ETV Bharat / bharat

CBSE Board Exams : দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা দু'ভাগে, বছর শেষে প্রথম টার্ম - দ্বাদশ শ্রেণি

প্রতি টার্মে থাকবে সিলেবাসের 50 শতাংশ ৷ পরীক্ষার সময়সীমা 90 মিনিট ৷ দুই টার্মের নম্বর যোগ হবে চূড়ান্ত নম্বরে ৷

s
s
author img

By

Published : Jul 6, 2021, 9:44 AM IST

নয়া দিল্লি, 6 জুলাই : সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশনের (CBSE) 2021-22 শিক্ষাবর্ষের দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা হবে দুই ভাগে । সিবিএসই-র ভাষায় যা প্রথম টার্ম ও দ্বিতীয় টার্ম ৷

জানানো হয়েছে, প্রতি টার্মে থাকবে সিলেবাসের 50 শতাংশ ৷ পরীক্ষার সময়সীমা হবে 90 মিনিট ৷ এর পর দুই টার্মের নম্বর যোগ হবে চূড়ান্ত নম্বরে ৷ এছাড়াও পড়ুয়াদের অভ্যন্তরীণ পরীক্ষার নম্বরও যোগ করা হবে চূড়ান্ত ফলাফলের নম্বরে ৷

আরও পড়ুন: কীভাবে হতে পারে দ্বাদশ শ্রেণির মূল্যায়ন ? সুপ্রিম কোর্টে জানাল সিবিএসই

বোর্ডের তরফে জানানো হয়েছে, মহামারির জেরে গত শিক্ষাবর্ষে মূলত অনলাইন ক্লাস নেওয়া হয়েছে ছাত্রছাত্রীদের ৷ এই পরিপ্রেক্ষিতেই পরীক্ষা পদ্ধতিতে যুক্তিযুক্ত বদল আনা হয়েছে ৷ সিবিএসই-র নয়া নির্দেশিকায় আরও বলা হয়েছে, চলতি শিক্ষাবর্ষে প্রথম টার্মের পরীক্ষা নেওয়া হবে বছরের শেষে নভেম্বর-ডিসেম্বর নাগাদ ৷ দ্বিতীয় টার্মের পরীক্ষা নেওয়া হবে মার্চ-এপ্রিলে ৷

নয়া দিল্লি, 6 জুলাই : সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশনের (CBSE) 2021-22 শিক্ষাবর্ষের দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা হবে দুই ভাগে । সিবিএসই-র ভাষায় যা প্রথম টার্ম ও দ্বিতীয় টার্ম ৷

জানানো হয়েছে, প্রতি টার্মে থাকবে সিলেবাসের 50 শতাংশ ৷ পরীক্ষার সময়সীমা হবে 90 মিনিট ৷ এর পর দুই টার্মের নম্বর যোগ হবে চূড়ান্ত নম্বরে ৷ এছাড়াও পড়ুয়াদের অভ্যন্তরীণ পরীক্ষার নম্বরও যোগ করা হবে চূড়ান্ত ফলাফলের নম্বরে ৷

আরও পড়ুন: কীভাবে হতে পারে দ্বাদশ শ্রেণির মূল্যায়ন ? সুপ্রিম কোর্টে জানাল সিবিএসই

বোর্ডের তরফে জানানো হয়েছে, মহামারির জেরে গত শিক্ষাবর্ষে মূলত অনলাইন ক্লাস নেওয়া হয়েছে ছাত্রছাত্রীদের ৷ এই পরিপ্রেক্ষিতেই পরীক্ষা পদ্ধতিতে যুক্তিযুক্ত বদল আনা হয়েছে ৷ সিবিএসই-র নয়া নির্দেশিকায় আরও বলা হয়েছে, চলতি শিক্ষাবর্ষে প্রথম টার্মের পরীক্ষা নেওয়া হবে বছরের শেষে নভেম্বর-ডিসেম্বর নাগাদ ৷ দ্বিতীয় টার্মের পরীক্ষা নেওয়া হবে মার্চ-এপ্রিলে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.