ETV Bharat / bharat

Jharkhand MLAs সরকার বাঁচাতে বিধায়কদের অজানা গন্তব্যে পাঠালেন হেমন্ত

author img

By

Published : Aug 27, 2022, 3:08 PM IST

Updated : Aug 27, 2022, 9:50 PM IST

শনিবার দুপুরে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের (Jharkhand CM Hemant Soren) বাড়িতে বৈঠকে বসেন শাসকজোটের বিধায়করা ৷ সেই বৈঠক শেষে এদিন তিনটি বাসে করে জোটের বিধায়কদের নিয়ে যাওয়া হয় অজানা গন্তব্যে (buses carrying Jharkhand MLAs seen leaving CM residence) ৷

Jharkhand MLAs
Etv Bharat

রাঁচি, 27 অগস্ট: এবার বিধায়ক কেনাবেচার আতঙ্ক ঝাড়খণ্ডের ক্ষমতাসীন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ও কংগ্রেস জোটে ৷ মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বিধায়ক পদ খারিজের সম্ভবনার মধ্যোই এবার নিজেদের বিধায়কদের বাসে করে 'নিরাপদ স্থানে' পাঠানোর উদ্যোগ নিল ক্ষমতাসীন জোট ৷ শনিবার দুপুরে মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে তিনটি বাসে করে বিধায়কদের নিয়ে যাওয়া হয় (buses carrying Jharkhand MLAs seen leaving CM residence) ৷ তবে তাঁদের কোথাও নিয়ে যাওয়া হচ্ছে তা এখনও স্পষ্ট নয় (Jharkhand Ruling Qualition MLAs) ।

উল্লেখ্য, শনিবার নিজের বাসভবনে ইউপিএ বিধায়কদের বৈঠকে ডেকেছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী ৷ সেই বৈঠকের পরেই তিনটি বাসে করে শাসকপক্ষের বিধায়কদের তিনটি বাসে করে মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখা যায় ৷ যদিও তাঁদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে সেই বিষয়টি স্পষ্ট নয় ৷ তবে কংগ্রেসের একটি সূত্রে দাবি করা হচ্ছে, পশ্চিমবঙ্গ অথবা ছত্তিশগড়ের মতো অবিজেপি শাসিত কোনও রাজ্যে তাঁদের নিয়ে যাওয়া হচ্ছে ৷ উল্লেখ্য, 81 সদস্য বিশিষ্ট ঝাড়খণ্ড বিধানসভায় হেমন্ত সোরেন সরকারের পক্ষে রয়েছে 30 জন জেএমএম, 18 জন কংগ্রেস ও 1 জন আরজেডি বিধায়কের সমর্থন ৷

আরও পড়ুন: কংগ্রেসের সভাপতি পদে রাহুলকে ফেরাতে মরিয়া মল্লিকার্জুন

অন্য আরেকটি সূত্রে জানা গিয়েছে, ছত্তিশগড় ও পশ্চিমবঙ্গের বেশকিছু জায়গা ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে এই বিধায়কদের রাখার জন্য ৷ প্রয়োজনে কোনও একটি নির্দিষ্ট জায়গায় একসঙ্গে রাখা হতে পারে তাঁদের এবং সেই প্রস্তুতি নিয়েই এদিন শাসকজোটের বিধায়করা মুখ্যমন্ত্রীর বাড়ি পৌঁছন (Jharkhand CM Hemant Soren) ৷

উল্লেখ্য,'অফিস অফ প্রফিট'-এর অভিযোগে ইতিমধ্যেই হেমন্ত সোরেনের পদ খারিজের সুপারিশ রাজ্যপালকে করেছে জাতীয় নির্বাচন কমিশন (Office of Profit Allegation against Hemant Soren) ৷ মনে করা হচ্ছে সেই সুপারিশ মেনে ঝাড়খণ্ডের রাজ্যপাল রমেশ বৈশ শনিবারই হেমন্তের পদ খারিজের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন ৷ তার আগেই সরকার বাঁচাতে বড় পদক্ষেপ করলেন হেমন্ত ।

আরও পড়ুন: ঝাড়খণ্ডের পরবর্তী মুখ্যমন্ত্রী হেমন্তপত্নী কল্পনা, বাড়ছে জল্পনা

রাঁচি, 27 অগস্ট: এবার বিধায়ক কেনাবেচার আতঙ্ক ঝাড়খণ্ডের ক্ষমতাসীন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ও কংগ্রেস জোটে ৷ মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বিধায়ক পদ খারিজের সম্ভবনার মধ্যোই এবার নিজেদের বিধায়কদের বাসে করে 'নিরাপদ স্থানে' পাঠানোর উদ্যোগ নিল ক্ষমতাসীন জোট ৷ শনিবার দুপুরে মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে তিনটি বাসে করে বিধায়কদের নিয়ে যাওয়া হয় (buses carrying Jharkhand MLAs seen leaving CM residence) ৷ তবে তাঁদের কোথাও নিয়ে যাওয়া হচ্ছে তা এখনও স্পষ্ট নয় (Jharkhand Ruling Qualition MLAs) ।

উল্লেখ্য, শনিবার নিজের বাসভবনে ইউপিএ বিধায়কদের বৈঠকে ডেকেছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী ৷ সেই বৈঠকের পরেই তিনটি বাসে করে শাসকপক্ষের বিধায়কদের তিনটি বাসে করে মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখা যায় ৷ যদিও তাঁদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে সেই বিষয়টি স্পষ্ট নয় ৷ তবে কংগ্রেসের একটি সূত্রে দাবি করা হচ্ছে, পশ্চিমবঙ্গ অথবা ছত্তিশগড়ের মতো অবিজেপি শাসিত কোনও রাজ্যে তাঁদের নিয়ে যাওয়া হচ্ছে ৷ উল্লেখ্য, 81 সদস্য বিশিষ্ট ঝাড়খণ্ড বিধানসভায় হেমন্ত সোরেন সরকারের পক্ষে রয়েছে 30 জন জেএমএম, 18 জন কংগ্রেস ও 1 জন আরজেডি বিধায়কের সমর্থন ৷

আরও পড়ুন: কংগ্রেসের সভাপতি পদে রাহুলকে ফেরাতে মরিয়া মল্লিকার্জুন

অন্য আরেকটি সূত্রে জানা গিয়েছে, ছত্তিশগড় ও পশ্চিমবঙ্গের বেশকিছু জায়গা ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে এই বিধায়কদের রাখার জন্য ৷ প্রয়োজনে কোনও একটি নির্দিষ্ট জায়গায় একসঙ্গে রাখা হতে পারে তাঁদের এবং সেই প্রস্তুতি নিয়েই এদিন শাসকজোটের বিধায়করা মুখ্যমন্ত্রীর বাড়ি পৌঁছন (Jharkhand CM Hemant Soren) ৷

উল্লেখ্য,'অফিস অফ প্রফিট'-এর অভিযোগে ইতিমধ্যেই হেমন্ত সোরেনের পদ খারিজের সুপারিশ রাজ্যপালকে করেছে জাতীয় নির্বাচন কমিশন (Office of Profit Allegation against Hemant Soren) ৷ মনে করা হচ্ছে সেই সুপারিশ মেনে ঝাড়খণ্ডের রাজ্যপাল রমেশ বৈশ শনিবারই হেমন্তের পদ খারিজের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন ৷ তার আগেই সরকার বাঁচাতে বড় পদক্ষেপ করলেন হেমন্ত ।

আরও পড়ুন: ঝাড়খণ্ডের পরবর্তী মুখ্যমন্ত্রী হেমন্তপত্নী কল্পনা, বাড়ছে জল্পনা

Last Updated : Aug 27, 2022, 9:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.