ETV Bharat / bharat

Manish Sisodia on CBI: আমাকে গ্রেফতারির পরিকল্পনা করছে, দাবি মণীশ সিসোদিয়ার

ভুয়ো মামলা তৈরি করে তাঁকে গ্রেফতারির পরিকল্পনা করা হচ্ছে (Manish Sisodia on CBI) ৷ এমনই অভিযোগ করলেন খোদ দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া (Delhi Deputy CM Manish Sisodia) ৷ আবগারিনীতি (Excise policy) সংক্রান্ত দুর্নীতির অভিযোগে মণীশ সিসোদিয়াকে সোমবার সিবিআই দফতরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷

CBI Planning to Arrest Me Delhi Deputy CM Manish Sisodia Claims in Twitter
CBI Planning to Arrest Me Delhi Deputy CM Manish Sisodia Claims in Twitter
author img

By

Published : Oct 17, 2022, 11:54 AM IST

নয়াদিল্লি, 17 অক্টোবর: সিবিআই তাঁকে গ্রেফতার করার প্রস্তুতি নিচ্ছে ৷ এমনই দাবি করলেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া (Manish Sisodia on CBI) ৷ আম আদমি পার্টি (Aam Aadmi Party)-র এই শীর্ষনেতা বলেন, ‘‘একটি ভুয়ো মামলা তৈরি করে ওরা আমাকে গ্রেফতারের পরিকল্পনা করছে ৷ আমি আগামী কয়েকদিনে গুজরাতে নির্বাচনী প্রচারে যাব ৷ গুজরাতে বিজেপির পরাজয় হবে ৷ আর তাই ওরা আমাকে গুজরাতে নির্বাচনী প্রচারে যাওয়া থেকে আটকাতে চাইছে ৷’’ এমনটাই টুইট করে জানিয়েছেন দিল্লির উপমুখ্যমন্ত্রী ৷

আজদ সকাল 11টায় দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া (Delhi Deputy CM Manish Sisodia) সিবিআই দফতরে জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দিয়েছেন ৷ সেখানে 2021-22 সালের আবগারিনীতি (Excise policy) বলবৎ না করা নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে ৷ মণীশ সিসোদিয়া এ দিন অভিযোগ করেছেন, বিজেপি চায় না দিল্লির মতো আধুনিক শিক্ষা ব্যবস্থা গুজরাতে চালু হোক ৷ দিল্লির উপমুখ্যমন্ত্রী তাঁর নির্বাচনী প্রচারে গুজরাতে গিয়ে দিল্লির মডেলে স্কুল তৈরির কথা সাধারণ মানুষের সামনে তুলে ধরার পরিকল্পনা করেছেন ৷ এ দিন এমনটাই জানিয়েছেন মণিশ সিসোদিয়া ৷ কিন্তু, বিজেপি আপের এই পরিকল্পনা গুজরাতের মানুষ পর্যন্ত পৌঁছতে দিতে চায় না বলে তাঁর অভিযোগ ৷

  • मेरे ख़िलाफ़ पूरी तरह से फ़र्ज़ी केस बनाकर इनकी तैयारी मुझे गिरफ़्तार करने की है. मुझे आने वाले दिनों में चुनाव प्रचार के लिए गुजरात जाना था। ये लोग गुजरात बुरी तरह से हार रहे हैं। इनका मक़सद मुझे गुजरात चुनाव प्रचार में जाने से रोकना है। 1/N

    — Manish Sisodia (@msisodia) October 17, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তবে, এ দিন টুইটে মণীশ সিসোদিয়া সিবিআই এর নাম করেননি ৷ তিনি গুজরাতে দিল্লির মডেলে স্কুল তৈরি নিয়ে টুইটারে লেখেন, ‘‘যখন আমি গুজরাতে যাব, আমি সেখানকার মানুষদের জানাব যে, তাঁদের বাচ্চাদের জন্য দিল্লির মতো সুন্দর স্কুল তৈরি করবে আপ সরকার ৷ মানুষ খুব খুশি হবে ৷ কিন্তু, এই লোকগুলো চায় না দিল্লির মতো ভালো স্কুল গুজরাতে তৈরি হোক ৷ গুজরাতের বাচ্চারাও ভালো শিক্ষায় শিক্ষিত হয়ে উন্নতি করুক, তারা চায় না ৷’’

  • मेरे ख़िलाफ़ एक पूरी तरह से फ़र्ज़ी केस बनाया हुआ है। मेरे घर रेड की, कुछ नहीं मिला, मेरे सारे बैंक लॉकर देखे, कुछ नहीं मिला, मेरे गाँव में जाकर सारी जाँच की, कुछ नहीं मिला।
    ये केस पूरी तरह से फ़र्ज़ी है।

    — Manish Sisodia (@msisodia) October 17, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: বাড়িতে তল্লাশি অভিযান ! মণীশ সিসোদিয়াকে তলব সিবিআইয়ের

একাধিক টুইটে মণীশ সিসোদিয়া অভিযোগ করেছেন, ‘‘আমার বিরুদ্ধে পুরোপুরি একটা ভুয়ো মামলা সাজানো হচ্ছে ৷ আমার বাড়ি, ব্যাংক অ্যাকাউন্ট ও লকারে এবং আমারা গ্রামের বাড়িতে তদন্ত করে কিছুই উদ্ধার করতে পারেনি ৷ এটা সম্পূর্ণ একটা মিথ্যা মামলা ৷’’ প্রসঙ্গত, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) সরকারের শিক্ষা ও স্বাস্থ্যের পাশাপাশি আবগারি দফতরের দায়িত্বও মণীশ সিসোদিয়ার উপরে রয়েছে ৷

নয়াদিল্লি, 17 অক্টোবর: সিবিআই তাঁকে গ্রেফতার করার প্রস্তুতি নিচ্ছে ৷ এমনই দাবি করলেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া (Manish Sisodia on CBI) ৷ আম আদমি পার্টি (Aam Aadmi Party)-র এই শীর্ষনেতা বলেন, ‘‘একটি ভুয়ো মামলা তৈরি করে ওরা আমাকে গ্রেফতারের পরিকল্পনা করছে ৷ আমি আগামী কয়েকদিনে গুজরাতে নির্বাচনী প্রচারে যাব ৷ গুজরাতে বিজেপির পরাজয় হবে ৷ আর তাই ওরা আমাকে গুজরাতে নির্বাচনী প্রচারে যাওয়া থেকে আটকাতে চাইছে ৷’’ এমনটাই টুইট করে জানিয়েছেন দিল্লির উপমুখ্যমন্ত্রী ৷

আজদ সকাল 11টায় দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া (Delhi Deputy CM Manish Sisodia) সিবিআই দফতরে জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দিয়েছেন ৷ সেখানে 2021-22 সালের আবগারিনীতি (Excise policy) বলবৎ না করা নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে ৷ মণীশ সিসোদিয়া এ দিন অভিযোগ করেছেন, বিজেপি চায় না দিল্লির মতো আধুনিক শিক্ষা ব্যবস্থা গুজরাতে চালু হোক ৷ দিল্লির উপমুখ্যমন্ত্রী তাঁর নির্বাচনী প্রচারে গুজরাতে গিয়ে দিল্লির মডেলে স্কুল তৈরির কথা সাধারণ মানুষের সামনে তুলে ধরার পরিকল্পনা করেছেন ৷ এ দিন এমনটাই জানিয়েছেন মণিশ সিসোদিয়া ৷ কিন্তু, বিজেপি আপের এই পরিকল্পনা গুজরাতের মানুষ পর্যন্ত পৌঁছতে দিতে চায় না বলে তাঁর অভিযোগ ৷

  • मेरे ख़िलाफ़ पूरी तरह से फ़र्ज़ी केस बनाकर इनकी तैयारी मुझे गिरफ़्तार करने की है. मुझे आने वाले दिनों में चुनाव प्रचार के लिए गुजरात जाना था। ये लोग गुजरात बुरी तरह से हार रहे हैं। इनका मक़सद मुझे गुजरात चुनाव प्रचार में जाने से रोकना है। 1/N

    — Manish Sisodia (@msisodia) October 17, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তবে, এ দিন টুইটে মণীশ সিসোদিয়া সিবিআই এর নাম করেননি ৷ তিনি গুজরাতে দিল্লির মডেলে স্কুল তৈরি নিয়ে টুইটারে লেখেন, ‘‘যখন আমি গুজরাতে যাব, আমি সেখানকার মানুষদের জানাব যে, তাঁদের বাচ্চাদের জন্য দিল্লির মতো সুন্দর স্কুল তৈরি করবে আপ সরকার ৷ মানুষ খুব খুশি হবে ৷ কিন্তু, এই লোকগুলো চায় না দিল্লির মতো ভালো স্কুল গুজরাতে তৈরি হোক ৷ গুজরাতের বাচ্চারাও ভালো শিক্ষায় শিক্ষিত হয়ে উন্নতি করুক, তারা চায় না ৷’’

  • मेरे ख़िलाफ़ एक पूरी तरह से फ़र्ज़ी केस बनाया हुआ है। मेरे घर रेड की, कुछ नहीं मिला, मेरे सारे बैंक लॉकर देखे, कुछ नहीं मिला, मेरे गाँव में जाकर सारी जाँच की, कुछ नहीं मिला।
    ये केस पूरी तरह से फ़र्ज़ी है।

    — Manish Sisodia (@msisodia) October 17, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: বাড়িতে তল্লাশি অভিযান ! মণীশ সিসোদিয়াকে তলব সিবিআইয়ের

একাধিক টুইটে মণীশ সিসোদিয়া অভিযোগ করেছেন, ‘‘আমার বিরুদ্ধে পুরোপুরি একটা ভুয়ো মামলা সাজানো হচ্ছে ৷ আমার বাড়ি, ব্যাংক অ্যাকাউন্ট ও লকারে এবং আমারা গ্রামের বাড়িতে তদন্ত করে কিছুই উদ্ধার করতে পারেনি ৷ এটা সম্পূর্ণ একটা মিথ্যা মামলা ৷’’ প্রসঙ্গত, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) সরকারের শিক্ষা ও স্বাস্থ্যের পাশাপাশি আবগারি দফতরের দায়িত্বও মণীশ সিসোদিয়ার উপরে রয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.