ETV Bharat / bharat

Bulli Bai app blocked : মুসলিম মহিলাদের অসম্মানের অভিযোগ, ব্লক করা হল ‘বুল্লি বাই’ অ্যাপ - Bulli Bai app targeting Muslim women

মুসলিম মহিলাদের অসম্মান ও হেনস্থার অভিযোগের ভিত্তিতে ‘বুল্লি বাই’ নামে অ্যাপকে ব্লক করল কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রক (Bulli Bai app targeting Muslim women) ৷ দিল্লির এক মহিলা সাংবাদিকের অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে ৷ তাঁর ছবি ওই অ্যাপে বিকৃত করে ব্যবহার করার অভিযোগ করেন ওই সাংবাদিক ৷ অভিযোগ মুসলিম মহিলাদের অসম্মান করাই ওই অ্যাপ তৈরির উদ্দেশ্যে (Cyber Crime Against Woman in Delhi) ৷

Woman Journalists Picture Allegedly Morphed in Delhi
Woman Journalists Picture Allegedly Morphed in Delhi
author img

By

Published : Jan 2, 2022, 11:24 AM IST

Updated : Jan 2, 2022, 12:28 PM IST

নয়াদিল্লি, 2 জানুয়ারি : মুসলিম মহিলাদের অসম্মান ও হেনস্থার অভিযোগে ব্লক করা হল ‘বুল্লি বাই’ অ্যাপ ৷ দিল্লির এক মহিলা সাংবাদিকের অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ করল কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রক ৷ শনিবার রাতেই ওই অ্যাপটিকে বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ৷ দিল্লির এক মহিলা সাংবাদিক বুল্লি বাই ওয়েবসাইটের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন (Delhi Cyber Crime) ৷ যেখানে তিনি অভিযোগ করেছেন, ওই অ্যাপে তাঁর বিকৃত ছবি ব্যবহার করা হয়েছে ৷ নিজের সোশ্যাল মিডিয়ায় এফআইআর কপি তুলে ধরে সাংবাদিক অভিযোগ করেন, ওই অ্যাপের বিষয়বস্তুই হল মুসলিম মহিলাদের হেনস্থা ও অপমান করা (Bulli Bai app targeting Muslim women) ৷

সোশ্যাল মিডিয়ায় ওই পোস্টটি ভাইরালও হয় ৷ এর পর দিল্লি পুলিশের তরফে দ্রুত অ্যাপটিকে বন্ধ করার উদ্যোগ নেওয়া হয় ৷ সেই মত গতকাল রাতেই তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের তরফে ‘বুল্লি বাই’ অ্যাপটিকে ব্লক করা হয় ৷ এই অ্যাপটি মাইক্রসফ্টের ‘গিটহাব’ প্ল্যাটফর্মের মাধ্যমে চালানো হত ৷ মহিলা সাংবাদিক তাঁর অভিযোগে জানিয়েছেন, ‘‘1 জানুয়ারি ‘বুল্লিবাই.গিটহাব.আইও’ নামের ওয়েবসাইটে আমার বিকৃত একটি ছবি দেখে অবাক হয়ে যাই ৷ যে ছবিটি অনুপযুক্ত, কোনওভাবেই গ্রহণযোগ্য নয় এবং স্পষ্টত যার বিষয়টি অশ্লীল ৷ যা নিয়ে দ্রুত ব্যবস্থা নিতে হবে (Cyber Crime Against Woman in Delhi) ৷ আর এটা করার একমাত্র উদ্দেশ্য আমাকে এবং অন্যান্য স্বাধীনচেতা মহিলা এবং সাংবাদিককে হেনস্থা করা ৷’’

আরও পড়ুন : Nirbhaya Project by Kolkata Police : এই গাড়িটি মহিলাদের সম্মান করতে জানে

তিনি সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করেন, বুল্লি বাই অ্যাপটিতে মুসলিম মহিলাদের অসম্মান করে প্রচুর পোস্ট করা হয়েছে ৷ তিনি লেখেন, ‘‘আমি এখানে আমাকে উল্লেখ করা সেই টুইটের স্ন্যাপশট এবং অন্যান্য টুইটগুলিও অ্যাড করেছি ৷ ‘বুল্লি বাই’ একটি অবমাননাকর শব্দ এবং আর এই ওয়েবসাইট/পোর্টালের (‘বুল্লিবাই.গিটহাব.আইও’) বিষয়ই হল মুসলিম মহিলাদের অসম্মান করা ৷ আর অবমাননাকর শব্দ ‘বুল্লি’ ব্যবহার করা হয়েছে শুধুমাত্র মুসলিম মহিলাদের উদ্দেশ্য করে ৷’’ এও অভিযোগ উঠেছে, ওই ওয়েবসাইটটি এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে স্পষ্ট বোঝা যাচ্ছে মুসলিম মহিলাদের হেনস্থা এবং অপমান করাই তাদের উদ্দেশ্য ৷

আরও পড়ুন : Twitter Account Hack : পুলিশকর্তার টুইটার হ্যান্ডেলে রাজনৈতিক পোস্ট, অ্য়াকাউন্ট হ্যাকের অভিযোগ

এই ঘটনায় কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, ‘‘গিটহাব (এটি মাইক্রসফ্টের তৈরি সফ্টওয়্যার শেয়ারিং প্ল্যাটফর্ম, যা ব্যবহার করে ‘বুল্লি বাই’ অ্যাপটি চালানো হত)-র তরফে অ্যাপ ব্যবহারকারীকে ব্লক করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে ৷ সিইআরটি (কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম) এবং পুলিশ প্রশাসন পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে ৷’’

নয়াদিল্লি, 2 জানুয়ারি : মুসলিম মহিলাদের অসম্মান ও হেনস্থার অভিযোগে ব্লক করা হল ‘বুল্লি বাই’ অ্যাপ ৷ দিল্লির এক মহিলা সাংবাদিকের অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ করল কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রক ৷ শনিবার রাতেই ওই অ্যাপটিকে বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ৷ দিল্লির এক মহিলা সাংবাদিক বুল্লি বাই ওয়েবসাইটের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন (Delhi Cyber Crime) ৷ যেখানে তিনি অভিযোগ করেছেন, ওই অ্যাপে তাঁর বিকৃত ছবি ব্যবহার করা হয়েছে ৷ নিজের সোশ্যাল মিডিয়ায় এফআইআর কপি তুলে ধরে সাংবাদিক অভিযোগ করেন, ওই অ্যাপের বিষয়বস্তুই হল মুসলিম মহিলাদের হেনস্থা ও অপমান করা (Bulli Bai app targeting Muslim women) ৷

সোশ্যাল মিডিয়ায় ওই পোস্টটি ভাইরালও হয় ৷ এর পর দিল্লি পুলিশের তরফে দ্রুত অ্যাপটিকে বন্ধ করার উদ্যোগ নেওয়া হয় ৷ সেই মত গতকাল রাতেই তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের তরফে ‘বুল্লি বাই’ অ্যাপটিকে ব্লক করা হয় ৷ এই অ্যাপটি মাইক্রসফ্টের ‘গিটহাব’ প্ল্যাটফর্মের মাধ্যমে চালানো হত ৷ মহিলা সাংবাদিক তাঁর অভিযোগে জানিয়েছেন, ‘‘1 জানুয়ারি ‘বুল্লিবাই.গিটহাব.আইও’ নামের ওয়েবসাইটে আমার বিকৃত একটি ছবি দেখে অবাক হয়ে যাই ৷ যে ছবিটি অনুপযুক্ত, কোনওভাবেই গ্রহণযোগ্য নয় এবং স্পষ্টত যার বিষয়টি অশ্লীল ৷ যা নিয়ে দ্রুত ব্যবস্থা নিতে হবে (Cyber Crime Against Woman in Delhi) ৷ আর এটা করার একমাত্র উদ্দেশ্য আমাকে এবং অন্যান্য স্বাধীনচেতা মহিলা এবং সাংবাদিককে হেনস্থা করা ৷’’

আরও পড়ুন : Nirbhaya Project by Kolkata Police : এই গাড়িটি মহিলাদের সম্মান করতে জানে

তিনি সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করেন, বুল্লি বাই অ্যাপটিতে মুসলিম মহিলাদের অসম্মান করে প্রচুর পোস্ট করা হয়েছে ৷ তিনি লেখেন, ‘‘আমি এখানে আমাকে উল্লেখ করা সেই টুইটের স্ন্যাপশট এবং অন্যান্য টুইটগুলিও অ্যাড করেছি ৷ ‘বুল্লি বাই’ একটি অবমাননাকর শব্দ এবং আর এই ওয়েবসাইট/পোর্টালের (‘বুল্লিবাই.গিটহাব.আইও’) বিষয়ই হল মুসলিম মহিলাদের অসম্মান করা ৷ আর অবমাননাকর শব্দ ‘বুল্লি’ ব্যবহার করা হয়েছে শুধুমাত্র মুসলিম মহিলাদের উদ্দেশ্য করে ৷’’ এও অভিযোগ উঠেছে, ওই ওয়েবসাইটটি এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে স্পষ্ট বোঝা যাচ্ছে মুসলিম মহিলাদের হেনস্থা এবং অপমান করাই তাদের উদ্দেশ্য ৷

আরও পড়ুন : Twitter Account Hack : পুলিশকর্তার টুইটার হ্যান্ডেলে রাজনৈতিক পোস্ট, অ্য়াকাউন্ট হ্যাকের অভিযোগ

এই ঘটনায় কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, ‘‘গিটহাব (এটি মাইক্রসফ্টের তৈরি সফ্টওয়্যার শেয়ারিং প্ল্যাটফর্ম, যা ব্যবহার করে ‘বুল্লি বাই’ অ্যাপটি চালানো হত)-র তরফে অ্যাপ ব্যবহারকারীকে ব্লক করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে ৷ সিইআরটি (কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম) এবং পুলিশ প্রশাসন পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে ৷’’

Last Updated : Jan 2, 2022, 12:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.