ETV Bharat / bharat

Gyanvapi Case: জ্ঞানবাপীতে এএসআই সমীক্ষা নিয়ে এলাহাবাদ হাইকোর্টে ক্যাভিয়েট দাখিল

Caveat filed in Allahabad HC on Gyanvapi Case: জ্ঞানবাপী মসজিদে এএসআই-এর সমীক্ষার নির্দেশ দিয়েছিল বারাণসী জেলা আদালত ৷ সেই নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট ৷ তারা মসজিদ কমিটিকে এই নিয়ে এলাহাবাদ হাইকোর্টে আবেদন করতে বলেছে ৷ তাই আগেই আদালতে ক্যাভিয়েট দাখিল করল মামলার অন্যপক্ষ ৷

Gyanvapi Case
Gyanvapi Case
author img

By

Published : Jul 25, 2023, 3:52 PM IST

Updated : Jul 25, 2023, 4:47 PM IST

প্রয়াগরাজ, 25 জুলাই: জ্ঞানবাপী মসজিদে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা এএসআই-এর সমীক্ষা সংক্রান্ত মামলায় এলাহাবাদ হাইকোর্টে ক্যাভিয়েট দাখিল করলেন রাখি সিং ৷ তিনি উত্তরপ্রদেশের বারাণসী জেলা আদালতে জ্ঞানবাপী মসজিদে এএসআই-এর সমীক্ষার দাবি তুলে মূল মামলাটি করেছিলেন ৷ সোমবার সুপ্রিম কোর্ট এই মামলার অন্যপক্ষ আঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটিকে এএসআই-এর সমীক্ষা সংক্রান্ত আপত্তি নিয়ে এলাহাবাদ হাইকোর্টে আবেদন করতে বলেছে ৷ সেই কারণেই আগে থেকে ক্যাভিয়েট দাখিল করা হল রাখি সিংয়ের পক্ষ থেকে ৷

গত জুলাই বারাণসী আদালত জ্ঞানবাপী মসজিদে এএসআই-এর সমীক্ষার অনুমতি দেয় ৷ তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় মসজিদ কমিটি ৷ সিনিয়র আইনজীবী হুজেফা আহমাদি মসজিদ কমপ্লেক্সের মধ্যে এএসআই-এর সমীক্ষার উপর স্থগিতাদেশ দেওয়ার আবেদন করেন শীর্ষ আদালতের কাছে ৷ কারণ, সুুপ্রিম কোর্ট এর আগে ওই মসজিদের কার্বন ডেটিংয়ের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছিল ৷ সেই যুক্তি দেখিয়ে এই স্থগিতাদেশ চাওয়া হয় ৷

বারাণসীতে কাশী বিশ্বনাথ মন্দির সংলগ্ন ওই মসজিদ কমিটির আবেদনে সায় দেয় সুপ্রিম কোর্ট ৷ আদালত জানায়, আগামী 26 জুলাই বিকেল 5টা পর্যন্ত এএসআই কোনও সমীক্ষা করতে পারবে না ৷ এই সময়ের মধ্যে মসজিদ কমিটি আবেদন করতে পারবে এলাহাবাদ হাইকোর্টে ৷ এরই প্রেক্ষিতে রাখি সিং ওই আবেদন করেছেন ৷ তবে এর আগে শনিবারও তিনি একই ধরনের আবেদন জানিয়ে রেখেছিলেন ওই আদালতে ৷

আরও পড়ুন: মসজিদ কমিটির হাইকোর্টে আবেদন, এএসআই সমীক্ষার উপর স্থগিতাদেশ শীর্ষ আদালতের

মসজিদ কমিটির তরফে সুপ্রিম কোর্টে প্রশ্ন তোলা হয় যে এএসআই-এর সমীক্ষা নিয়ে এত তাড়াহুড়োর কী আছে ? 1500 সাল থেকে সেখানে মসজিদ রয়েছে ৷ এই নিয়ে স্থিতাবস্থা থাকা উচিত সেখানে ৷ উত্তরপ্রদেশ সরকারের হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা ৷ তিনি জানান, জেলা আদালতের নির্দেশ অনুসারে এএসআই কোনও খনন করছে না ও এক সপ্তাহ ধরে কোনও খনন করার কথা ভাবা হচ্ছে না ।

প্রয়াগরাজ, 25 জুলাই: জ্ঞানবাপী মসজিদে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা এএসআই-এর সমীক্ষা সংক্রান্ত মামলায় এলাহাবাদ হাইকোর্টে ক্যাভিয়েট দাখিল করলেন রাখি সিং ৷ তিনি উত্তরপ্রদেশের বারাণসী জেলা আদালতে জ্ঞানবাপী মসজিদে এএসআই-এর সমীক্ষার দাবি তুলে মূল মামলাটি করেছিলেন ৷ সোমবার সুপ্রিম কোর্ট এই মামলার অন্যপক্ষ আঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটিকে এএসআই-এর সমীক্ষা সংক্রান্ত আপত্তি নিয়ে এলাহাবাদ হাইকোর্টে আবেদন করতে বলেছে ৷ সেই কারণেই আগে থেকে ক্যাভিয়েট দাখিল করা হল রাখি সিংয়ের পক্ষ থেকে ৷

গত জুলাই বারাণসী আদালত জ্ঞানবাপী মসজিদে এএসআই-এর সমীক্ষার অনুমতি দেয় ৷ তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় মসজিদ কমিটি ৷ সিনিয়র আইনজীবী হুজেফা আহমাদি মসজিদ কমপ্লেক্সের মধ্যে এএসআই-এর সমীক্ষার উপর স্থগিতাদেশ দেওয়ার আবেদন করেন শীর্ষ আদালতের কাছে ৷ কারণ, সুুপ্রিম কোর্ট এর আগে ওই মসজিদের কার্বন ডেটিংয়ের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছিল ৷ সেই যুক্তি দেখিয়ে এই স্থগিতাদেশ চাওয়া হয় ৷

বারাণসীতে কাশী বিশ্বনাথ মন্দির সংলগ্ন ওই মসজিদ কমিটির আবেদনে সায় দেয় সুপ্রিম কোর্ট ৷ আদালত জানায়, আগামী 26 জুলাই বিকেল 5টা পর্যন্ত এএসআই কোনও সমীক্ষা করতে পারবে না ৷ এই সময়ের মধ্যে মসজিদ কমিটি আবেদন করতে পারবে এলাহাবাদ হাইকোর্টে ৷ এরই প্রেক্ষিতে রাখি সিং ওই আবেদন করেছেন ৷ তবে এর আগে শনিবারও তিনি একই ধরনের আবেদন জানিয়ে রেখেছিলেন ওই আদালতে ৷

আরও পড়ুন: মসজিদ কমিটির হাইকোর্টে আবেদন, এএসআই সমীক্ষার উপর স্থগিতাদেশ শীর্ষ আদালতের

মসজিদ কমিটির তরফে সুপ্রিম কোর্টে প্রশ্ন তোলা হয় যে এএসআই-এর সমীক্ষা নিয়ে এত তাড়াহুড়োর কী আছে ? 1500 সাল থেকে সেখানে মসজিদ রয়েছে ৷ এই নিয়ে স্থিতাবস্থা থাকা উচিত সেখানে ৷ উত্তরপ্রদেশ সরকারের হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা ৷ তিনি জানান, জেলা আদালতের নির্দেশ অনুসারে এএসআই কোনও খনন করছে না ও এক সপ্তাহ ধরে কোনও খনন করার কথা ভাবা হচ্ছে না ।

Last Updated : Jul 25, 2023, 4:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.