কাডাপা (অন্ধ্রপ্রদেশ), 16 এপ্রিল: খুনের অভিযোগে গ্রেফতার অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন মোহন রাড্ডির কাকা ৷ কাডাপা কেন্দ্রের প্রাক্তন সাংসদ ওয়াই এস বিবেকানন্দ রেড্ডি খুনের মামলার তদন্ত করছে সিবিআই ৷ সেই মামলাতেই এবার ভাস্কর রেড্ডিকে নিজেদের হেফাজতে নিলেন সিবিআইয়ের গোয়েন্দারা ৷
কাডাপার প্রাক্তন সাংসদ বিবেকানন্দ রেড্ডির খুনের মামলায় তদন্ত নেমে একাধিক মিসিং লিঙ্কের খোঁজ করছিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা ৷ গত 2019 সালের মার্চ মাসে লোকসভা নির্বাচনের কিছুদিন আগে নিজের বাড়িতেই মৃত অবস্থায় পাওয়া যায় বিবেকানন্দ রেড্ডিকে ৷ এরপর জগনমোহন রেড্ডির বোন সুনীতা রেড্ডির দায়ের করা মামলায় 2020 সালে অন্ধ্র হাইকোর্টের নির্দেশে তদন্ত শুরু করে সিবিআই ৷ সেই মামলার তদন্তে নেমে দু'দিন আগেই কাডাপার সাংসদ অবিনাশ রেড্ডির প্রধান অনুগামী উদয় কুমার রেড্ডিকে প্রথমে আটক এবং পরে গ্রেফতার করে সিবিআই ৷ তাঁকে জেরা করেই কি এবার অবিনাশ রেড্ডির বাবাকেও খুনে যুক্ত থাকার অপরাধে গ্রেফতার করল সিবিআই ?
রবিবার সকালে দুটি গাড়িতে পুলিভেন্দুলুতে অবিনাশ রেড্ডির বাড়িতে পৌঁছন সিবিআইয়ের আধিকারিকরা। সেখানেই ভাস্কর রেড্ডির গ্রেফতারি বিষয়টি পরিবারের সদস্যদের জানায় সিবিআই ৷ এরপরই তাঁকে গ্রেফতার করা হয়। সিবিআই সূত্রে খবর, ওয়াইএস ভাস্কর রেড্ডির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 120/বি (অপরাধমূলক ষড়যন্ত্র), 302 খুন, 201 প্রমাণ লোপাটের মতো গুরুতর ধারা আরোপ করা হয়েছে ৷
অন্যদিকে, এদিন সকালে সিবিআইয়ের দুটি দল দুই জায়গায় একযোগে তল্লাশি চালায় ৷ একদিকে কাডাপার পুলিভেন্দুলায় সাংসদ অবিনাশ রেড্ডির বাসভবনে যায় সিবিআইয়ের একটি দল, পাশাপাশি সিবিআইয়ের আরেকটি দল হায়দরাবাদে তাঁর বাসভবনেও পৌঁছে যায়। সূত্রের খবর, হায়দরাবাদে অবিনাশ রেড্ডির বাসভবনের নিরাপত্তাকর্মীরা জানান, সেখানে কেউ আসেননি। এরপরই কাডাপায় সাংসদ অবিনাশ রেড্ডির বাড়ি থেকে তাঁর বাবা ভাস্কর রেড্ডিকে গ্রেফতার করে সিবিআই ৷
আরও পড়ুন: 'বিজেপি বন্দুকের শাসন চালাচ্ছে', আতিক খুনে যোগীর পদত্যাগ চেয়ে কড়া মন্তব্য ওয়াইসির
তাঁকে গ্রেফতারের সময় প্রচুর সংখ্যায় অনুগামীরা সেখানে পৌঁছে যান। পাশাপাশি গ্রেফতারের পর ভাস্কর রেড্ডিকে নিয়ে যাওয়ার সময়ও তাঁর অনুগামীরা সিবিআই আধিকারিকদের গাড়ি আটকানোর চেষ্টা করেন বলেও অভিযোগ। বিক্ষোভ-প্রতিবাদের মধ্যেই অবশ্য ভাস্কর রেড্ডিকে পুলিভেন্দুলা থেকে হায়দরাবাদে নিয়ে আসেন গোয়েন্দারা ৷ সূত্রের খবর, এদিন সন্ধ্যায় তাঁকে সিবিআইয়ের বিশেষ আদালতে হাজির করানো হবে ৷ সিবিআই সূত্রে খবর, ভাস্কর রেড্ডিই বিবেকানন্দ রেড্ডি হত্যা মামলার মূল কাণ্ডারী ছিলেন ৷