ETV Bharat / bharat

Chandrayaan-3: চন্দ্রযান-2'র অরবিটরে বন্দি হল চন্দ্রযান-3'র ল্যান্ডারের ছবি, জানাল ইসরো - ইসরো

Chandrayaan-3 Lander Vikram Photograph: দিনকয়েক আগে ল্যান্ডার বিক্রমের অবতরণ স্থলের ছবি প্রকাশ করেছিল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা 'নাসা' ৷ এবার ল্যান্ডার বিক্রমের ছবি ইসরোকে পাঠাল চন্দ্রযান 2-এর অরবিটর ৷ শনিবার সেই ছবি প্রকাশ করল দেশের মহাকাশ গবেষণা সংস্থা ৷

Chandrayaan 3
চন্দ্রযান 3র ল্যান্ডারের ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 9, 2023, 4:51 PM IST

বেঙ্গালুরু, 9 সেপ্টেম্বর: ল্যান্ডার বিক্রম সফট ল্যান্ডিংয়ে সফল না-হলেও 'চন্দ্রযান 2'-এর অরবিটর এবং বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রসমূহ এখনও চাঁদের কক্ষে বিরাজমান ৷ সাত বছর ধরে অর্থাৎ, 2026 পর্যন্ত চাঁদের মাটিতে নানা পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাবে তারা ৷ এরইমধ্যে চাঁদের মাটিতে 'চন্দ্রযান 3'-এর সফট ল্যান্ডিং সম্পন্ন হয়েছে গত মাসে ৷ চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান 3-এর ল্যান্ডার বিক্রমের ছবি ক্যামেরাবন্দি করে দেশের মহাকাশ গবেষণা সংস্থাকে পাঠাল চন্দ্রযান 2-এর অরবিটর ৷

শনিবার বিকেলে চন্দ্রযান 2 অরবিটরের পাঠানো ল্যান্ডার বিক্রমের সেই ছবি সোশাল মিডিয়ায় প্রকাশ করল ইসরো ৷ সোশাল মিডিয়ায় ছবিটি প্রকাশ করে দেশের মহাকাশ গবেষণা সংস্থার তরফে লেখা হয়েছে, "6 সেপ্টেম্বর, 2023 তারিখে চন্দ্রযান 2-এর অরবিটরে থাকা ডুয়েল-ফ্রিকোয়েন্সি সিন্থেটিক অ্যাপার্চার ব়্যাডারের (DFSAR) মাধ্যমে তোলা চন্দ্রযান 3-এর ল্যান্ডারের ছবি ৷"

এ প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, সফট ল্যান্ডিংয়ের ক্ষেত্রে চন্দ্রযান 2 অসফল হলেও গত মাসে ভারতের সফল চন্দ্রাভিযানের নেপথ্যে যথেষ্ট ভূমিকা ছিল তার ৷ চন্দ্রপৃষ্ঠে সফট ল্যান্ডিংয়ের আগে দ্বিমুখী সংযোগ স্থাপন করেছে চন্দ্রযান 3-কে সাহায্য করেছিল চন্দ্রযান 2 ৷ সম্প্রতি মার্কিন গবেষণা সংস্থা নাসার স্যাটেলাইটে তোলা চন্দ্রযান 3-এর ল্যান্ডিং সাইটের ছবিও প্রকাশ করা হয় ৷

আরও পড়ুন: চাঁদের দক্ষিণ মেরুর কাছে চন্দ্রযান 3-এর অবতরণস্থলের ছবি প্রকাশ নাসার

গত 23 অগস্টে চাঁদের দক্ষিণ মেরুর নিকটে সফট ল্যান্ডিং করে চন্দ্রযান 3-এর ল্যান্ডার বিক্রম ৷ সেইসঙ্গে বিশ্বের প্রথম দেশ হিসেবে উপগ্রহটির দক্ষিণ মেরুতে সফল অভিযানের নজির তৈরি করে ভারতের চন্দ্রযান ৷ অ্যাসাইনমেন্ট সেরে স্লিপ মোডেও চলে গিয়েছে সেটি, দিনদুয়েক আগে ইসরো সেই খবর জানিয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে ৷ দিনকয়েক বাদে ল্যান্ডার বিক্রমকে ফের জাগিয়ে তোলা হবে বলেও জানানো হয়েছে ৷ ল্যান্ডারের পূর্বে সময়ের আগে কাজ শেষ করে চাঁদের বুকে ঘুমিয়ে গিয়েছিল রোভার প্রজ্ঞান ৷

বেঙ্গালুরু, 9 সেপ্টেম্বর: ল্যান্ডার বিক্রম সফট ল্যান্ডিংয়ে সফল না-হলেও 'চন্দ্রযান 2'-এর অরবিটর এবং বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রসমূহ এখনও চাঁদের কক্ষে বিরাজমান ৷ সাত বছর ধরে অর্থাৎ, 2026 পর্যন্ত চাঁদের মাটিতে নানা পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাবে তারা ৷ এরইমধ্যে চাঁদের মাটিতে 'চন্দ্রযান 3'-এর সফট ল্যান্ডিং সম্পন্ন হয়েছে গত মাসে ৷ চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান 3-এর ল্যান্ডার বিক্রমের ছবি ক্যামেরাবন্দি করে দেশের মহাকাশ গবেষণা সংস্থাকে পাঠাল চন্দ্রযান 2-এর অরবিটর ৷

শনিবার বিকেলে চন্দ্রযান 2 অরবিটরের পাঠানো ল্যান্ডার বিক্রমের সেই ছবি সোশাল মিডিয়ায় প্রকাশ করল ইসরো ৷ সোশাল মিডিয়ায় ছবিটি প্রকাশ করে দেশের মহাকাশ গবেষণা সংস্থার তরফে লেখা হয়েছে, "6 সেপ্টেম্বর, 2023 তারিখে চন্দ্রযান 2-এর অরবিটরে থাকা ডুয়েল-ফ্রিকোয়েন্সি সিন্থেটিক অ্যাপার্চার ব়্যাডারের (DFSAR) মাধ্যমে তোলা চন্দ্রযান 3-এর ল্যান্ডারের ছবি ৷"

এ প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, সফট ল্যান্ডিংয়ের ক্ষেত্রে চন্দ্রযান 2 অসফল হলেও গত মাসে ভারতের সফল চন্দ্রাভিযানের নেপথ্যে যথেষ্ট ভূমিকা ছিল তার ৷ চন্দ্রপৃষ্ঠে সফট ল্যান্ডিংয়ের আগে দ্বিমুখী সংযোগ স্থাপন করেছে চন্দ্রযান 3-কে সাহায্য করেছিল চন্দ্রযান 2 ৷ সম্প্রতি মার্কিন গবেষণা সংস্থা নাসার স্যাটেলাইটে তোলা চন্দ্রযান 3-এর ল্যান্ডিং সাইটের ছবিও প্রকাশ করা হয় ৷

আরও পড়ুন: চাঁদের দক্ষিণ মেরুর কাছে চন্দ্রযান 3-এর অবতরণস্থলের ছবি প্রকাশ নাসার

গত 23 অগস্টে চাঁদের দক্ষিণ মেরুর নিকটে সফট ল্যান্ডিং করে চন্দ্রযান 3-এর ল্যান্ডার বিক্রম ৷ সেইসঙ্গে বিশ্বের প্রথম দেশ হিসেবে উপগ্রহটির দক্ষিণ মেরুতে সফল অভিযানের নজির তৈরি করে ভারতের চন্দ্রযান ৷ অ্যাসাইনমেন্ট সেরে স্লিপ মোডেও চলে গিয়েছে সেটি, দিনদুয়েক আগে ইসরো সেই খবর জানিয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে ৷ দিনকয়েক বাদে ল্যান্ডার বিক্রমকে ফের জাগিয়ে তোলা হবে বলেও জানানো হয়েছে ৷ ল্যান্ডারের পূর্বে সময়ের আগে কাজ শেষ করে চাঁদের বুকে ঘুমিয়ে গিয়েছিল রোভার প্রজ্ঞান ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.