বেঙ্গালুরু, 17 ডিসেম্বর: প্রযুক্তিকে বর্জন নয় ৷ বরং, নিজেদের আরও উন্নত করে বিচার ব্যবস্থাকে প্রযুক্তির মাধ্যমে আরও দ্রুত ও উন্নত করার পক্ষে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ৷ আজ কর্নাটক হাইকোর্টে ই-ইনিশিয়েটিভ প্রোগ্রামে বক্তব্য রাখতে গিয়ে এমনটা জানান তিনি ৷ তবে, তাঁর এই বক্তব্যের পিছনে আসল কারণ অন্য ৷ সম্প্রতি কর্নাটক হাইকোর্টে কনফারেন্স শুনানি চলার সময়, ভিডিয়ো লিংকের ডাটা হ্যাক করে নেয় অজ্ঞাত পরিচয় হ্যাকাররা ৷ আর শুনানির মাঝেই অশালীন ভিডিয়ো চলতে শুরু করে ৷ ফলে সেই কনফারেন্সে থাকা সকলেই অস্বস্তিতে পড়েন ৷
আজ সেই ঘটনার নিন্দা করেছেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ৷ তবে, কখনই এমন একটি বা দু’টি ঘটনার জন্য প্রযুক্তির ব্যবহার বন্ধ করার পক্ষে নন তিনি ৷ বদলে প্রযুক্তিকে আরও উন্নত ও নিরাপদ করে ব্যবহার করার পক্ষে মত পোষণ করেন ৷ তিনি বলেন, ‘‘কয়েকটি হাইকোর্ট ভিডিয়ো কনফারেন্সের নিয়মকে গ্রহণ করেছে ৷ আবার সেক্ষেত্রে কয়েকটি হাইকোর্ট ভিডিয়ো কনফারেন্সে শুনানির জন্য শর্ত আরোপ করেছে ৷’’
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘‘আমরা জানি কর্নাটক হাইকোর্টে বিচার প্রক্রিয়া চলাকালীন ডাটা হ্যাক করে অশালীন ভিডিয়ো চালানো হয়েছে ৷ এতে আমরা মর্মাহত ৷ কিন্তু, আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে ৷ এমন ঘটনার কারণে আমরা প্রযুক্তির ব্যবহার বন্ধ করে দিতে পারি না ৷ আমাদের ব্যবস্থাপনাকে আরও দক্ষ ও নিরাপদ করে তুলতে হবে ৷ যদি কোনও সমস্যা দেখা দেয়, তাহলে তার সমাধান করা হবে ৷’’
বর্তমানে সব হাইকোর্ট এবং দেশের সুপ্রিম কোর্টের বড় বড় মামলার শুনানির সরাসরি সম্প্রচার দেখতে পারেন দেশবাসী ৷ সেই নিয়ে তিনি বলেন, ‘‘আপনারা আদালতের ভিডিয়ো কনফারেন্স অনলাইনে সরাসরি দেখতে পারেন ৷ আমাদের প্রতিনিয়ত লাইভ দেখা যায় ৷ এ বছর কর্নাটক আদালতে 1 কোটি 69 লক্ষ 46 হাজার 85টি মামলার শুনানি অনলাইনে হয়েছে ৷ আরও দ্রুত বিচার সম্ভব, যদি সবাই (বিচারপতি এবং বিচারক) প্রযুক্তির বিষয়ে সড়গড় হয়ে ওঠেন ৷ বিচারপতিরা দেখতে পারবেন কতগুলি অসমাপ্ত মামলা তাঁদের অধীনে রয়েছে ৷’’
তবে, এক্ষেত্রে বিচারের জন্য আসা লোকজনকেও যে প্রযুক্তিগত ভাবে সড়গড় হতে হবে, তা স্বীকার করে নিয়েছেন দেশের প্রধান বিচারপতি ৷ তিনি জানান, বিশ্বের অন্যান্য দেশের থেকে, আমাদের দেশে প্রযুক্তির ব্যাপারে মানুষ ততটা সড়গড় নন ৷ কিন্তু, এক্ষেত্রে আইনজীবীদের আরও সক্রিয় হওয়ার কথা বলেন তিনি ৷ কারণ, আদালতে ভাষা একটা বড় সমস্যা ৷ বিশেষত, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টগুলিতে অধিকাংশ ক্ষেত্রে ইংরেজি ভাষায় মামলার শুনানি হয় ৷ বহুক্ষেত্রে মামলাকারীরা ইংরেজি বুঝতে পারেন না ৷ যা বিচার প্রক্রিয়াকে স্লথ করে দেয় ৷ তা সত্ত্বেও, প্রযুক্তিকে কখনই বর্জন করার পক্ষে নন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ৷
আরও পড়ুন: