নয়াদিল্লি, 4 জুন: করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার তদন্তভার যাচ্ছে সিবিআইয়ের হাতে ? রবিবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা সংক্রান্ত বিষয়ে রেলওয়ে বোর্ড সিবিআই তদন্তের সুপারিশ করেছে ৷ রেল বোর্ড সুপারিশ করলেও তা মানা হবে কি না, সে বিষয়ে অবশ্য খোলসা করে কিছুই জানাননি রেলমন্ত্রী ৷ একই সঙ্গে বৈষ্ণব জানান, উদ্ধার কাজ শেষ হয়েছে ৷ রেলের ট্র্যাক সংক্রান্ত কাজও সম্পন্ন হয়েছে ৷ আপাতত চলছে ওভারহেড ওয়্যারিংয়ের কাজ। রোগীদের হাসপাতালে চিকিৎসাও সঠিক পথেই এগোচ্ছে বলে জানান রেলমন্ত্রী ৷
শুক্রবার একটি মালগাড়ির সঙ্গে সংঘর্ষ হয় করমণ্ডল এক্সপ্রেসের ৷ ক্ষতিগ্রস্ত হয় ডাউন যশবন্তপুর এক্সপ্রেসও ৷ যার জেরে কার্যত দুমড়ে মচড়ে যায় করমণ্ডলের অধিকাংশ বগি ৷ ঘটনায় সরকারি হিসাবে 275 জন যাত্রীর মৃত্য়ু হয়েছে ৷ আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এক হাজারেরও বেশি যাত্রী ৷ আর তা নিয়েই শুরু হয়েছে জোর বিতর্ক ৷ কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রেল মন্ত্রককেও বিঁধেছে বিরোধীরা ৷ সরাসরি কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ রবিবারও তিনি রেল মন্ত্রকের বিরুদ্ধে একহাত নিয়ে জানিয়েছেন, সম্পূর্ণ রেলের গাফিলতিতেই এই দুর্ঘটনা ঘটেছে ৷ একই সঙ্গে, গোটা ঘটনার প্রকৃত সত্য যাতে সামনে আসে তারও দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আর বেলা গড়াতেই সরাসরি ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার কথা জানিয়েছেন খোদ রেলমন্ত্রী ৷ এদিন সন্ধ্যায় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, "যে পরিস্থিতিতে এই দুর্ঘটনা ঘটেছে তা বিবেচনা করে, রেল বোর্ড ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য সিবিআই তদন্তের সুপারিশ করেছে।" রেলমন্ত্রীর বক্তব্য থেকে জলের মতো স্পষ্ট হয়ে গিয়েছে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার তদন্ত করবে সিবিআই ৷
আরও পড়ুন: রেলকে বেচে দেওয়ার ছক কষছে কেন্দ্র, বালাসোর বিপর্যয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে খড়্গহস্ত মমতা
অন্যদিকে, ওয়াকিবহল মহলের ব্যাখ্য়া, এত বড় রেল দুর্ঘটনা সাম্প্রতিক কালের ইতিহাসে তো বটেই এমনকী বেশ কিছু বছর আগের ইতিহাস ঘাটলেও পাওয়া যাবে না ৷ আর ঘটনার ব্যাপকতা থেকে একটা বিষয় স্পষ্ট হয়ে গিয়েছে যে, ঘটনাটি নিয়ে বিরোধীরা সরকারকে ছেড়ে কথা বলবে না ৷ এই মুহূর্তে উদ্ধারকাজ চলার দরুণ কিছুটা সংযত আচরণ করলেও এরপরই বিরোধীরা সোচ্চার হবে বিষয়টি নিয়ে ৷ সামনেই সংসদের বাদল অধিবেশন ৷ সেখানেও যে বিরোধীদের নতুন অস্ত্র হতে চলেছে এই রেল দুর্ঘটনা, তা বলার অপেক্ষা রাখে না ৷ আর তা বুঝতে পেরে আগেভাগেই কী সিবিআই তদন্তের দিকে বিষয়টিকে ঠেলে দিল রেল ? পাশাপাশি বিরোধীরা সংসদের ভিতরে বা বাইরে এই দুর্ঘটনা নিয়ে সোচ্চার হলেও সিবিআই তদন্তকে ঢাল হিসাবে সেখানে ব্যবহার করতে পারবে সরকার ৷