ETV Bharat / bharat

Petrol-Diesel Price : দাম কমল পেট্রল-ডিজ়েলের, মধ্যরাত থেকে কার্যকর - দাম কমল পেট্রল-ডিজ়েলের

সরকারি নিয়ন্ত্রণ উঠে যাওয়ায় এখন পেট্রল, ডিজ়েলের দাম স্থির হয় রোজের হিসাবে ৷ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এবং বিদেশি মুদ্রার বিনিময় হারের উপর নির্ভর করেই ভারতের বাজারে তেলের দাম বাড়ে, কমে ৷ দেশে পেট্রলের দাম একশো পেরিয়ে গিয়েছে বহুদিন ৷ তারপরেই পেট্রল এবং ডিজেলের উপর আবগারি শুল্ক কমানোর ঘোষণা করল সরকার ৷

Petrol-Diesel Price
দাম কমল পেট্রল-ডিজ়েলের
author img

By

Published : Nov 3, 2021, 9:10 PM IST

নয়াদিল্লি, 3 নভেম্বর : গত কয়েকদিনে লাগাতার পেট্রোপণ্যের দাম বেড়েছে ৷ এই রাজ্যেও পেট্রলের দাম একশো পেরিয়ে গিয়েছে বহুদিন ৷ ডিজ়েলের দামও সেঞ্চুরি করে ফেলেছে ৷ সব মিলিয়ে করোনা পরিস্থিতির মধ্যে যখন সাধারণ মানুষ আর্থিক সঙ্কটের মধ্যে পড়েছে ঠিক তখনই জ্বালানির মূল্যবৃদ্ধির জ্বালা সইতে হচ্ছে সাধারণ মানুষকে ৷ তারপরেই আজ ভারত সরকার পেট্রল এবং ডিজেলের উপর আবগারি শুল্ক কমানোর ঘোষণা করেছে । বৃহস্পতিবার থেকে কার্যকর হওয়া আবগারি শুল্কে পেট্রলে 5 টাকা এবং ডিজেলে 10 টাকা কমানো হয়েছে ।

আরও পড়ুন : Diesel price hike : সেঞ্চুরি পার ডিজেলের

গত কয়েকদিনে পেট্রোপণ্যের দাম বাড়ায় বিরোধীদের কটাক্ষের মুখে পড়েছে সরকার ৷ বিরোধীরা বলছেন, করোনা পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার জনবিরোধী পদক্ষেপ গ্রহণ করেছে ৷ লকডাউনে মানুষ কাজ হারিয়েছেন ৷ অনেকেই বাড়ি থেকে অর্ধেক বেতনে কাজ করছেন ৷ এই পরিস্থিতিতে পেট্রল-ডিজেলের দাম বেড়েই চলেছে ৷ তারপরেই এই ঘোষণা এল সরকারের তরফে ৷

নয়াদিল্লি, 3 নভেম্বর : গত কয়েকদিনে লাগাতার পেট্রোপণ্যের দাম বেড়েছে ৷ এই রাজ্যেও পেট্রলের দাম একশো পেরিয়ে গিয়েছে বহুদিন ৷ ডিজ়েলের দামও সেঞ্চুরি করে ফেলেছে ৷ সব মিলিয়ে করোনা পরিস্থিতির মধ্যে যখন সাধারণ মানুষ আর্থিক সঙ্কটের মধ্যে পড়েছে ঠিক তখনই জ্বালানির মূল্যবৃদ্ধির জ্বালা সইতে হচ্ছে সাধারণ মানুষকে ৷ তারপরেই আজ ভারত সরকার পেট্রল এবং ডিজেলের উপর আবগারি শুল্ক কমানোর ঘোষণা করেছে । বৃহস্পতিবার থেকে কার্যকর হওয়া আবগারি শুল্কে পেট্রলে 5 টাকা এবং ডিজেলে 10 টাকা কমানো হয়েছে ।

আরও পড়ুন : Diesel price hike : সেঞ্চুরি পার ডিজেলের

গত কয়েকদিনে পেট্রোপণ্যের দাম বাড়ায় বিরোধীদের কটাক্ষের মুখে পড়েছে সরকার ৷ বিরোধীরা বলছেন, করোনা পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার জনবিরোধী পদক্ষেপ গ্রহণ করেছে ৷ লকডাউনে মানুষ কাজ হারিয়েছেন ৷ অনেকেই বাড়ি থেকে অর্ধেক বেতনে কাজ করছেন ৷ এই পরিস্থিতিতে পেট্রল-ডিজেলের দাম বেড়েই চলেছে ৷ তারপরেই এই ঘোষণা এল সরকারের তরফে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.