বেলাগাভি (কর্ণাটক), 15 জানুয়ারি: প্রাণনাশের হুমকি দেওয়া হল কেন্দ্রীয় সড়ক মন্ত্রী (Union Highways Minister) নিতিন গড়করীকে ৷ গতকাল কর্ণাটকের (Karnataka jail) বেলাগাভি থেকে হুমকি ফোন পেয়েছেন তিনি (Gadkari Gets Death Threats)। বেলাগাভির হিন্দালাগা কেন্দ্রীয় সংশোধনাগার থেকে এক বন্দি গড়করীর মোবাইলে ফোন করে এবং তাঁকে প্রাণনাশের হুমকি দিয়ে তাঁর থেকে অর্থ দাবি করে বলে জানিয়েছে পুলিশ ৷
গোটা বিষয়টি মহারাষ্ট্রের নাগপুর পুলিশকে (Nagpur police) জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করী (Nitin Gadkari News)৷ নাগপুর পুলিশ গতকাল অভিযুক্তের খোঁজে হিন্দলাগা সংশোধনাগারে যায় । রবিবার দ্বিতীয় দিনেও তল্লাশি অব্যাহত রয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে । হিন্দালাগা সংশোধনাগারের কোন বন্দি হুমকি ফোনটি করেছিল তার খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ ৷
কোলাপুর, সাংলি এবং বেলাগাভি সিটি পুলিশ এ ব্যাপারে সহযোগিতা করছে নাগপুর পুলিশকে । শনিবার সন্ধ্যাতেও পুলিশ তিন ঘণ্টা ধরে সংশোধনাগারে তল্লাশি চালায় । অভিযুক্তদের খুঁজে বের করতে দ্বিতীয় দিনেও তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ । হুমকি ফোনের পর শনিবার মহারাষ্ট্রে কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করীর বাসভবন ও অফিসে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে ।
আরও পড়ুন: দেশবাসীকে সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানালেন গড়কড়ি
শনিবার সকাল 11.25 থেকে দুপুর 12.30 টার মধ্যে খামলা এলাকায় গড়করির জনসংযোগ অফিসের ল্যান্ডলাইন নম্বরে তিনটি হুমকি ফোন আসে ৷ যার পরে বিজেপির নাগপুরের সাংসদের বাড়ি এবং অফিসে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয় বলে শনিবার নাগপুরের পুলিশের এক আধিকারিক জানিয়েছেন ।
এর আগেও প্রাণনাশের হুমকি এসেছে হিন্দলাগা কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দিদের থেকে ৷ উত্তর জোনের আইজিপি ছিলেন অলোক কুমার ৷ তাঁকে হুমকি ফোন করে ওই সংশোধনাগারের বন্দিরা ৷ বহুবার হিন্দলাগা সংশোধনাগারে আচমকা অভিযান চালানো হলেও কারাগারে মোবাইল ফোনের ব্যবহার বন্ধ করা যায়নি । কয়েকদিন আগে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী আরাগা জ্ঞানেন্দ্র ওই সংশোধনাগার পরিদর্শন করেছেন ।