ETV Bharat / bharat

Union Budget 2023: রাষ্ট্রপতির ভাষণে শুরু বাজেট অধিবেশন, নজর থাকবে কোন বিষয়ে ?

author img

By

Published : Jan 31, 2023, 10:53 AM IST

Updated : Jan 31, 2023, 11:56 AM IST

সকাল 11টায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের মধ্য দিয়ে শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন (Parliament Session Budget Session 2023)৷ 2024 সালের 1 ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনের আগে এটিই মোদি সরকারের শেষ পূর্ণাঙ্গ কেন্দ্রীয় বাজেট ৷ কী কী হতে পারে আজ ?

Etv Bharat
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

নয়াদিল্লি, 31 জানুয়ারি: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণ দিয়ে লোকসভা ও রাজ্যসভা উভয়কক্ষের যৌথ অধিবেশনে আজ শুরু সংসদের বাজেট অধিবেশন ৷ রাষ্ট্রপতির প্রথম ভাষণটি মূলত সরকারের অর্জিত এবং নীতিগত অগ্রাধিকারগুলিকে তুলে ধরবে ৷ সকাল 11টায় শুরু হবে যৌথ অধিবেশন ৷ এরপর দুই ভাগে মোট 27টি বৈঠক হবে ৷ সরকারের অগ্রাধিকার হবে রাষ্ট্রপতির ভাষণ এবং অর্থ বিলের ধন্যবাদ প্রস্তাবের অনুমোদন নেওয়া (All details of Budget Session 2023)৷

বিরোধীরা কেন্দ্রীয় সরকারকে অনেক ইস্যুতে কোণঠাসা করবে বলে আশা করা হচ্ছে ৷ এর মধ্যে আদানি-হিন্ডেনবার্গ দ্বন্দ্ব, পিএসইউ ব্যাঙ্ক ও এলআইসির উপর এর সম্ভাব্য প্রভাব, বিবিসির বিতর্কিত তথ্যচিত্র 'দ্য মোদি কেয়েশ্চেন' নিষিদ্ধ করার পিছনে যুক্তি, দেশব্যাপী বর্ণভিত্তিক অর্থনৈতিক শুমারির দাবি এবং মহিলাদের সংরক্ষণ বিল নিয়ে বিতর্ক সংসদে উত্তাপ বাড়াতে পারে ৷

বাজেট: অর্থমন্ত্রী নির্মলা সীতারামন লোকসভায় আজ তাঁর পঞ্চম বাজেট পেশ করবেন ৷ 2024 সালের 1 ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনের আগে এটি হবে মোদি সরকারের শেষ পূর্ণাঙ্গ কেন্দ্রীয় বাজেট ৷ রাষ্ট্রপতির ভাষণের পর আজ পেশ করা হবে অর্থনৈতিক সমীক্ষা ৷

বিল: অধিবেশন চলাকালীন প্রায় 36টি বিল আনবে সরকার ৷ তার মধ্যে চারটি থাকবে বাজেট সম্পর্কিত ৷ বাজেটের কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষার জন্য মাসব্যাপী অবকাশ নিয়ে অধিবেশন চলবে 6 এপ্রিল পর্যন্ত ৷ অধিবেশনের প্রথম পর্ব শেষ হবে 14 ফেব্রুয়ারি ৷ বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বের জন্য 12 মার্চ সংসদ পুনরায় আহ্বান করবে ৷

মিলেট মেনু: অধিবেশনের বিরতিতে সংসদ সদস্যদের জন্য রয়েছে বাজরা ভিত্তিক মেনু ৷ জোয়ারের সবজি-উপমা থেকে রাগি, দোসা, বাজরে কি টিক্কি থেকে বাজরার খিচুড়ি ৷ এই সব মেনু সংসদ ভবনের ক্যান্টিনে পরিবেশন করা হবে ৷ সরকার বাজরার ব্যবহার প্রচার করার সঙ্গে সঙ্গে লোকসভার স্পিকার ওম বিড়লা প্রাথমিকভাবে রাগি, জোয়ার, বাজরা, রাজগিরা ও কাংনি দিয়ে তৈরি খাবার পরিবেশনের ব্যবস্থা করেছেন ৷

আরও পড়ুন : স্বাস্থ্য বাজেট প্রায় দুই-তৃতীয়াংশ বাড়লেও স্বল্প মূলধন ব্যয় উদ্বেগের কারণ

নয়াদিল্লি, 31 জানুয়ারি: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণ দিয়ে লোকসভা ও রাজ্যসভা উভয়কক্ষের যৌথ অধিবেশনে আজ শুরু সংসদের বাজেট অধিবেশন ৷ রাষ্ট্রপতির প্রথম ভাষণটি মূলত সরকারের অর্জিত এবং নীতিগত অগ্রাধিকারগুলিকে তুলে ধরবে ৷ সকাল 11টায় শুরু হবে যৌথ অধিবেশন ৷ এরপর দুই ভাগে মোট 27টি বৈঠক হবে ৷ সরকারের অগ্রাধিকার হবে রাষ্ট্রপতির ভাষণ এবং অর্থ বিলের ধন্যবাদ প্রস্তাবের অনুমোদন নেওয়া (All details of Budget Session 2023)৷

বিরোধীরা কেন্দ্রীয় সরকারকে অনেক ইস্যুতে কোণঠাসা করবে বলে আশা করা হচ্ছে ৷ এর মধ্যে আদানি-হিন্ডেনবার্গ দ্বন্দ্ব, পিএসইউ ব্যাঙ্ক ও এলআইসির উপর এর সম্ভাব্য প্রভাব, বিবিসির বিতর্কিত তথ্যচিত্র 'দ্য মোদি কেয়েশ্চেন' নিষিদ্ধ করার পিছনে যুক্তি, দেশব্যাপী বর্ণভিত্তিক অর্থনৈতিক শুমারির দাবি এবং মহিলাদের সংরক্ষণ বিল নিয়ে বিতর্ক সংসদে উত্তাপ বাড়াতে পারে ৷

বাজেট: অর্থমন্ত্রী নির্মলা সীতারামন লোকসভায় আজ তাঁর পঞ্চম বাজেট পেশ করবেন ৷ 2024 সালের 1 ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনের আগে এটি হবে মোদি সরকারের শেষ পূর্ণাঙ্গ কেন্দ্রীয় বাজেট ৷ রাষ্ট্রপতির ভাষণের পর আজ পেশ করা হবে অর্থনৈতিক সমীক্ষা ৷

বিল: অধিবেশন চলাকালীন প্রায় 36টি বিল আনবে সরকার ৷ তার মধ্যে চারটি থাকবে বাজেট সম্পর্কিত ৷ বাজেটের কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষার জন্য মাসব্যাপী অবকাশ নিয়ে অধিবেশন চলবে 6 এপ্রিল পর্যন্ত ৷ অধিবেশনের প্রথম পর্ব শেষ হবে 14 ফেব্রুয়ারি ৷ বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বের জন্য 12 মার্চ সংসদ পুনরায় আহ্বান করবে ৷

মিলেট মেনু: অধিবেশনের বিরতিতে সংসদ সদস্যদের জন্য রয়েছে বাজরা ভিত্তিক মেনু ৷ জোয়ারের সবজি-উপমা থেকে রাগি, দোসা, বাজরে কি টিক্কি থেকে বাজরার খিচুড়ি ৷ এই সব মেনু সংসদ ভবনের ক্যান্টিনে পরিবেশন করা হবে ৷ সরকার বাজরার ব্যবহার প্রচার করার সঙ্গে সঙ্গে লোকসভার স্পিকার ওম বিড়লা প্রাথমিকভাবে রাগি, জোয়ার, বাজরা, রাজগিরা ও কাংনি দিয়ে তৈরি খাবার পরিবেশনের ব্যবস্থা করেছেন ৷

আরও পড়ুন : স্বাস্থ্য বাজেট প্রায় দুই-তৃতীয়াংশ বাড়লেও স্বল্প মূলধন ব্যয় উদ্বেগের কারণ

Last Updated : Jan 31, 2023, 11:56 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.