ETV Bharat / bharat

Maharashtra Building Collapsed: মহারাষ্ট্রে বহুতল ভেঙে মৃত 4, আহত 10

মহারাষ্ট্রে থানেতে বহুতল ভেঙে মৃত 4 ব্যক্তি ৷ মৃতদের মধ্যে একজন পুরুষ ও মহিলা ৷ বাকিদের পরিচয় জানা যায়নি ৷ শনিবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে ৷

author img

By

Published : Apr 29, 2023, 10:52 PM IST

Etv Bharat
মহারাষ্ট্রে থানেতে বহুতল ভেঙে মৃত 4

থানে (মহারাষ্ট্র), 29 এপ্রিল: মহারাষ্ট্রে বহুতল ভেঙে নিহত 4 ব্যক্তি ৷ এখন পর্যন্ত 10 জনকে উদ্ধার করা গিয়েছে ৷ অনেকেই ধ্বংসস্তুপের নীচে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে ৷ শনিবার দুপুরে মহারাষ্ট্রের থানের ভিওয়ান্ডি এলাকা দুর্ঘটনাট ঘটেছে ৷ তিনতলা এই বাড়িটির নীচের তলাটি বাণিজ্যিক কাজে ব্যবহার হলেও প্রথম, দ্বিতীয় ও ততীয় তলায় আবাসিকরা থাকতেন ৷ আহতরা স্থানীয় ভিওয়ান্ডি ইন্দিরাগান্ধি উপজিলা হাসপাতালে চিকিৎসাধীন ৷ এদিন দুপুরে হঠাৎই ভেঙে পড়ে তিনতলা ওই আবাসনটি ৷

জেলা বিপর্যয় মোকাবিলা দফতরের প্রধান অবিনাশ সাওয়ান্ত বলেন, "মানকোলির (Mankoli) ভালপদা (Valpada) এলাকার ওর্ধামান আবাসনে ঘটনাটি ঘটে (Wardhaman Compound) ৷ এদিন দুপুরে নীচের তলায় কর্মীরা যখন গোডাউনে কাজ করছিলেন, সেই সময়েই দুর্ঘটনাটি ঘটেছে ৷ ঘটনার 7 ঘণ্টা পরেও উদ্ধারকার্য চালাচ্ছেন বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা ৷ দ্রুত ধ্বংস্তূপের মধ্যে আটকে পড়া ব্যক্তিদের বের করে আনার চেষ্টা চলছে ৷"

জেলা বিপর্যয় মোকাবিলা দফতরের প্রধান অবিনাশ সাওয়ান্ত আরও জানান, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে মৃতদের মধ্যে একজন পুরুষ(40), মহিলা (26)আছেন ৷ বাকি দু’জন মৃতের নাম ও পরিচয় এখনও জানা যায়নি ৷ ঘটনারপরেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে জানিয়েছেন, মৃতদের পরিবার পিছু 5 লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে ও আহতের চিকিৎসার সমস্ত খরচ সরকার বহন করবে ৷

আরও পড়ুন: ভয় দেখিয়ে কিডনি পাচারের অভিযোগ, গ্রেফতার এক

পাশাপাশি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে দ্রুত উদ্ধার কার্য চালানোর নির্দেশ দিয়েছেন ৷ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, মহারাষ্ট্রের বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা ৷ থানের কালেক্টার অশোক সিঙ্গের (Ashok Shingare) জানিয়েছেন, উদ্ধারকার্যের উপর নজর রাখছেন ভিওয়ান্ডির সাংসদ কপিল পাটিল (Union Minister Kapil Patil, who is the Lok Sabha MP from Bhiwandi) ৷ আকস্মিক এই দুর্ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া ৷

থানে (মহারাষ্ট্র), 29 এপ্রিল: মহারাষ্ট্রে বহুতল ভেঙে নিহত 4 ব্যক্তি ৷ এখন পর্যন্ত 10 জনকে উদ্ধার করা গিয়েছে ৷ অনেকেই ধ্বংসস্তুপের নীচে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে ৷ শনিবার দুপুরে মহারাষ্ট্রের থানের ভিওয়ান্ডি এলাকা দুর্ঘটনাট ঘটেছে ৷ তিনতলা এই বাড়িটির নীচের তলাটি বাণিজ্যিক কাজে ব্যবহার হলেও প্রথম, দ্বিতীয় ও ততীয় তলায় আবাসিকরা থাকতেন ৷ আহতরা স্থানীয় ভিওয়ান্ডি ইন্দিরাগান্ধি উপজিলা হাসপাতালে চিকিৎসাধীন ৷ এদিন দুপুরে হঠাৎই ভেঙে পড়ে তিনতলা ওই আবাসনটি ৷

জেলা বিপর্যয় মোকাবিলা দফতরের প্রধান অবিনাশ সাওয়ান্ত বলেন, "মানকোলির (Mankoli) ভালপদা (Valpada) এলাকার ওর্ধামান আবাসনে ঘটনাটি ঘটে (Wardhaman Compound) ৷ এদিন দুপুরে নীচের তলায় কর্মীরা যখন গোডাউনে কাজ করছিলেন, সেই সময়েই দুর্ঘটনাটি ঘটেছে ৷ ঘটনার 7 ঘণ্টা পরেও উদ্ধারকার্য চালাচ্ছেন বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা ৷ দ্রুত ধ্বংস্তূপের মধ্যে আটকে পড়া ব্যক্তিদের বের করে আনার চেষ্টা চলছে ৷"

জেলা বিপর্যয় মোকাবিলা দফতরের প্রধান অবিনাশ সাওয়ান্ত আরও জানান, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে মৃতদের মধ্যে একজন পুরুষ(40), মহিলা (26)আছেন ৷ বাকি দু’জন মৃতের নাম ও পরিচয় এখনও জানা যায়নি ৷ ঘটনারপরেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে জানিয়েছেন, মৃতদের পরিবার পিছু 5 লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে ও আহতের চিকিৎসার সমস্ত খরচ সরকার বহন করবে ৷

আরও পড়ুন: ভয় দেখিয়ে কিডনি পাচারের অভিযোগ, গ্রেফতার এক

পাশাপাশি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে দ্রুত উদ্ধার কার্য চালানোর নির্দেশ দিয়েছেন ৷ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, মহারাষ্ট্রের বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা ৷ থানের কালেক্টার অশোক সিঙ্গের (Ashok Shingare) জানিয়েছেন, উদ্ধারকার্যের উপর নজর রাখছেন ভিওয়ান্ডির সাংসদ কপিল পাটিল (Union Minister Kapil Patil, who is the Lok Sabha MP from Bhiwandi) ৷ আকস্মিক এই দুর্ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.