মুম্বই, 21 মে : পি-305 জাহাজের ক্যাপ্টেন রাকেশ বল্লভ-সহ বেশ কিছু কর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের করল মুম্বই পুলিশ ৷
তখতে আসার আগে বহুবার জাহাজের ক্যাপ্টেনকে সচেতন করেছিলেন প্রধান ইঞ্জিনিয়ার রেহমান শেখ ৷ আবহাওয়া দপ্তর জানিয়েছে সাইক্লোন আসছে, তাই জাহাজ সরিয়ে নিয়ে যাওয়া উচিত ৷ কিন্তু আত্মবিশ্বাসী ক্যাপ্টেন জাহাজের ইঞ্জিনিয়ারের কথায় কান দেননি ৷ ফলে স্বাভাবিক ভাবে ঝড়ের তাণ্ডবে সোমবার 261 জন-সহ সমুদ্রে ডুবে গিয়েছে পি-305 ৷
পাঁচ দিন পর এখনও নিখোঁজ 26 জন ৷ উদ্ধার করা হয়েছে 49 জনের মৃতদেহ ৷ 186 জনকে জীবিত অবস্থায় পাওয়া গিয়েছে ৷ শুক্রবার এই তথ্য জানিয়েছেন এক আধিকারিক ৷
ক্যাপ্টেনের অবহেলার জন্য মৃত্যু হয়েছে, এই অভিযোগে পি-305-এর ক্যাপ্টেন রাকেশ বল্লভ-সহ আরও অনেকের বিরুদ্ধে শুক্রবার এফআইআর দায়ের করেছে মুম্বই পুলিশ ৷
আরও পড়ুন : পঞ্জাবে ভেঙে পড়ল মিগ-21, মৃত্যু পাইলটের
অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন (ওএনজিসি)-এর হয়ে অ্যাফকনস ইনফ্রাস্ট্রাকচারের অধীনে কাজ করছিল তিনটি জাহাজ ৷ পি-305 তার মধ্যে অন্যতম ৷
প্রধান ইঞ্জিনিয়ার রেহমান শেখ ক্যাপ্টেনকে ঝড় আসার রাস্তা থেকে জাহাজ সরিয়ে নিয়ে যাওয়ার কথা বলায় তিনি বলেছিলেন, "বাতাসের গতিবেগ 40 নটস, আর এটা 11-12-র মধ্যে থাকবে ৷ এর বেশি হবে না ৷" এমনকি জাহাজে একটি ফুটো হয়েছিল, সে বিষয়েও সতর্ক করেছিলেন শেখ ৷ কিন্তু ক্যাপ্টেন রাকেশ-সহ অন্যান্যরা কথা শোনেননি ৷
মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক অবশ্য দায় চাপিয়েছেন ওএনজিসি আর কেন্দ্রীয় সরকারের অয়েল অ্যান্ড পেট্রোলিয়াম মন্ত্রকের উপর ৷ তিনি বলেছেন, "এই অবহেলা অবশ্যই অপরাধ ৷ আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলব ৷ আর যে এফআইআর করা হয়েছে সেটা দেখব ৷"