ETV Bharat / bharat

Case filed against Gautam Gambhir Foundation: বিতর্কে গৌতম গম্ভীরের ফাউন্ডেশন

বেআইনি ভাবে ওষুধ রাখা এবং বিতরণ করা নিয়ে ড্রাগ কন্ট্রোলার সংস্থার কোপে পড়েছিল গৌতম গম্ভীরের সংস্থা ৷ কিন্তু এই মামলার ট্রায়াল থেকে বিরত থাকার কথা জানিয়ে আইনি নোটিস পাঠিয়েছিল দিল্লি হাইকোর্ট ৷ (Case filed against Gautam Gambhir Foundation)

Gautam Gambhir
গৌতম গম্ভীর
author img

By

Published : Dec 9, 2021, 3:31 PM IST

নয়া দিল্লি, 9 ডিসেম্বর: বিতর্কে গৌতম গম্ভীর এবং তাঁর সংগঠন "গৌতম গম্ভীর ফাউন্ডেশন" (Gautam Gambhir Foundation) ৷ এই সংস্থার স্বাস্থ্য কর্মী নয়, এমন কর্মীরা বেআইনি ভাবে অনুমতি ছাড়া কোভিডের ওষুধ ফ্যাভিপিরাভির (Favipiravir) বিতরণ করেছে ৷ এই ওষুধ লাইসেন্স ছাড়া দেওয়া যায় না, তাই সংস্থাটি 'ড্রাগ অ্য়ান্ড কসমেটিক অ্যাক্ট' (Drugs and Cosmetic Act) লঙ্ঘন করেছে ৷

ড্রাগ কন্ট্রোলার একটি হলফনামায় (affidavit) নিশ্চিত করে জানিয়েছে, 2 হাজার 349 টি স্ট্রিপের ফ্যাভিপিরাভির বিতরণ করেছে গৌতম গম্ভীর ফাউন্ডেশনের আয়োজিত একটি ক্যাম্পে ৷ করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সময় দিল্লিতে ওষুধের অভাব চলাকালীন এই ঘটনা ঘটিয়েছে গৌতমের সংস্থা ৷ এই ফাউন্ডেশনের কাছ থেকে ড্রাগ কন্ট্রোলার 285 টি স্ট্রিপ উদ্ধার করেছে এবং তা দিল্লি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন : বেআইনিভাবে কোভিড ওষুধ মজুতে দোষী সাব্যস্ত গৌতম গম্ভীর ফাউন্ডেশন

8 জুলাই দিল্লি সরকারের ড্রাগ কন্ট্রোলার (Drug Controller of the Delhi government) গৌতম গম্ভীর ফাউন্ডেশন, সংস্থার সিইও অপরাজিতা সিং (Aparajita Singh), গৌতম গম্ভীর (Gautam Gambhir), সীমা গম্ভীর (Seema Gambhir) এবং নাতাশা গম্ভীরের (Natasha Gambhir) বিরুদ্ধে ড্রাগস অ্যান্ড কসমেটিকস অ্যাক্টের 18(c) ও 27(b) ধারায় মামলা দায়ের করে ৷ এর সঙ্গে আপ বিধায়ক প্রবীণ কুমার (AAP MLAs Praveen Kumar) এবং ইমরান হুসেনের (Imran Hussain) বিরুদ্ধেও একই পদক্ষেপ করা হয় ৷ তদন্তের পর বেআইনি ভাবে ওষুধ ও অক্সিজেন মজুদের অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করা হয় ৷

এই মামলার শুনানি চলার সময়, গৌতম গম্ভীরের পক্ষে প্রবীণ আইনজীবী আত্মারাম নাদকারনি (Atmaram Nadkarni) এবং জয় অনন্ত দেহাদ্রাই (Jai Anant Dehadrai) জানান, এই সমাজের প্রতি দাতব্য এই কাজকর্ম 18(c) ও 27(b) (3) ধারার অন্তর্ভুক্ত নয় ৷ 20 সেপ্টেম্বর, হাইকোর্টও নয়া দিল্লির রোহিণী কোর্টে চলা এই ট্রায়াল থেকে বিরত থাকা নিয়ে (restraining the trial) ড্রাগ কন্ট্রোলারকে আইনি নোটিস পাঠিয়েছে ৷

অন্যদিকে, অনুমতি ছাড়া হরিয়ানা ড্রাগ কন্ট্রোল ডিপার্টমেন্ট (Haryana Drug Control Department) থেকে মেডিক্যাল অক্সিজেন (medical oxygen) নিয়ে রেখে দেওয়ার জন্য ইমরান হুসেনের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে ৷ 29 জুলাই, ড্রাগ কন্ট্রোলার দিল্লি হাই কোর্টকে জানায় যে, রোহিণী কোর্ট 3 জনের বিরুদ্ধে সমন পাঠিয়েছে ৷

নয়া দিল্লি, 9 ডিসেম্বর: বিতর্কে গৌতম গম্ভীর এবং তাঁর সংগঠন "গৌতম গম্ভীর ফাউন্ডেশন" (Gautam Gambhir Foundation) ৷ এই সংস্থার স্বাস্থ্য কর্মী নয়, এমন কর্মীরা বেআইনি ভাবে অনুমতি ছাড়া কোভিডের ওষুধ ফ্যাভিপিরাভির (Favipiravir) বিতরণ করেছে ৷ এই ওষুধ লাইসেন্স ছাড়া দেওয়া যায় না, তাই সংস্থাটি 'ড্রাগ অ্য়ান্ড কসমেটিক অ্যাক্ট' (Drugs and Cosmetic Act) লঙ্ঘন করেছে ৷

ড্রাগ কন্ট্রোলার একটি হলফনামায় (affidavit) নিশ্চিত করে জানিয়েছে, 2 হাজার 349 টি স্ট্রিপের ফ্যাভিপিরাভির বিতরণ করেছে গৌতম গম্ভীর ফাউন্ডেশনের আয়োজিত একটি ক্যাম্পে ৷ করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সময় দিল্লিতে ওষুধের অভাব চলাকালীন এই ঘটনা ঘটিয়েছে গৌতমের সংস্থা ৷ এই ফাউন্ডেশনের কাছ থেকে ড্রাগ কন্ট্রোলার 285 টি স্ট্রিপ উদ্ধার করেছে এবং তা দিল্লি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন : বেআইনিভাবে কোভিড ওষুধ মজুতে দোষী সাব্যস্ত গৌতম গম্ভীর ফাউন্ডেশন

8 জুলাই দিল্লি সরকারের ড্রাগ কন্ট্রোলার (Drug Controller of the Delhi government) গৌতম গম্ভীর ফাউন্ডেশন, সংস্থার সিইও অপরাজিতা সিং (Aparajita Singh), গৌতম গম্ভীর (Gautam Gambhir), সীমা গম্ভীর (Seema Gambhir) এবং নাতাশা গম্ভীরের (Natasha Gambhir) বিরুদ্ধে ড্রাগস অ্যান্ড কসমেটিকস অ্যাক্টের 18(c) ও 27(b) ধারায় মামলা দায়ের করে ৷ এর সঙ্গে আপ বিধায়ক প্রবীণ কুমার (AAP MLAs Praveen Kumar) এবং ইমরান হুসেনের (Imran Hussain) বিরুদ্ধেও একই পদক্ষেপ করা হয় ৷ তদন্তের পর বেআইনি ভাবে ওষুধ ও অক্সিজেন মজুদের অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করা হয় ৷

এই মামলার শুনানি চলার সময়, গৌতম গম্ভীরের পক্ষে প্রবীণ আইনজীবী আত্মারাম নাদকারনি (Atmaram Nadkarni) এবং জয় অনন্ত দেহাদ্রাই (Jai Anant Dehadrai) জানান, এই সমাজের প্রতি দাতব্য এই কাজকর্ম 18(c) ও 27(b) (3) ধারার অন্তর্ভুক্ত নয় ৷ 20 সেপ্টেম্বর, হাইকোর্টও নয়া দিল্লির রোহিণী কোর্টে চলা এই ট্রায়াল থেকে বিরত থাকা নিয়ে (restraining the trial) ড্রাগ কন্ট্রোলারকে আইনি নোটিস পাঠিয়েছে ৷

অন্যদিকে, অনুমতি ছাড়া হরিয়ানা ড্রাগ কন্ট্রোল ডিপার্টমেন্ট (Haryana Drug Control Department) থেকে মেডিক্যাল অক্সিজেন (medical oxygen) নিয়ে রেখে দেওয়ার জন্য ইমরান হুসেনের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে ৷ 29 জুলাই, ড্রাগ কন্ট্রোলার দিল্লি হাই কোর্টকে জানায় যে, রোহিণী কোর্ট 3 জনের বিরুদ্ধে সমন পাঠিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.