ETV Bharat / bharat

Modi on Chandrayaan-3: 'মহাকাশের দুঃসাহসিক অভিযানে ভারতের নয়া অধ্যায় চন্দ্রযান-3', বললেন মোদি - শুভেচ্ছা বার্তা

চন্দ্রযান-3-র সফল উৎক্ষেপণে উচ্ছসিত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর । শুভেচ্ছা বার্তায় ভারতীয় বিজ্ঞানীদের প্রশংসায় মোদি-মুর্মু ৷ দেশের বাইরে মোদি ৷ প্যারিস থেকেই শুভেচ্ছার বন্যা প্রধানমন্ত্রীর ৷

Modi on Chandrayaan-3
মহাকাশের দুঃসাহসিক অভিযানে
author img

By

Published : Jul 14, 2023, 5:02 PM IST

Updated : Jul 14, 2023, 5:35 PM IST

নয়াদিল্লি,14 জুলাই: "চন্দ্রযান-3 ভারতের মহাকাশ গবেষণার দুঃসাহসিক অভিযানে এক নতুন অধ্যায় ", ঠিক এইভাবেই চন্দ্রযান-3 র সফল উৎক্ষেপণকে ব্যাখ্যা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । দেশ থেকে তিনি বর্তমানে দূরে আছেন । সুদূর প্যারিস থেকেই শুভেচ্ছা বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদি । চন্দ্রযান-3 উৎক্ষেপণের পরই উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী টুইট । সেখানে তিনি লেখেন, "ভারত মহাকাশ বিজ্ঞানে নয় অধ্যায় লিখল ৷ চন্দ্রযান-3 র সফল উৎক্ষেপণ ভারতীয়দের স্বপ্ন ও আশাকে উচ্চ পর্যায়ে নিয়ে গেল ৷ সম্পূর্ণ কৃতিত্ব আমাদের দেশে বিজ্ঞানীদের নিরলস চেষ্টার । আমি তাঁদের স্যালুট জানাই ।"

শুক্রবার চন্দ্রযান-3 উৎক্ষেপণের আগেও টুইট করেন প্রধানমন্ত্রী । তিনি জানান, ভারতে মহাকাশ গবেষণা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে 14 জুলাই দিনটি । দেশের এই তৃতীয় চাঁদ অভিযান দেশবাসীর স্বপ্ন পূরণ করবে । চন্দ্রযান-3র সফল উৎক্ষেপণে শুভেচ্ছা বার্তা জানান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু । তিনি বলেন, " চন্দ্রযান-3 র সফল উৎক্ষেপণে নতুন মাইলস্টোন তৈরি করল ভারত । প্রযুক্তিগত বিভিন্ন প্রতিকূলতা কাটিয়ে, গভীর গবেষণার পর আমাদের দেশের বিজ্ঞানীরা মহাকাশে নয়া ইতিহাস তৈরি করতে সফল ৷ দেশবাসী, দেশের বিজ্ঞানীদের শুভেচ্ছা জানাই ৷ "

আরও পড়ুন :Chandrayaan-3: চাঁদের লক্ষ্যে পাড়ি দিল চন্দ্রযান-3, রইল কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য

প্রথম থেকে চন্দ্রাভিযান নিয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর উৎসাহ ছিল তুঙ্গে । বিজ্ঞানীদের কাছে মিশন চন্দ্রযান-3 নিয়ে খোঁজ খবর নিয়েছেন তাঁরা । নিজেদের টুইটেও সেই বিষয়টি উল্লেখ করেছেন । দীর্ঘ গবেষণার ফলই চন্দ্রযান-3 র সফল উৎক্ষেপণ বলে মন্তব্য করেন দু'জনেই। 2019 সালে 6 সেপ্টেম্বর চন্দ্রযান-2 চাঁদের লক্ষ্যে অভিযান শুরু করলেও শেষ পর্যন্ত ব্যর্থ হয় । সেইসময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জড়িয়ে কাঁদতে দেখা গিয়েছিল তৎকালীন ইসরো প্রধান কে শিবনকে । মোদি তখন জানিয়েছিলেন, চন্দ্রাভিযান-2 ব্যর্থ হলেও কঠিন সময়ে বিজ্ঞানীদের পাশে আছেন তিনি । এই ব্যর্থতায় চাঁদে যাওয়ার জেদ আরও বেড়ে গেল । চার বছর পর ফের চন্দ্রাভিযান । নিজেকে 'গর্বিত ভারতবাসী' বললেন মোদি ।

নয়াদিল্লি,14 জুলাই: "চন্দ্রযান-3 ভারতের মহাকাশ গবেষণার দুঃসাহসিক অভিযানে এক নতুন অধ্যায় ", ঠিক এইভাবেই চন্দ্রযান-3 র সফল উৎক্ষেপণকে ব্যাখ্যা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । দেশ থেকে তিনি বর্তমানে দূরে আছেন । সুদূর প্যারিস থেকেই শুভেচ্ছা বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদি । চন্দ্রযান-3 উৎক্ষেপণের পরই উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী টুইট । সেখানে তিনি লেখেন, "ভারত মহাকাশ বিজ্ঞানে নয় অধ্যায় লিখল ৷ চন্দ্রযান-3 র সফল উৎক্ষেপণ ভারতীয়দের স্বপ্ন ও আশাকে উচ্চ পর্যায়ে নিয়ে গেল ৷ সম্পূর্ণ কৃতিত্ব আমাদের দেশে বিজ্ঞানীদের নিরলস চেষ্টার । আমি তাঁদের স্যালুট জানাই ।"

শুক্রবার চন্দ্রযান-3 উৎক্ষেপণের আগেও টুইট করেন প্রধানমন্ত্রী । তিনি জানান, ভারতে মহাকাশ গবেষণা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে 14 জুলাই দিনটি । দেশের এই তৃতীয় চাঁদ অভিযান দেশবাসীর স্বপ্ন পূরণ করবে । চন্দ্রযান-3র সফল উৎক্ষেপণে শুভেচ্ছা বার্তা জানান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু । তিনি বলেন, " চন্দ্রযান-3 র সফল উৎক্ষেপণে নতুন মাইলস্টোন তৈরি করল ভারত । প্রযুক্তিগত বিভিন্ন প্রতিকূলতা কাটিয়ে, গভীর গবেষণার পর আমাদের দেশের বিজ্ঞানীরা মহাকাশে নয়া ইতিহাস তৈরি করতে সফল ৷ দেশবাসী, দেশের বিজ্ঞানীদের শুভেচ্ছা জানাই ৷ "

আরও পড়ুন :Chandrayaan-3: চাঁদের লক্ষ্যে পাড়ি দিল চন্দ্রযান-3, রইল কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য

প্রথম থেকে চন্দ্রাভিযান নিয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর উৎসাহ ছিল তুঙ্গে । বিজ্ঞানীদের কাছে মিশন চন্দ্রযান-3 নিয়ে খোঁজ খবর নিয়েছেন তাঁরা । নিজেদের টুইটেও সেই বিষয়টি উল্লেখ করেছেন । দীর্ঘ গবেষণার ফলই চন্দ্রযান-3 র সফল উৎক্ষেপণ বলে মন্তব্য করেন দু'জনেই। 2019 সালে 6 সেপ্টেম্বর চন্দ্রযান-2 চাঁদের লক্ষ্যে অভিযান শুরু করলেও শেষ পর্যন্ত ব্যর্থ হয় । সেইসময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জড়িয়ে কাঁদতে দেখা গিয়েছিল তৎকালীন ইসরো প্রধান কে শিবনকে । মোদি তখন জানিয়েছিলেন, চন্দ্রাভিযান-2 ব্যর্থ হলেও কঠিন সময়ে বিজ্ঞানীদের পাশে আছেন তিনি । এই ব্যর্থতায় চাঁদে যাওয়ার জেদ আরও বেড়ে গেল । চার বছর পর ফের চন্দ্রাভিযান । নিজেকে 'গর্বিত ভারতবাসী' বললেন মোদি ।

Last Updated : Jul 14, 2023, 5:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.