ETV Bharat / bharat

Manish Sisodia Arrested: ভবিষ্যদ্বাণী সত্যি করে আবগারি মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার সিসোদিয়া

দিল্লির আবগারি মামলায় মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করল সিবিআই (Manish Sisodia arrested by CBI) ৷ রবিবার প্রায় 8 ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় দিল্লির উপ-মুখ্যমন্ত্রীকে ৷

ETV Bharat
মণীশ সিসোদিয়া
author img

By

Published : Feb 26, 2023, 8:53 PM IST

Updated : Feb 26, 2023, 9:32 PM IST

নয়াদিল্লি, 26 ফেব্রুয়ারি: আবগারি মামলায় দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়াকে গ্রেফতার করল সিবিআই ৷ রবিবার সকাল থেকে প্রায় 8 ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর এদিন বিকেলে তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় গোয়ান্দা সংস্থা ৷ তিনি যে এদিন গ্রেফতার হতে পারেন সেই আশঙ্কা আগেই প্রকাশ করেছিলেন এই আপ নেতা (CBI arrests Manish Sisodia) ৷

এদিন সকালে সিবিআই দফতরে হাজিরা দিতে যাওয়ার আগে সিসোদিয়া তাঁর সমর্থকদের বলেছিলেন, "আজ আবার সিবিআই দফতরে যাচ্ছি ৷ আমি তদন্তে বরাবরই সহযোগিতা করে এসেছি ৷ লাখ লাখ শিশু ও কোটি কোটি দেশবাসীর আশীর্বাদ আমার সঙ্গে রয়েছে ৷ ওরা আজ আমায় জেলে পাঠাবে ৷ কয়েক মাসের জন্য যদি আমায় জেলে থাকতে হয় আমি তার পরোয়া করি না ৷" ঘটনাচক্রে দিল্লির উপমুখ্যমন্ত্রী এই কথা বলার কয়েকঘণ্টার মধ্যেই তাঁকে গ্রেফতার করল সিবিআই (Delhi Deputy CM Manish Sisodia) ৷

উল্লেখ্য, 2021-22 সালে দিল্লির নতুন আবগারি নীতি তৈরির সময় মনীশ সিসোদিয়া দুর্নীতি করেছিলেন বলে অভিযোগ সিবিআই'য়ের ৷ সিবিআই জানিয়েছে, জিজ্ঞাসাবাদে সন্তোষজনক উত্তর না-মেলায় এদিন তাঁকে গ্রেফতার করা হল ৷ এদিন সকাল 11টা 12 মিনিটে সিবিআই দফতরে যান সিসোদিয়া ৷

আরও পড়ুন: প্রধানমন্ত্রী পদে রাহুলই প্রথম পছন্দ ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর

তবে আপের দাবি মনীশ সিসোদিয়ার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে ৷ দিল্লির উপমুখ্যমন্ত্রী নিজেও জানিয়েছেন, তাঁকে গ্রেফতার করার জন্য মিথ্যা মামলা সাজানো হয়েছে ৷ বিজেপি'র হাত থেকে আপ'ই দেশকে রক্ষা করবে বলে দাবি তাঁর ৷ এদিন সকাল থেকেই সিসোদিয়ার বাড়ি সামনে জড়ো হন আপ কর্মী-সমর্থকরা ৷

কেন্দ্রের বিজেপি সরকার বিরোধী দলের নেতাদের হেনস্থা করতে যেভাবে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে ব্যবহার করছে সিসোদিয়ার গ্রেফতারিও সেই চক্রান্তের অঙ্গ বলে দাবি আপ নেতাদের ৷ এই ইস্যুতে তাঁর ডেপুটির পাশে দাঁড়িয়েছেন আপ সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ তিনি জানিয়েছেন সমাজের মঙ্গলে করতে চেয়ে জেলে যাওয়া গর্বের বিষয় ৷ লাখো মানুষের আশীর্বাদ সিশোদিয়ার সঙ্গে আছে ৷

নয়াদিল্লি, 26 ফেব্রুয়ারি: আবগারি মামলায় দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়াকে গ্রেফতার করল সিবিআই ৷ রবিবার সকাল থেকে প্রায় 8 ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর এদিন বিকেলে তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় গোয়ান্দা সংস্থা ৷ তিনি যে এদিন গ্রেফতার হতে পারেন সেই আশঙ্কা আগেই প্রকাশ করেছিলেন এই আপ নেতা (CBI arrests Manish Sisodia) ৷

এদিন সকালে সিবিআই দফতরে হাজিরা দিতে যাওয়ার আগে সিসোদিয়া তাঁর সমর্থকদের বলেছিলেন, "আজ আবার সিবিআই দফতরে যাচ্ছি ৷ আমি তদন্তে বরাবরই সহযোগিতা করে এসেছি ৷ লাখ লাখ শিশু ও কোটি কোটি দেশবাসীর আশীর্বাদ আমার সঙ্গে রয়েছে ৷ ওরা আজ আমায় জেলে পাঠাবে ৷ কয়েক মাসের জন্য যদি আমায় জেলে থাকতে হয় আমি তার পরোয়া করি না ৷" ঘটনাচক্রে দিল্লির উপমুখ্যমন্ত্রী এই কথা বলার কয়েকঘণ্টার মধ্যেই তাঁকে গ্রেফতার করল সিবিআই (Delhi Deputy CM Manish Sisodia) ৷

উল্লেখ্য, 2021-22 সালে দিল্লির নতুন আবগারি নীতি তৈরির সময় মনীশ সিসোদিয়া দুর্নীতি করেছিলেন বলে অভিযোগ সিবিআই'য়ের ৷ সিবিআই জানিয়েছে, জিজ্ঞাসাবাদে সন্তোষজনক উত্তর না-মেলায় এদিন তাঁকে গ্রেফতার করা হল ৷ এদিন সকাল 11টা 12 মিনিটে সিবিআই দফতরে যান সিসোদিয়া ৷

আরও পড়ুন: প্রধানমন্ত্রী পদে রাহুলই প্রথম পছন্দ ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর

তবে আপের দাবি মনীশ সিসোদিয়ার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে ৷ দিল্লির উপমুখ্যমন্ত্রী নিজেও জানিয়েছেন, তাঁকে গ্রেফতার করার জন্য মিথ্যা মামলা সাজানো হয়েছে ৷ বিজেপি'র হাত থেকে আপ'ই দেশকে রক্ষা করবে বলে দাবি তাঁর ৷ এদিন সকাল থেকেই সিসোদিয়ার বাড়ি সামনে জড়ো হন আপ কর্মী-সমর্থকরা ৷

কেন্দ্রের বিজেপি সরকার বিরোধী দলের নেতাদের হেনস্থা করতে যেভাবে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে ব্যবহার করছে সিসোদিয়ার গ্রেফতারিও সেই চক্রান্তের অঙ্গ বলে দাবি আপ নেতাদের ৷ এই ইস্যুতে তাঁর ডেপুটির পাশে দাঁড়িয়েছেন আপ সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ তিনি জানিয়েছেন সমাজের মঙ্গলে করতে চেয়ে জেলে যাওয়া গর্বের বিষয় ৷ লাখো মানুষের আশীর্বাদ সিশোদিয়ার সঙ্গে আছে ৷

Last Updated : Feb 26, 2023, 9:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.