ETV Bharat / bharat

Union Budget 2023: জনস্বাস্থ্য নয়, বাজেটে গবেষণা-ওষুধ উৎপাদনে জোর দিল কেন্দ্র

2023-24 অর্থবর্ষের বাজেটে স্বাস্থ্য ক্ষেত্রে নতুন নার্সিং কলেজ তৈরির কথা জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ পাশাপাশি পাবলিক ও প্রাইভেট মেডিক্যাল কলেজগুলিকে গবেষণায় সুবিধে দেওয়ার বিষয়টিও রইল (Govt focuses on Research in pharma, enhanced ICMR facilities, new nursing colleges) ৷

Health Budget 2023
কেন্দ্রীয় বাজেটে 2023
author img

By

Published : Feb 1, 2023, 12:47 PM IST

Updated : Feb 1, 2023, 1:46 PM IST

নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি: স্বাস্থ্যখাতে মধ্যবিত্ত, এমনকী দিন আনা দিন খাওয়া মানুষের জন্য তেমন কোনও বড় খবর দিলেন না অর্থমন্ত্রী ৷ আজ 2023-24 অর্থবর্ষের বাজেটে নতুন নার্সিং কলেজ তৈরির ঘোষণা করলেন নির্মলা সীতারমন ৷ 2047 সালের মধ্যে দেশ থেকে সিকল সেল অ্যানিমিয়া দূর করার মিশন কার্যকর করবে কেন্দ্রীয় সরকার ৷ এছাড়া গবেষণা ক্ষেত্রে আইসিএমআর (Indian Council of Medical Research) গবেষণাগারে পাবলিক এবং প্রাইভেট মেডিক্যাল কলেজগুলি গবেষণার সুবিধে পাবে ৷ ফার্মাসিউটিক্যাল অর্থাৎ ওষুধ উৎপাদন এবং গবেষণার জন্য সরকার নতুন প্রকল্প নেবে বলে বাজেট ভাষণে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ৷

দেশে তৈরি হবে 157টি নতুন নার্সিং কলেজ ৷ 2015 সালে 157টি মেডিক্যাল কলেজ স্থাপিত হয় ৷ তার কাছাকাছি হবে এই নার্সিং কলেজগুলি ৷ লোকসভায় আজ সীতারমন বলেন, "2014 থেকে দেশে নতুন 157টি মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার কাজ শুরু হয়েছে ৷ সেই কলেজগুলির কাছাকাছিই 157টি নার্সিং কলেজ তৈরি হবে৷" পাবলিক এবং প্রাইভেট মেডিক্যাল কলেজগুলি আইসিএমআর-এ গবেষণার সুযোগ পাবে ৷ এ নিয়ে তিনি বলেন, "ইন্ডিয়ার কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ বা আইসিএমআর ল্যাবগুলিতে পাবলিক এবং প্রাইভেট মেডিক্যাল কলেজগুলি গবেষণার সুবিধে করতে পারবে ৷" 2022-23 অর্থবর্ষের বাজেটে মোদি সরকার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রককে 86 হাজার 200 কোটি টাকা বরাদ্দ করেছিল ৷ যা 2020-21 অর্থবর্ষের তুলনায় 16.5 শতাংশ বেশি ৷ ওই অর্থবর্ষে পরিবার কল্যাণ মন্ত্রকের জন্য 73 হাজার 932 কোটি টাকা ধার্য করা হয় ৷

আরও পড়ুন: প্রধানমন্ত্রী কিষাণ যোজনায় বেড়েছে নগদ লেনদেন, কৃষিতে উন্নতির বার্তা নির্মলার

বাজেটের জন্য সম্প্রতি ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন বা আইএমএ কেন্দ্রীয় সরকারকে 12টি প্রস্তাব পেশ দিয়েছিল ৷ দেশ এবং সমাজকে ভালো রাখতে হলে পরিস্রুত পানীয় জল সহজলভ্য করা, শৌচালয়, পুষ্টি, প্রাথমিক শিক্ষা এবং গরিবি দূরীকরণের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে নজর দেওয়ার কথা জানিয়েছিল দেশের চিকিৎসক সংগঠন ৷ সাধারণ মানুষের ভালো থাকার মধ্যেই সুশাসনের ধারণা নিহিত রয়েছে ৷ এক ছাদের তলায় ক্লিনিক্যাল, জনস্বাস্থ্য এবং সামাজিক বিষয়গুলিকে আনার পরামর্শ দিয়েছিল আইএমএ ৷ অন্ততপক্ষে পানীয় জল যাতে সহজে এবং সর্বত্র পাওয়া যায়, শৌচালয় এবং গরিবি দূর করার বিষয়টিকে স্বাস্থ্যের সঙ্গে জুড়ে দেওয়ার আবেদন জানিয়েছিলেন দেশের চিকিৎসকেরা ৷ বিশেষজ্ঞদের একাংশের মতে সেদিকে কিছুটা হলেও খামতিই রয়ে গেল 2023-24 অর্থবর্ষের বাজেটে ৷

নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি: স্বাস্থ্যখাতে মধ্যবিত্ত, এমনকী দিন আনা দিন খাওয়া মানুষের জন্য তেমন কোনও বড় খবর দিলেন না অর্থমন্ত্রী ৷ আজ 2023-24 অর্থবর্ষের বাজেটে নতুন নার্সিং কলেজ তৈরির ঘোষণা করলেন নির্মলা সীতারমন ৷ 2047 সালের মধ্যে দেশ থেকে সিকল সেল অ্যানিমিয়া দূর করার মিশন কার্যকর করবে কেন্দ্রীয় সরকার ৷ এছাড়া গবেষণা ক্ষেত্রে আইসিএমআর (Indian Council of Medical Research) গবেষণাগারে পাবলিক এবং প্রাইভেট মেডিক্যাল কলেজগুলি গবেষণার সুবিধে পাবে ৷ ফার্মাসিউটিক্যাল অর্থাৎ ওষুধ উৎপাদন এবং গবেষণার জন্য সরকার নতুন প্রকল্প নেবে বলে বাজেট ভাষণে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ৷

দেশে তৈরি হবে 157টি নতুন নার্সিং কলেজ ৷ 2015 সালে 157টি মেডিক্যাল কলেজ স্থাপিত হয় ৷ তার কাছাকাছি হবে এই নার্সিং কলেজগুলি ৷ লোকসভায় আজ সীতারমন বলেন, "2014 থেকে দেশে নতুন 157টি মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার কাজ শুরু হয়েছে ৷ সেই কলেজগুলির কাছাকাছিই 157টি নার্সিং কলেজ তৈরি হবে৷" পাবলিক এবং প্রাইভেট মেডিক্যাল কলেজগুলি আইসিএমআর-এ গবেষণার সুযোগ পাবে ৷ এ নিয়ে তিনি বলেন, "ইন্ডিয়ার কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ বা আইসিএমআর ল্যাবগুলিতে পাবলিক এবং প্রাইভেট মেডিক্যাল কলেজগুলি গবেষণার সুবিধে করতে পারবে ৷" 2022-23 অর্থবর্ষের বাজেটে মোদি সরকার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রককে 86 হাজার 200 কোটি টাকা বরাদ্দ করেছিল ৷ যা 2020-21 অর্থবর্ষের তুলনায় 16.5 শতাংশ বেশি ৷ ওই অর্থবর্ষে পরিবার কল্যাণ মন্ত্রকের জন্য 73 হাজার 932 কোটি টাকা ধার্য করা হয় ৷

আরও পড়ুন: প্রধানমন্ত্রী কিষাণ যোজনায় বেড়েছে নগদ লেনদেন, কৃষিতে উন্নতির বার্তা নির্মলার

বাজেটের জন্য সম্প্রতি ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন বা আইএমএ কেন্দ্রীয় সরকারকে 12টি প্রস্তাব পেশ দিয়েছিল ৷ দেশ এবং সমাজকে ভালো রাখতে হলে পরিস্রুত পানীয় জল সহজলভ্য করা, শৌচালয়, পুষ্টি, প্রাথমিক শিক্ষা এবং গরিবি দূরীকরণের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে নজর দেওয়ার কথা জানিয়েছিল দেশের চিকিৎসক সংগঠন ৷ সাধারণ মানুষের ভালো থাকার মধ্যেই সুশাসনের ধারণা নিহিত রয়েছে ৷ এক ছাদের তলায় ক্লিনিক্যাল, জনস্বাস্থ্য এবং সামাজিক বিষয়গুলিকে আনার পরামর্শ দিয়েছিল আইএমএ ৷ অন্ততপক্ষে পানীয় জল যাতে সহজে এবং সর্বত্র পাওয়া যায়, শৌচালয় এবং গরিবি দূর করার বিষয়টিকে স্বাস্থ্যের সঙ্গে জুড়ে দেওয়ার আবেদন জানিয়েছিলেন দেশের চিকিৎসকেরা ৷ বিশেষজ্ঞদের একাংশের মতে সেদিকে কিছুটা হলেও খামতিই রয়ে গেল 2023-24 অর্থবর্ষের বাজেটে ৷

Last Updated : Feb 1, 2023, 1:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.