ETV Bharat / bharat

Edible Oil Price : দাম নিয়ন্ত্রণে ভোজ্য তেল, তৈলবীজ গুদামজাত করার ঊর্ধ্বসীমা বেঁধে দিল কেন্দ্র

দেশে ভোজ্য তেলের দামে রাশ টানতে ভোজ্য তেল এবং তৈলবীজ গুদামজাত করার ঊর্ধ্বসীমা বেঁধে দিল কেন্দ্রীয় সরকার ৷ সরকারের আশা, এতে সুরাহা হবে আমজনতার ৷ রবিবার ক্রেতা বিষয়ক, খাদ্য এবং জন সরবরাহ মন্ত্রকের তরফে বিবৃতি জারি করে একথা জানানো হয়েছে ৷

Centre imposes stock limits on edible oils to soften prices in domestic market
Edible Oil Price : দাম নিয়ন্ত্রণে ভোজ্য তেল, তৈলবীজ গুদামজাত করার ঊর্ধ্বসীমা বেঁধে দিল কেন্দ্র
author img

By

Published : Oct 10, 2021, 4:25 PM IST

নয়াদিল্লি, 10 অক্টোবর : দেশের খোলা বাজারে ভোজ্য তেলের লাগামছাড়া দাম বাগে আনতে কড়া পদক্ষেপ করল কেন্দ্র ৷ আগামী বছরের 31 মার্চ পর্যন্ত বেঁধে দেওয়া হল ভোজ্য তেল এবং তৈলবীজ গুদামজাত করার ঊর্ধ্বসীমা ৷ রবিবার ক্রেতা বিষয়ক, খাদ্য এবং জন সরবরাহ মন্ত্রকের তরফ থেকে এই প্রসঙ্গে একটি বিবৃতি প্রকাশ করা হয় ৷ তাতেই সরকারের এই পদক্ষেপের কথা জানানো হয়েছে ৷

আরও পড়ুন : Petrol-Diesel Price : পেট্রল বিকোচ্ছে 109.54 টাকায়, মুম্বইয়ে ডিজেল 100 ছুঁইছুই

এদিন কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, বিশেষ কিছু খাদ্য সামগ্রীর ক্ষেত্রে লাইসেন্স সংক্রান্ত নিয়মবিধি এবং পণ্য গুদামজাত করার ঊর্ধ্বসীমায় বদল আনা হয়েছে ৷ ইতিমধ্যেই এই সংক্রান্ত (সংশোধিত) নির্দেশিকা জারি করা হয়েছে ৷ যা জরুরি ভিত্তিতে 8 সেপ্টেম্বর 2021 থেকে কার্যকর হয়ে গিয়েছে ৷ কেন্দ্রের দাবি, এর ফলে দেশের খোলা বাজারে ভোজ্য তেলের দাম অনেকটাই কমবে ৷ ফলে লাগামছাড়া মূল্যবৃদ্ধির হাত থেকে রক্ষা পাবে আমজনতা ৷

সরকারের দাবি, আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম বাড়াতেই ভারতের বাজারেও তার প্রভাব পড়ছে ৷ তবে মোদি সরকার চেষ্টা করছে, যাতে তা ফের নাগালে চলে আসে ৷ এই বিষয়ে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ করা হয়েছে বলে সংশ্লিষ্ট মন্ত্রকের তরফে দাবি করা হয়েছে ৷ যেমন, আমদানি কর কাঠামোকে যতটা সম্ভব সংস্কার করা হচ্ছে ৷ একটি ওয়েব পোর্টাল চালু করা হয়েছে ৷ যেখানে গুদামের মালিক নিজেই তাঁর গুদামে থাকা পণ্যের পরিমাণ ঘোষণা করতে পারবেন ৷ আর এবার গোটা দেশেই ভোজ্য তেল এবং তৈলবীজ গুদামজাত করার ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া হল ৷ কেন্দ্রীয় সরকারের এই নির্দেশিকা ইতিমধ্যেই সমস্ত রাজ্যের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে ৷

স্থির হয়েছে, এবার থেকে কোন গুদামে কত পরিমাণ ভোজ্য তেল এবং তৈলবীজ মজুত করা হবে, তা ঠিক করবেন সংশ্লিষ্ট রাজ্য সরকারি প্রতিনিধি ৷ কেন্দ্রশাসিত অঞ্চলগুলির ক্ষেত্রে এই দায়িত্ব দেওয়া হবে স্থানীয় প্রশাসনের কোনও কর্তা বা আধিকারিককে ৷ বাজারের চাহিদা ও জোগানের উপর ভিত্তি করে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ৷

আরও পড়ুন : Inflation : 130 টাকায় এক কেজি লবণ, ভারতের এই গ্রামে আকাশ ছুঁয়েছে মূল্যবৃদ্ধি

কেন্দ্রের তরফে আরও জানানো হয়েছে, যদি কোনও মজুতদারের কাছে সরকারি নির্দেশিকার তুলনায় বেশি পরিমাণে ভোজ্য তেল বা তৈলবীজ মজুত থাকে, তাহলে তাঁকে নির্দিষ্ট দিনের মধ্যে (স্থানীয় প্রশাসনের নির্দেশ জারির 30 দিনের মধ্যে) গুদামে থাকা পণ্য়ের পরিমাণ সংশ্লিষ্ট পোর্টালে ঘোষণা করতে হবে ৷ প্রসঙ্গত, ভোজ্য তেলের দাম বৃদ্ধির জন্য কেন্দ্রের মোদি সরকারকেই দায়ী করছে বিরোধীরা ৷ ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যেও ৷ সেই কারণেই ভোজ্য তেল এবং তৈলবীজ গুদামজাত করার ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া হল বলে মনে করছে ওয়াকিবহাল মহল ৷

নয়াদিল্লি, 10 অক্টোবর : দেশের খোলা বাজারে ভোজ্য তেলের লাগামছাড়া দাম বাগে আনতে কড়া পদক্ষেপ করল কেন্দ্র ৷ আগামী বছরের 31 মার্চ পর্যন্ত বেঁধে দেওয়া হল ভোজ্য তেল এবং তৈলবীজ গুদামজাত করার ঊর্ধ্বসীমা ৷ রবিবার ক্রেতা বিষয়ক, খাদ্য এবং জন সরবরাহ মন্ত্রকের তরফ থেকে এই প্রসঙ্গে একটি বিবৃতি প্রকাশ করা হয় ৷ তাতেই সরকারের এই পদক্ষেপের কথা জানানো হয়েছে ৷

আরও পড়ুন : Petrol-Diesel Price : পেট্রল বিকোচ্ছে 109.54 টাকায়, মুম্বইয়ে ডিজেল 100 ছুঁইছুই

এদিন কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, বিশেষ কিছু খাদ্য সামগ্রীর ক্ষেত্রে লাইসেন্স সংক্রান্ত নিয়মবিধি এবং পণ্য গুদামজাত করার ঊর্ধ্বসীমায় বদল আনা হয়েছে ৷ ইতিমধ্যেই এই সংক্রান্ত (সংশোধিত) নির্দেশিকা জারি করা হয়েছে ৷ যা জরুরি ভিত্তিতে 8 সেপ্টেম্বর 2021 থেকে কার্যকর হয়ে গিয়েছে ৷ কেন্দ্রের দাবি, এর ফলে দেশের খোলা বাজারে ভোজ্য তেলের দাম অনেকটাই কমবে ৷ ফলে লাগামছাড়া মূল্যবৃদ্ধির হাত থেকে রক্ষা পাবে আমজনতা ৷

সরকারের দাবি, আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম বাড়াতেই ভারতের বাজারেও তার প্রভাব পড়ছে ৷ তবে মোদি সরকার চেষ্টা করছে, যাতে তা ফের নাগালে চলে আসে ৷ এই বিষয়ে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ করা হয়েছে বলে সংশ্লিষ্ট মন্ত্রকের তরফে দাবি করা হয়েছে ৷ যেমন, আমদানি কর কাঠামোকে যতটা সম্ভব সংস্কার করা হচ্ছে ৷ একটি ওয়েব পোর্টাল চালু করা হয়েছে ৷ যেখানে গুদামের মালিক নিজেই তাঁর গুদামে থাকা পণ্যের পরিমাণ ঘোষণা করতে পারবেন ৷ আর এবার গোটা দেশেই ভোজ্য তেল এবং তৈলবীজ গুদামজাত করার ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া হল ৷ কেন্দ্রীয় সরকারের এই নির্দেশিকা ইতিমধ্যেই সমস্ত রাজ্যের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে ৷

স্থির হয়েছে, এবার থেকে কোন গুদামে কত পরিমাণ ভোজ্য তেল এবং তৈলবীজ মজুত করা হবে, তা ঠিক করবেন সংশ্লিষ্ট রাজ্য সরকারি প্রতিনিধি ৷ কেন্দ্রশাসিত অঞ্চলগুলির ক্ষেত্রে এই দায়িত্ব দেওয়া হবে স্থানীয় প্রশাসনের কোনও কর্তা বা আধিকারিককে ৷ বাজারের চাহিদা ও জোগানের উপর ভিত্তি করে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ৷

আরও পড়ুন : Inflation : 130 টাকায় এক কেজি লবণ, ভারতের এই গ্রামে আকাশ ছুঁয়েছে মূল্যবৃদ্ধি

কেন্দ্রের তরফে আরও জানানো হয়েছে, যদি কোনও মজুতদারের কাছে সরকারি নির্দেশিকার তুলনায় বেশি পরিমাণে ভোজ্য তেল বা তৈলবীজ মজুত থাকে, তাহলে তাঁকে নির্দিষ্ট দিনের মধ্যে (স্থানীয় প্রশাসনের নির্দেশ জারির 30 দিনের মধ্যে) গুদামে থাকা পণ্য়ের পরিমাণ সংশ্লিষ্ট পোর্টালে ঘোষণা করতে হবে ৷ প্রসঙ্গত, ভোজ্য তেলের দাম বৃদ্ধির জন্য কেন্দ্রের মোদি সরকারকেই দায়ী করছে বিরোধীরা ৷ ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যেও ৷ সেই কারণেই ভোজ্য তেল এবং তৈলবীজ গুদামজাত করার ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া হল বলে মনে করছে ওয়াকিবহাল মহল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.