্নতির দিকে মনোনিবেশ করার জন্য কেন্দ্রকে পরামর্শ দেন তিনি ।

সংসদের বিশেষ অধিবেশন চলাকালীন বক্তব্য পেশের সময় বিরোধী দলনেতা বলেন, "সাংবিধানিক মূল্যবোধ অনেক ত্যাগ ও কষ্টের পরে অর্জিত হয়েছে । দেশের অবস্থার উন্নতির দিকে মনোনিবেশ করতে, সহানুভূতি দেখাতে এবং কর্মসংস্থানের সুযোগ দেওয়ার গুরুত্বের উপর জোর দিতে আমি অনুরোধ করছি ।"

প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর উদ্ধৃতি তুলে ধরে খাড়গে বলেন যে, "একটি শক্তিশালী বিরোধী দলের অনুপস্থিতির অর্থ হল সিস্টেমে উল্লেখযোগ্য ত্রুটি রয়েছে । নেহরুজি বিশ্বাস করতেন যে, একটি শক্তিশালী বিরোধী দলের অনুপস্থিতির অর্থ হল সিস্টেমে উল্লেখযোগ্য ত্রুটি রয়েছে । যদি কোনও শক্তিশালী বিরোধী না থাকে, সেটা ঠিক না ৷ এখন যেহেতু একটি শক্তিশালী বিরোধী দল রয়েছে, তাই ইডি, সিবিআই-এর মাধ্যমে তাদের দুর্বল করার দিকে জোর দেওয়া হচ্ছে...তাঁদের (নিজস্ব দলে) নিন, একটি ওয়াশিং মেশিনে রাখুন এবং যখন তাঁরা পরিষ্কার হয়ে আসবেন, তখন তাঁদের স্থায়ী করুন (নিজের দল)।"

আরও পড়ুন: বিবেকানন্দের আধুনিক রূপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিতর্কিত মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর

খাড়গে আরও বলেন, "আপনি আজ কী ঘটছে দেখতে পারেন ৷ প্রধানমন্ত্রী খুব কমই সংসদে আসেন এবং যখন তিনি আসেন, তখন ইভেন্টের পরই তিনি চলে যান ৷"

সংসদের পাঁচ দিনের বিশেষ অধিবেশন সোমবার বেলা 11টায় শুরু হয়েছে । অধিবেশন পুরনো সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে, এবং বিশেষ অধিবেশনের দ্বিতীয় দিন মঙ্গলবার সাংসদরা নতুন ভবনে চলে যাবেন । দিনের শুরুতে সংসদের বাইরে সাংবাদিকদের উদ্দেশে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী মোদি বলেন যে, 2047 সালের মধ্যে ভারতকে একটি উন্নত দেশে পরিণত করার সমস্ত সিদ্ধান্ত নতুন সংসদ ভবনে নেওয়া হবে । (সংবাদসংস্থা এএনআই)

নয়াদিল্লি, 18 সেপ্টেম্বর: আমরা যদি নতুন সংসদে স্থানান্তরিত হই, তবে নতুন কিছু হবে না ৷ আপনার রাজনীতি করার পদ্ধতি পরিবর্তন করুন ৷ সোমবার রাজ্যসভায় নরেন্দ্র মোদি সরকারকে কটাক্ষ করে এ কথা বললেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে । তিনি আরও বলেন যে, অনেক আত্মত্যাগের পরে অর্জিত হয়েছিল সাংবিধানিক মূল্যবোধগুলি ৷ দেশের অবস্থার উন্নতির দিকে মনোনিবেশ করার জন্য কেন্দ্রকে পরামর্শ দেন তিনি ।

সংসদের বিশেষ অধিবেশন চলাকালীন বক্তব্য পেশের সময় বিরোধী দলনেতা বলেন, "সাংবিধানিক মূল্যবোধ অনেক ত্যাগ ও কষ্টের পরে অর্জিত হয়েছে । দেশের অবস্থার উন্নতির দিকে মনোনিবেশ করতে, সহানুভূতি দেখাতে এবং কর্মসংস্থানের সুযোগ দেওয়ার গুরুত্বের উপর জোর দিতে আমি অনুরোধ করছি ।"

প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর উদ্ধৃতি তুলে ধরে খাড়গে বলেন যে, "একটি শক্তিশালী বিরোধী দলের অনুপস্থিতির অর্থ হল সিস্টেমে উল্লেখযোগ্য ত্রুটি রয়েছে । নেহরুজি বিশ্বাস করতেন যে, একটি শক্তিশালী বিরোধী দলের অনুপস্থিতির অর্থ হল সিস্টেমে উল্লেখযোগ্য ত্রুটি রয়েছে । যদি কোনও শক্তিশালী বিরোধী না থাকে, সেটা ঠিক না ৷ এখন যেহেতু একটি শক্তিশালী বিরোধী দল রয়েছে, তাই ইডি, সিবিআই-এর মাধ্যমে তাদের দুর্বল করার দিকে জোর দেওয়া হচ্ছে...তাঁদের (নিজস্ব দলে) নিন, একটি ওয়াশিং মেশিনে রাখুন এবং যখন তাঁরা পরিষ্কার হয়ে আসবেন, তখন তাঁদের স্থায়ী করুন (নিজের দল)।"

আরও পড়ুন: বিবেকানন্দের আধুনিক রূপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিতর্কিত মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর

খাড়গে আরও বলেন, "আপনি আজ কী ঘটছে দেখতে পারেন ৷ প্রধানমন্ত্রী খুব কমই সংসদে আসেন এবং যখন তিনি আসেন, তখন ইভেন্টের পরই তিনি চলে যান ৷"

সংসদের পাঁচ দিনের বিশেষ অধিবেশন সোমবার বেলা 11টায় শুরু হয়েছে । অধিবেশন পুরনো সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে, এবং বিশেষ অধিবেশনের দ্বিতীয় দিন মঙ্গলবার সাংসদরা নতুন ভবনে চলে যাবেন । দিনের শুরুতে সংসদের বাইরে সাংবাদিকদের উদ্দেশে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী মোদি বলেন যে, 2047 সালের মধ্যে ভারতকে একটি উন্নত দেশে পরিণত করার সমস্ত সিদ্ধান্ত নতুন সংসদ ভবনে নেওয়া হবে । (সংবাদসংস্থা এএনআই)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.