ETV Bharat / bharat

সংক্রমণের হার 10 শতাংশের নিচে রাখতে বাংলা-সহ 15 রাজ্যকে চিঠি কেন্দ্রের

গত 21-27 জুন পর্যন্ত পশ্চিমবঙ্গ-সহ 15টি রাজ্যে করোনা পজিটিভিটি রেট বা সংক্রমণের হার 10 শতাংশের বেশি ৷ এই কথা জানিয়ে ওই রাজ্যগুলিকে করোনা আক্রান্তের হার 10 শতাংশের নিচে রাখতে পদক্ষেপ করতে বলল কেন্দ্রীয় সরকার ৷

author img

By

Published : Jun 30, 2021, 8:35 PM IST

centre-writes-to-states-to-keep-covid-positivity-below-10-percent
করোনা সংক্রমণ 10 শতাংশের নিচে রাখতে বাংলা-সহ 15 রাজ্যকে চিঠি কেন্দ্রের

নয়াদিল্লি, 30 জুন : করোনা আক্রান্তের হার (Covid Positivity Rate) 10-এর নিচে রাখতে 15টি রাজ্যকে চিঠি দিল কেন্দ্রীয় সরকার ৷ স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রকের (MH&FW) তরফে এই নির্দেশ দেওয়া হয়েছে ৷ তালিকায় উত্তর-পূর্ব ভারতের আটটি রাজ্য রয়েছে ৷ রয়েছে পশ্চিমবঙ্গের নামও ৷ ওই রাজ্যগুলির বেশ কয়েকটি জেলার করোনার সংক্রমণ দেখে চিন্তায় কেন্দ্র ৷ তাই এই নির্দেশ বলে জানা গিয়েছে ৷ সেই কারণে রাজ্যগুলিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে কেন্দ্র ৷

আরও পড়ুন : করোনায় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য করতে কেন্দ্রকে গাইডলাইন তৈরির নির্দেশ সুপ্রিম কোর্টের

ওই 15টি রাজ্যের মুখ্যসচিবকে চিঠি লিখেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ ৷ চিঠিতে যে রাজ্যগুলির নাম রয়েছে, সেই তালিকায় পশ্চিমবঙ্গও (West Bengal) রয়েছে ৷ রাজেশ ভূষণ চিঠিতে দাবি করেছেন যে গত 21 জুন থেকে 27 জুন পর্যন্ত পশ্চিমবঙ্গ-সহ এই রাজ্যগুলিতে করোনা সংক্রমণের হার বা পজিটিভিটি রেট 10-এর বেশি ৷ কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজ্যগুলিকে আরটি-পিসিআর টেস্ট বৃদ্ধিতে নজর দিতে বলেছেন ৷ পাশাপাশি করোনা পজিটিভিটির হার 10-এর নিচে নামাতেও নির্দেশ দেওয়া হয়েছে ৷ প্রসঙ্গত, প্রতিদিন যতজনের করোনা পরীক্ষা করা হয়, তার মধ্যে প্রতি একশো জনে যতজনের রিপোর্ট পজিটিভ আসে, তাকে পজিটিভিটি রেট বা সংক্রমণের হার বলা হয় ৷

জানা গিয়েছে যে ওই চিঠিতেই পশ্চিমবঙ্গের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে ভুয়ো ভ্যাকসিন নিয়ে প্রশ্ন করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব ৷ এখানে উল্লেখ করা প্রয়োজন যে ভুয়ো ভ্যাকসিন নিয়ে কেন্দ্রীয় কোনও সংস্থার হাতে তদন্তভার দেওয়ার দাবি তুলেছেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ তিনি এই নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনকে চিঠিও লেখেন ৷ আর তার পরই কেন্দ্রের তরফে রাজ্যের কাছে এই নিয়ে প্রশ্ন তোলা হল ৷

আরও পড়ুন : Fake Vaccination Case : 48 ঘণ্টার মধ্য়ে রাজ্যের রিপোর্ট তলব কেন্দ্রের

জানা গিয়েছে যে ওই চিঠিতে শুভেন্দুর অভিযোগের বিষয় উল্লেখ করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব ৷ বিষয়টি নিয়ে দ্রুত তদন্ত হওয়া উচিত বলেও তিনি জানিয়েছেন ৷ পাশাপাশি আগামী দু’দিনের মধ্যে এই নিয়ে রিপোর্টও তলব করেছেন তিনি ৷

নয়াদিল্লি, 30 জুন : করোনা আক্রান্তের হার (Covid Positivity Rate) 10-এর নিচে রাখতে 15টি রাজ্যকে চিঠি দিল কেন্দ্রীয় সরকার ৷ স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রকের (MH&FW) তরফে এই নির্দেশ দেওয়া হয়েছে ৷ তালিকায় উত্তর-পূর্ব ভারতের আটটি রাজ্য রয়েছে ৷ রয়েছে পশ্চিমবঙ্গের নামও ৷ ওই রাজ্যগুলির বেশ কয়েকটি জেলার করোনার সংক্রমণ দেখে চিন্তায় কেন্দ্র ৷ তাই এই নির্দেশ বলে জানা গিয়েছে ৷ সেই কারণে রাজ্যগুলিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে কেন্দ্র ৷

আরও পড়ুন : করোনায় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য করতে কেন্দ্রকে গাইডলাইন তৈরির নির্দেশ সুপ্রিম কোর্টের

ওই 15টি রাজ্যের মুখ্যসচিবকে চিঠি লিখেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ ৷ চিঠিতে যে রাজ্যগুলির নাম রয়েছে, সেই তালিকায় পশ্চিমবঙ্গও (West Bengal) রয়েছে ৷ রাজেশ ভূষণ চিঠিতে দাবি করেছেন যে গত 21 জুন থেকে 27 জুন পর্যন্ত পশ্চিমবঙ্গ-সহ এই রাজ্যগুলিতে করোনা সংক্রমণের হার বা পজিটিভিটি রেট 10-এর বেশি ৷ কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজ্যগুলিকে আরটি-পিসিআর টেস্ট বৃদ্ধিতে নজর দিতে বলেছেন ৷ পাশাপাশি করোনা পজিটিভিটির হার 10-এর নিচে নামাতেও নির্দেশ দেওয়া হয়েছে ৷ প্রসঙ্গত, প্রতিদিন যতজনের করোনা পরীক্ষা করা হয়, তার মধ্যে প্রতি একশো জনে যতজনের রিপোর্ট পজিটিভ আসে, তাকে পজিটিভিটি রেট বা সংক্রমণের হার বলা হয় ৷

জানা গিয়েছে যে ওই চিঠিতেই পশ্চিমবঙ্গের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে ভুয়ো ভ্যাকসিন নিয়ে প্রশ্ন করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব ৷ এখানে উল্লেখ করা প্রয়োজন যে ভুয়ো ভ্যাকসিন নিয়ে কেন্দ্রীয় কোনও সংস্থার হাতে তদন্তভার দেওয়ার দাবি তুলেছেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ তিনি এই নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনকে চিঠিও লেখেন ৷ আর তার পরই কেন্দ্রের তরফে রাজ্যের কাছে এই নিয়ে প্রশ্ন তোলা হল ৷

আরও পড়ুন : Fake Vaccination Case : 48 ঘণ্টার মধ্য়ে রাজ্যের রিপোর্ট তলব কেন্দ্রের

জানা গিয়েছে যে ওই চিঠিতে শুভেন্দুর অভিযোগের বিষয় উল্লেখ করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব ৷ বিষয়টি নিয়ে দ্রুত তদন্ত হওয়া উচিত বলেও তিনি জানিয়েছেন ৷ পাশাপাশি আগামী দু’দিনের মধ্যে এই নিয়ে রিপোর্টও তলব করেছেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.