ETV Bharat / bharat

Defence Equipment: 84 হাজার 328 কোটি টাকার সামরিক পণ্য কেনায় ছাড়পত্র কেন্দ্রের - সামরিক সরঞ্জাম

ভারতীয় প্রতিরক্ষাব্যবস্থাকে ঢেলে সাজাতে উদ্যোগী হল কেন্দ্রীয় সরকার (Central Government) ৷ সশস্ত্রবাহিনীগুলির জন্য 84 হাজার 328 কোটি টাকা (₹84, 328 Crore) মূল্যের সামরিক সরঞ্জাম (Defence Equipment) কেনার প্রস্তাব মঞ্জুর করল তারা ৷

Central Government approves proposal for buying Defence Equipment worth RS 84328 Crore
প্রতীকী ছবি ৷
author img

By

Published : Dec 23, 2022, 2:27 PM IST

নয়াদিল্লি, 23 ডিসেম্বর: 84 হাজার 328 কোটি টাকা (₹84, 328 Crore) মূল্যের সামরিক সরঞ্জাম (Defence Equipments) কেনার প্রস্তাব মঞ্জুর করল কেন্দ্রীয় সরকার (Central Government) ৷ এই মর্মে বৃহস্পতিবারই একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ৷ তাতে জানানো হয়েছে, মঞ্জুর হওয়া অর্থে সশস্ত্রবাহিনীগুলির জন্য পদাতিক যুদ্ধযান, হালকা ওজনের ট্যাংক, মিসাইল ব্যবস্থাপনা-সহ নানা ধরনের সামগ্রী কেনা হবে ৷

বৃহস্পতিবার এই সংক্রান্ত একটি বৈঠক হয় ৷ সেই বৈঠকের সভাপতিত্ব করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) ৷ সেখানেই প্রতিরক্ষাবাহিনীগুলির জন্য অতি গুরুত্বপূর্ণ এই সমস্ত সামগ্রী কেনার প্রস্তাব মঞ্জুর করা হয় ৷ সংশ্লিষ্ট প্রতিরক্ষা অধিগ্রহণ পরিষদ (Defence Acquisition Council) বা ডিএসি (DAC) এই প্রস্তাব মঞ্জুর করে ৷ প্রসঙ্গত, সেনাবাহিনী এবং বায়ুসেনার জন্য ছ'টি করে এবং নৌবাহিনীর জন্য 10টি প্রস্তাব দেওয়া হয়েছিল ৷ এছাড়াও, উপকূলরক্ষীবাহিনীর জন্যও বেশি কিছু সামরিক সামগ্রী কেনার আবেদন জানানো হয়েছিল ৷ কেন্দ্রীয় সরকার এই প্রস্তাবগুলি মেনে নিয়েছে ৷

  • Approval for 24 Capital Acquisition Proposals, worth Rs 84,328 crore, for the Armed Forces & ICG were given today.

    98 percent of the procurement will be from indigenous sources. This will help in modernising the Forces & boost Atmanirbharta in defence. https://t.co/NzzeErAMcf

    — Rajnath Singh (@rajnathsingh) December 22, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: অতি উচ্চতায় চলাচলে দেশীয় প্রযুক্তিতে তৈরি দু’টি গাড়ি পেল ভারতীয় সেনা

সংশ্লিষ্ট প্রস্তাবগুলির মধ্য়ে 21টি বাস্তবায়নের ক্ষেত্রে 82 হাজার 127 কোটি টাকা খরচ করা হবে ৷ যা সামগ্রিক বরাদ্দ অর্থের 97 শতাংশ ৷ এই 82 হাজার 127 কোটি টাকা খরচ করা হবে শুধুমাত্র ভারতীয় প্রযুক্তিতে তৈরি সামরিক পণ্য কেনার জন্য ৷ ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থাপনাকে আধুনিক করে তোলার জন্যই ডিএসির পক্ষ থেকে এই পদক্ষেপ করা হয়েছে ৷ একইসঙ্গে, দেশীয় সামরিক পণ্য তৈরির মাধ্যমে যাতে সংশ্লিষ্ট নির্মাণ শিল্পকে আরও চাঙ্গা করা যায়, সেই উদ্য়োগও নিয়েছে ডিএসি ৷ এই প্রচেষ্টাকে আনুষ্ঠানিকভাবে বলা হচ্ছে 'আত্মনির্ভর ভারত' গড়ার প্রয়াস ৷

কেন্দ্রের এই পদক্ষেপের জেরে ভারতীয় সেনাবাহিনী পদাতিক যুদ্ধযান, হালকা ওজনের ট্যাংক এবং পার্বত্য এলাকায় ব্যবহারযোগ্য আগ্নেয়াস্ত্র হাতে পাবে ৷ যা সেনার দক্ষতা ও তৎপরতা আরও বাড়াবে ৷ ভারতীয় নৌসেনা পাবে যুদ্ধজাহাজবিরোধী ক্ষেপণাস্ত্র, নানা কাজে ব্যবহারের উপযোগী জলযান এবং অত্যাধুনিকমানের স্বয়ংক্রিয় গাড়ি ৷ বায়ুসেনার হাতে আসবে অত্যাধুনিকমানের ক্ষেপণাস্ত্র, দূরপাল্লার নিয়ন্ত্রিত বোমা, সমসাময়িক বোমা ছোড়ার জন্য রেঞ্জ অগমেনটেশন কিট এবং অত্যাধুনিকমানের নজদারি ব্যবস্থাপনা ৷ এর পাশাপাশি, উপকূলরক্ষীবাহিনীর হাতে আসবে অত্যাধুনিকমানের নজরদারি জলযান ৷

নয়াদিল্লি, 23 ডিসেম্বর: 84 হাজার 328 কোটি টাকা (₹84, 328 Crore) মূল্যের সামরিক সরঞ্জাম (Defence Equipments) কেনার প্রস্তাব মঞ্জুর করল কেন্দ্রীয় সরকার (Central Government) ৷ এই মর্মে বৃহস্পতিবারই একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ৷ তাতে জানানো হয়েছে, মঞ্জুর হওয়া অর্থে সশস্ত্রবাহিনীগুলির জন্য পদাতিক যুদ্ধযান, হালকা ওজনের ট্যাংক, মিসাইল ব্যবস্থাপনা-সহ নানা ধরনের সামগ্রী কেনা হবে ৷

বৃহস্পতিবার এই সংক্রান্ত একটি বৈঠক হয় ৷ সেই বৈঠকের সভাপতিত্ব করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) ৷ সেখানেই প্রতিরক্ষাবাহিনীগুলির জন্য অতি গুরুত্বপূর্ণ এই সমস্ত সামগ্রী কেনার প্রস্তাব মঞ্জুর করা হয় ৷ সংশ্লিষ্ট প্রতিরক্ষা অধিগ্রহণ পরিষদ (Defence Acquisition Council) বা ডিএসি (DAC) এই প্রস্তাব মঞ্জুর করে ৷ প্রসঙ্গত, সেনাবাহিনী এবং বায়ুসেনার জন্য ছ'টি করে এবং নৌবাহিনীর জন্য 10টি প্রস্তাব দেওয়া হয়েছিল ৷ এছাড়াও, উপকূলরক্ষীবাহিনীর জন্যও বেশি কিছু সামরিক সামগ্রী কেনার আবেদন জানানো হয়েছিল ৷ কেন্দ্রীয় সরকার এই প্রস্তাবগুলি মেনে নিয়েছে ৷

  • Approval for 24 Capital Acquisition Proposals, worth Rs 84,328 crore, for the Armed Forces & ICG were given today.

    98 percent of the procurement will be from indigenous sources. This will help in modernising the Forces & boost Atmanirbharta in defence. https://t.co/NzzeErAMcf

    — Rajnath Singh (@rajnathsingh) December 22, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: অতি উচ্চতায় চলাচলে দেশীয় প্রযুক্তিতে তৈরি দু’টি গাড়ি পেল ভারতীয় সেনা

সংশ্লিষ্ট প্রস্তাবগুলির মধ্য়ে 21টি বাস্তবায়নের ক্ষেত্রে 82 হাজার 127 কোটি টাকা খরচ করা হবে ৷ যা সামগ্রিক বরাদ্দ অর্থের 97 শতাংশ ৷ এই 82 হাজার 127 কোটি টাকা খরচ করা হবে শুধুমাত্র ভারতীয় প্রযুক্তিতে তৈরি সামরিক পণ্য কেনার জন্য ৷ ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থাপনাকে আধুনিক করে তোলার জন্যই ডিএসির পক্ষ থেকে এই পদক্ষেপ করা হয়েছে ৷ একইসঙ্গে, দেশীয় সামরিক পণ্য তৈরির মাধ্যমে যাতে সংশ্লিষ্ট নির্মাণ শিল্পকে আরও চাঙ্গা করা যায়, সেই উদ্য়োগও নিয়েছে ডিএসি ৷ এই প্রচেষ্টাকে আনুষ্ঠানিকভাবে বলা হচ্ছে 'আত্মনির্ভর ভারত' গড়ার প্রয়াস ৷

কেন্দ্রের এই পদক্ষেপের জেরে ভারতীয় সেনাবাহিনী পদাতিক যুদ্ধযান, হালকা ওজনের ট্যাংক এবং পার্বত্য এলাকায় ব্যবহারযোগ্য আগ্নেয়াস্ত্র হাতে পাবে ৷ যা সেনার দক্ষতা ও তৎপরতা আরও বাড়াবে ৷ ভারতীয় নৌসেনা পাবে যুদ্ধজাহাজবিরোধী ক্ষেপণাস্ত্র, নানা কাজে ব্যবহারের উপযোগী জলযান এবং অত্যাধুনিকমানের স্বয়ংক্রিয় গাড়ি ৷ বায়ুসেনার হাতে আসবে অত্যাধুনিকমানের ক্ষেপণাস্ত্র, দূরপাল্লার নিয়ন্ত্রিত বোমা, সমসাময়িক বোমা ছোড়ার জন্য রেঞ্জ অগমেনটেশন কিট এবং অত্যাধুনিকমানের নজদারি ব্যবস্থাপনা ৷ এর পাশাপাশি, উপকূলরক্ষীবাহিনীর হাতে আসবে অত্যাধুনিকমানের নজরদারি জলযান ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.