নয়াদিল্লি, 22 ডিসেম্বর : ওমিক্রন ডেল্টার ভ্য়ারিয়েন্টের থেকেও তিনগুণ বেশি সংক্রামক হওয়ার কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা ৷ ওমিক্রনের কারণে গোটা বিশ্ব ইতিমধ্যেই তৃতীয় ঢেউয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে বলেও মনে করা হচ্ছে ৷ তার ধাক্কা সামাল দিতে প্রতিটি রাজ্যকে তৈরি থাকার নির্দেশ দিল কেন্দ্র (Centre asks states to be prepared for rising Omicron cases) ৷ প্রয়োজন মতো পদক্ষেপ করার কথাও বলা হয়েছে ৷
স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভারতে ওমিক্রন সংক্রমণের সংখ্যা 200 ছাড়িয়েছে ৷ মহারাষ্ট্র ও দিল্লিতে নতুন করে ওমিক্রনে আক্রান্ত হয়েছেন 54 জন (Omicron infection in India) । এছাড়াও রয়েছে তেলেঙ্গানা, কর্নাটক, রাজস্থান, কেরালা এবং গুজরাত ৷ প্রতিদিনই বাড়ছে সংক্রমণ ৷ কেন্দ্রের তরফে নির্দেশিকায় বলা হয়েছে, এই পরিস্থিতিতে প্রতিটি রাজ্যকে তৈরি থাকতে হবে ৷ প্রয়োজনে কড়া পদক্ষেপও করতে হবে ৷ ব্যাপক আকারে পরীক্ষার ব্যবস্থা, রাত্রিকালীন কারফিউ, যেকোন প্রকার সমাবেশ নিয়ন্ত্রণ করার কথা বলা হয়েছে ৷ কোভিড আক্রান্তদের সঙ্গে নিয়মিত যোগাযোগের পাশাপাশি বাড়ি বাড়ি ঘুরে সংক্রামিতের খোঁজ করার নির্দেশ দেওয়া হয়েছে ৷ কারণ নতুন করে শুধু ওমিক্রনই নয়, দেশের অনেক জায়গাতেই এখনও ডেল্টা ভ্যারিয়েন্টের উপস্থিতিও লক্ষ্য করা যাচ্ছে ৷
কেন্দ্রের চিঠিতে বলা হয়েছে, রাজ্যগুলিতে আপেক্ষিক পরিস্থিতির উপর ভিত্তি করে তাদের সিদ্ধান্ত নিতে হবে ৷ রাজ্যগুলিকে 100 শতাংশ টিকাকরণের লক্ষ্যমাত্রা নেওয়ার কথা বলা হয়েছে ৷ হাসপাতালের শয্য়া, অ্যাম্বুলেন্স, অক্সিজেন ও অন্যান্য সরঞ্জাম এবং ওষুধ-সহ চিকিৎসা পরিকাঠামো উন্নততর করতে জরুরি তহবিল ব্যবহার করার পরামর্শও দেওয়া হয়েছে । নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে ৷ বিপদসীমায় পৌঁছনোর আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণের পরামর্শ দেওয়া হয়েছে ৷