ETV Bharat / bharat

Ram Mandir: রামমন্দিরের উদ্বোধনে পাকিস্তানের হিন্দুদেরও আমন্ত্রণ জানানো হবে, জানালেন চম্পত রাই - অযোধ্যা

অযোধ্যায় তৈরি হচ্ছে রামমন্দির ৷ সেই মন্দিরের উদ্বোধন চলতি বছরের শেষে বা আগামী বছরের শুরুতে হতে পারে ৷ শ্রী রাম জন্মভূমি নির্মাণ তীর্থক্ষেত্রের সাধারণ সম্পাদক চম্পত রাই জানিয়েছেন, উদ্বোধনের সময় আমন্ত্রণ জানানো হবে পাকিস্তানের হিন্দুদের ৷

Ram Mandir
Ram Mandir
author img

By

Published : Jun 8, 2023, 5:05 PM IST

বালিয়া (উত্তরপ্রদেশ), 8 জুন: রামমন্দিরের উদ্বোধনের সময় পাকিস্তানের হিন্দুদের আমন্ত্রণ জানানো হবে ৷ এমনই জানিয়েছেন শ্রী রাম জন্মভূমি নির্মাণ তীর্থক্ষেত্রের সাধারণ সম্পাদক চম্পত রাই ৷ বুধবার তিনি উত্তরপ্রদেশের বালিয়াতে যান ৷ সেখানে বিশ্ব হিন্দু পরিষদের কাশী ও গোরক্ষ প্রান্তের পক্ষ থেকে আয়োজিত 10 দিনের প্রশিক্ষণ শিবিরে তিনি ভাষণ দেন । সেখানেই তিনি এই কথা বলেন৷ তাঁর দাবি, ‘‘রাম মন্দির উদ্বোধনে রামভক্তে ভরে যাবে অযোধ্যা । অযোধ্যায় তিল ধারণেরও জায়গা থাকবে না । রামমন্দির উদ্বোধন দেখতে সারা বিশ্ব থেকে মানুষ আসবেন । পাকিস্তান থেকেও হিন্দুদের ডাকা হবে ।’’

তিনি আরও বলেন, ‘‘অযোধ্যায় রাম মন্দির তৈরি হচ্ছে দেশের সম্মানের প্রতীক । রাম মন্দির কে উদ্বোধন করবেন, তা এখনও ঠিক হয়নি । শুভ সময় অনুযায়ী ডিসেম্বর-জানুয়ারি মাসে এই মহান রাম মন্দিরে প্রতিমা প্রতিষ্ঠা করা হবে ।’’ চম্পত রাইয়ের আরও বক্তব্য, ‘‘শ্রী রাম এই দেশের আত্মায় বাস করেন । তাই এই মন্দির নির্মাণ জাতির সম্মানের নির্মাণ । এটা কোনও সাধারণ মন্দির নয় । এই মন্দিরটি শ্রদ্ধার নিদর্শন ।’’

আরও পড়ুন: রামমন্দিরের প্রবেশদ্বারে মাকরানা মার্বেলের কারুকাজের দায়িত্বে মুসলিম কারিগররা

তিনি জানিয়েছেন, অযোধ্যায় তৈরি হচ্ছে তিনতলা বিশিষ্ট রামমন্দির । মন্দিরের দৈর্ঘ্য 350 ফুট, প্রস্থ 250 ফুট, উচ্চতা 161 ফুট । এই রাম মন্দিরে 392টি স্তম্ভ স্থাপন করা হয়েছে । এছাড়াও, এটি মাটিতে প্রায় 21 ফুট উঁচু একটি প্ল্যাটফর্মে তৈরি করা হচ্ছে । লোহার ব্যবহার করা হচ্ছে না মন্দিরে ৷ পাথরের সঙ্গে ব্যবহার করা হচ্ছে তামা । এই রামমন্দির নির্মাণে কোনও ইটের ব্যবহার হচ্ছে না ৷ রাজস্থানের গোলাপী পাথর দিয়ে তৈরি হচ্ছে পুরো মন্দির । এখানে রাজস্থানের ধর্মপুরের সাদা রঙের মাকরণ পাথর গর্ভগৃহে ব্যবহার করা হয়েছে ।

চম্পত রাই জানান, রামমন্দিরে ভগবান রামের পাঁচ বছর বয়সের রূপ তৈরি করা হচ্ছে । ওই মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করা হবে । বাল্মীকি রামায়ণে বর্ণিত ঘটনা থেকে রামলালার পাঁচ বছরের রূপ নেওয়া হয়েছে । ভগবান রাম ছিলেন বিষ্ণুর অবতার । এর ভিত্তিতেই 5 বছর বয়সের রামের মূর্তি তৈরি হচ্ছে । রামের মূর্তি ছাড়াও চারদিকে সূর্য দেবতার মন্দিরও তৈরি করা হবে । ভগবতী, গণপতি ও ভগবান শংকরের মন্দিরও তৈরি করা হবে । অন্নপূর্ণা ও হনুমানজির মন্দিরও তৈরি হচ্ছে । শুধু তাই নয়, মহর্ষি বাল্মীকি, বশিষ্ঠ, বিশ্বামিত্র, অগস্ত্য মুনি, নিষাদরাজ, সবরি, অহিল্যা ও জটায়ুর মূর্তিও তৈরি করা হবে ।

আরও পড়ুন: 2024-এর জানুয়ারিতেই অযোধ্যায় দর্শনার্থীদের জন্য খুলছে রামমন্দির

বালিয়া (উত্তরপ্রদেশ), 8 জুন: রামমন্দিরের উদ্বোধনের সময় পাকিস্তানের হিন্দুদের আমন্ত্রণ জানানো হবে ৷ এমনই জানিয়েছেন শ্রী রাম জন্মভূমি নির্মাণ তীর্থক্ষেত্রের সাধারণ সম্পাদক চম্পত রাই ৷ বুধবার তিনি উত্তরপ্রদেশের বালিয়াতে যান ৷ সেখানে বিশ্ব হিন্দু পরিষদের কাশী ও গোরক্ষ প্রান্তের পক্ষ থেকে আয়োজিত 10 দিনের প্রশিক্ষণ শিবিরে তিনি ভাষণ দেন । সেখানেই তিনি এই কথা বলেন৷ তাঁর দাবি, ‘‘রাম মন্দির উদ্বোধনে রামভক্তে ভরে যাবে অযোধ্যা । অযোধ্যায় তিল ধারণেরও জায়গা থাকবে না । রামমন্দির উদ্বোধন দেখতে সারা বিশ্ব থেকে মানুষ আসবেন । পাকিস্তান থেকেও হিন্দুদের ডাকা হবে ।’’

তিনি আরও বলেন, ‘‘অযোধ্যায় রাম মন্দির তৈরি হচ্ছে দেশের সম্মানের প্রতীক । রাম মন্দির কে উদ্বোধন করবেন, তা এখনও ঠিক হয়নি । শুভ সময় অনুযায়ী ডিসেম্বর-জানুয়ারি মাসে এই মহান রাম মন্দিরে প্রতিমা প্রতিষ্ঠা করা হবে ।’’ চম্পত রাইয়ের আরও বক্তব্য, ‘‘শ্রী রাম এই দেশের আত্মায় বাস করেন । তাই এই মন্দির নির্মাণ জাতির সম্মানের নির্মাণ । এটা কোনও সাধারণ মন্দির নয় । এই মন্দিরটি শ্রদ্ধার নিদর্শন ।’’

আরও পড়ুন: রামমন্দিরের প্রবেশদ্বারে মাকরানা মার্বেলের কারুকাজের দায়িত্বে মুসলিম কারিগররা

তিনি জানিয়েছেন, অযোধ্যায় তৈরি হচ্ছে তিনতলা বিশিষ্ট রামমন্দির । মন্দিরের দৈর্ঘ্য 350 ফুট, প্রস্থ 250 ফুট, উচ্চতা 161 ফুট । এই রাম মন্দিরে 392টি স্তম্ভ স্থাপন করা হয়েছে । এছাড়াও, এটি মাটিতে প্রায় 21 ফুট উঁচু একটি প্ল্যাটফর্মে তৈরি করা হচ্ছে । লোহার ব্যবহার করা হচ্ছে না মন্দিরে ৷ পাথরের সঙ্গে ব্যবহার করা হচ্ছে তামা । এই রামমন্দির নির্মাণে কোনও ইটের ব্যবহার হচ্ছে না ৷ রাজস্থানের গোলাপী পাথর দিয়ে তৈরি হচ্ছে পুরো মন্দির । এখানে রাজস্থানের ধর্মপুরের সাদা রঙের মাকরণ পাথর গর্ভগৃহে ব্যবহার করা হয়েছে ।

চম্পত রাই জানান, রামমন্দিরে ভগবান রামের পাঁচ বছর বয়সের রূপ তৈরি করা হচ্ছে । ওই মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করা হবে । বাল্মীকি রামায়ণে বর্ণিত ঘটনা থেকে রামলালার পাঁচ বছরের রূপ নেওয়া হয়েছে । ভগবান রাম ছিলেন বিষ্ণুর অবতার । এর ভিত্তিতেই 5 বছর বয়সের রামের মূর্তি তৈরি হচ্ছে । রামের মূর্তি ছাড়াও চারদিকে সূর্য দেবতার মন্দিরও তৈরি করা হবে । ভগবতী, গণপতি ও ভগবান শংকরের মন্দিরও তৈরি করা হবে । অন্নপূর্ণা ও হনুমানজির মন্দিরও তৈরি হচ্ছে । শুধু তাই নয়, মহর্ষি বাল্মীকি, বশিষ্ঠ, বিশ্বামিত্র, অগস্ত্য মুনি, নিষাদরাজ, সবরি, অহিল্যা ও জটায়ুর মূর্তিও তৈরি করা হবে ।

আরও পড়ুন: 2024-এর জানুয়ারিতেই অযোধ্যায় দর্শনার্থীদের জন্য খুলছে রামমন্দির

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.