নয়াদিল্লি, 16 মে: কোভিড টিকা নেওয়ার পরও ভাইরাসে আক্রান্তদের হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন হয় মাত্র 0.06 শতাংশ ক্ষেত্রে ৷ টিকাপ্রাপ্তরা 97.38 শতাংশ ক্ষেত্রে ভাইরাসের থেকে সুরক্ষিত থাকেন ৷ ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতালের একটি গবেষণায় এমনটাই দাবি করা হয়েছে ৷
কোভিড 19 নিয়ে তাদের এই গবেষণার রিপোর্ট সম্প্রতি প্রকাশ করা হয়েছে ৷ দিল্লির ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতালে উপসর্গযুক্ত কোভিড 19-এ আক্রান্ত স্বাস্থ্যকর্মীদের নিয়ে এই গবেষণা চালানো হয়েছে ৷ কোভিশিল্ড টিকা দেওয়ার প্রথম 100 দিনের মধ্যে এই সমীক্ষা চালানো হয়েছে ৷
আরও পড়ুন: কোভিড টিকার দ্বিতীয় ডোজ় নিলেন অমিতাভ, পোস্ট করলেন ছবি
অ্যাপোলো হাসপাতাল গ্রুপের মেডিক্যাল ডিরেক্টর ড. অনুপম সিবাল জানিয়েছেন, "সম্প্রতি ভারতে করোনার বিরাট দ্বিতীয় ঢেউয়ে অনেকে সংক্রমিত হচ্ছেন ৷ এর মধ্যেই চলছে টিকাকরণ ৷ টিকাকরণের পরেও সংক্রমিত হওয়ার খবর আসছে ৷ এই সব ক্ষেত্রে আংশিক বা পূর্ণ টিকাকরণের পরেই সংক্রমণ ঘটছে ৷ গবেষণায় দেখা গিয়েছে, কোভিড টিকা 100 শতাংশ ক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারছে না ৷ টিকাপ্রাপ্তদের মধ্যে 97.38 শতাংশ ভাইরাস থেকে সুরক্ষিত থাকছেন ৷ আর টিকাপ্রাপ্তদের 0.06 শতাংশকে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন পড়ছে ৷ আমাদের গবেষণা টিকাকরণ অভিযানকে আরও দৃঢ় করে তুলবে ৷"