ETV Bharat / bharat

Mayawati on UP Polls : নেতিবাচক প্রচারেই জিতেছে বিজেপি, দাবি মায়াবতীর - bsp leader mayawati terms bjps victory success of negative campaigns

উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে (Uttar Pradesh Assembly election 2022 ) ভরাডুবি হয়েছে বহুজন সমাজ পার্টির ৷ শুক্রবার দলের নেত্রী মায়াবতী দাবি করেছেন, নেতিবাচক প্রচারেই জিতেছে বিজেপি (BJP gained victory over success of negative campaigns) ৷

bsp-leader-mayawati-terms-bjps-victory-success-of-negative-campaigns
Mayawati on UP Polls : নেতিবাচক প্রচারেই জিতেছে বিজেপি, দাবি মায়াবতীর
author img

By

Published : Mar 11, 2022, 7:58 PM IST

লখনউ (উত্তরপ্রদেশ), 11 মার্চ : উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন বহুজন সমাজ পার্টির কাছে একটা ‘শিক্ষা’ (BSP supremo Mayawati states UP polls a lesson) ৷ শুক্রবার সেই বিষয়টি স্বীকার করে নিয়েছেন ওই দলের নেত্রী তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়বতী (BSP supremo Mayawati) ৷ পাশাপাশি তিনি দাবি করেছেন, বিএসপি কখনও বিজেপির বি টিম নেই ৷ কিন্তু অন্য বিজেপি বিরোধী দলগুলির অপপ্রচার করেছিল এই নিয়ে ৷ সেটা মানুষও বিশ্বাস করেছিল ৷

2007 সালে মায়াবতী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হন ৷ পাঁচ বছর পর 2012 সালে তাঁর দল হেরে যায় ৷ তার পর 2017 সালেও তাঁর দল ভাল ফল করেনি ৷ কিন্তু এবার তার থেকেও খারাপ ফল করেছে বিএসপি ৷ মাত্র একটি আসনে জিতেছে মায়াবতীর দল ৷ পেয়েছে মাত্র 12.88 শতাংশ ভোট ৷

এই পরিস্থিতিতে দলের কর্মীদের মনোবল শক্ত রাখতে বলেছেন ৷ আগামিদিনে বিএসপি আবার উত্তরপ্রদেশে ক্ষমতায় আসবে বলে এদিন এক সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেছেন ৷ তিনি বিজেপির উদাহরণ দিয়েছেন এই বিষয়ে ৷ তাঁর দাবি, 2017 সালের আগে বিজেপির অবস্থা উত্তরপ্রদেশে খুব খারাপ ছিল ৷ কিন্তু এখন তারা ক্ষমতায় ৷

2017 সালে বিজেপি 312টি আসন জিতেছিল ৷ জোটসঙ্গীদের নিয়ে 322 আসনে সরকার গড়েছিল তারা ৷ এবারও ক্ষমতা ধরে রাখতে সক্ষম হয়েছে যোগী আদিত্যনাথের বিজেপি ৷ এবার 255টি আসন জিতেছে বিজেপি ৷ জোটসঙ্গী নিয়ে 274 আসন নিয়ে সরকার গড়তে চলেছেন যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) ৷

আরও পড়ুন : PM Modi Attacks Opposition Parties : ভারতের জনতাই পরিবারতন্ত্র শেষ করবে, বিরোধীদের তোপ মোদির

লখনউ (উত্তরপ্রদেশ), 11 মার্চ : উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন বহুজন সমাজ পার্টির কাছে একটা ‘শিক্ষা’ (BSP supremo Mayawati states UP polls a lesson) ৷ শুক্রবার সেই বিষয়টি স্বীকার করে নিয়েছেন ওই দলের নেত্রী তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়বতী (BSP supremo Mayawati) ৷ পাশাপাশি তিনি দাবি করেছেন, বিএসপি কখনও বিজেপির বি টিম নেই ৷ কিন্তু অন্য বিজেপি বিরোধী দলগুলির অপপ্রচার করেছিল এই নিয়ে ৷ সেটা মানুষও বিশ্বাস করেছিল ৷

2007 সালে মায়াবতী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হন ৷ পাঁচ বছর পর 2012 সালে তাঁর দল হেরে যায় ৷ তার পর 2017 সালেও তাঁর দল ভাল ফল করেনি ৷ কিন্তু এবার তার থেকেও খারাপ ফল করেছে বিএসপি ৷ মাত্র একটি আসনে জিতেছে মায়াবতীর দল ৷ পেয়েছে মাত্র 12.88 শতাংশ ভোট ৷

এই পরিস্থিতিতে দলের কর্মীদের মনোবল শক্ত রাখতে বলেছেন ৷ আগামিদিনে বিএসপি আবার উত্তরপ্রদেশে ক্ষমতায় আসবে বলে এদিন এক সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেছেন ৷ তিনি বিজেপির উদাহরণ দিয়েছেন এই বিষয়ে ৷ তাঁর দাবি, 2017 সালের আগে বিজেপির অবস্থা উত্তরপ্রদেশে খুব খারাপ ছিল ৷ কিন্তু এখন তারা ক্ষমতায় ৷

2017 সালে বিজেপি 312টি আসন জিতেছিল ৷ জোটসঙ্গীদের নিয়ে 322 আসনে সরকার গড়েছিল তারা ৷ এবারও ক্ষমতা ধরে রাখতে সক্ষম হয়েছে যোগী আদিত্যনাথের বিজেপি ৷ এবার 255টি আসন জিতেছে বিজেপি ৷ জোটসঙ্গী নিয়ে 274 আসন নিয়ে সরকার গড়তে চলেছেন যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) ৷

আরও পড়ুন : PM Modi Attacks Opposition Parties : ভারতের জনতাই পরিবারতন্ত্র শেষ করবে, বিরোধীদের তোপ মোদির

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.