ETV Bharat / bharat

Mehul Choksi : মেহুল চোক্সির বিরুদ্ধে জালিয়াতির নতুন মামলা সিবিআই'য়ের

সিবিআই এর এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, আইএফসিআই এর অ্যাসিস্টেন্ট জেনারেল ম্যানেজার মেহুল চোক্সি ও তার সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন (New Case Against Mehul Choksi)৷

CBI Case Against Mehul Choksi
মেহুল চোক্সির বিরুদ্ধে জালিয়াতির নতুন মামলা সিবিআইয়ের
author img

By

Published : May 2, 2022, 10:40 PM IST

নয়াদিল্লি, 2 মার্চ : ভারত থেকে পলাতক হিরে ব্যবসায়ী মেহুল চোক্সির বিরুদ্ধে জালিয়াতির নতুন মামলা দায়ের করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই (CBI files fresh case of cheating against Mehul Choksi) ৷ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (আইএফসিআই) এর অর্থ তছরূপের অভিযোগে চোক্সি এবং তার সংস্থার বিরুদ্ধে এই নয়া অভিযোগ দায়ের হয়েছে ৷

সিবিআই এর এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, আইএফসিআই এর অ্যাসিস্টেন্ট জেনারেল ম্যানেজার মেহুল চোক্সি ও তার সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন ৷ সেই অভিযোগের প্রেক্ষিতে প্রাথমিক তদন্তের পর ভারতীয় দণ্ডবিধির 420, 468 ও 471 ধারায় চোক্সির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে ৷

আরও পড়ুন: শ্রীনগর বিমানবন্দরে জওয়ানের ব্যাগ থেকে গ্রেনেড উদ্ধার !

জানা গিয়েছে, মেহুল চোক্সির সংস্থাকে 2014 থেকে 2018 সালের মধ্যে প্রায় 25 কোটি টাকা ঋণ দিয়েছিল আইএফসিআই ৷ কিন্তু সুদ-সহ সেই অর্থ ফেরৎ দিতে ব্যর্থ হন মেহুল ৷ নিজের সংস্থা সম্পর্কে ভুল তথ্য দিয়ে আইএফসিআই এর থেকে এই বিপুল পরিমাণ ঋণ মেহুল নেন বলে অভিযোগ ৷

নয়াদিল্লি, 2 মার্চ : ভারত থেকে পলাতক হিরে ব্যবসায়ী মেহুল চোক্সির বিরুদ্ধে জালিয়াতির নতুন মামলা দায়ের করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই (CBI files fresh case of cheating against Mehul Choksi) ৷ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (আইএফসিআই) এর অর্থ তছরূপের অভিযোগে চোক্সি এবং তার সংস্থার বিরুদ্ধে এই নয়া অভিযোগ দায়ের হয়েছে ৷

সিবিআই এর এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, আইএফসিআই এর অ্যাসিস্টেন্ট জেনারেল ম্যানেজার মেহুল চোক্সি ও তার সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন ৷ সেই অভিযোগের প্রেক্ষিতে প্রাথমিক তদন্তের পর ভারতীয় দণ্ডবিধির 420, 468 ও 471 ধারায় চোক্সির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে ৷

আরও পড়ুন: শ্রীনগর বিমানবন্দরে জওয়ানের ব্যাগ থেকে গ্রেনেড উদ্ধার !

জানা গিয়েছে, মেহুল চোক্সির সংস্থাকে 2014 থেকে 2018 সালের মধ্যে প্রায় 25 কোটি টাকা ঋণ দিয়েছিল আইএফসিআই ৷ কিন্তু সুদ-সহ সেই অর্থ ফেরৎ দিতে ব্যর্থ হন মেহুল ৷ নিজের সংস্থা সম্পর্কে ভুল তথ্য দিয়ে আইএফসিআই এর থেকে এই বিপুল পরিমাণ ঋণ মেহুল নেন বলে অভিযোগ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.