ETV Bharat / bharat

ভারত-বাংলাদেশ সীমান্তে অভিযান বিএসএফের, বাজেয়াপ্ত 14 লাখ টাকার বেআইনি জিনিস - ভারত-বাংলাদেশ সীমান্তে অভিযান বিএসএফের

বিএসএফের জওয়ানরা ভারত-বাংলাদেশ সীমান্তে তল্লাশি অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করে গবাদি পশু সহ মোবাইল ফোন, ফেলসিডিল ও গাঁজা ৷ যার বাজারদর আনুমানিক 14 লাখ টাকা ৷

বাজেয়াপ্ত 14 লাখ টাকার বেআইনি জিনিস
বাজেয়াপ্ত 14 লাখ টাকার বেআইনি জিনিস
author img

By

Published : May 10, 2021, 3:14 PM IST

আগরতলা, 10 মে : দফায় দফায় তল্লাশি চালিয়ে 14.38 লাখ টাকার বেআইনি ও চোরাকলীন জিনিস উদ্ধার করল বিএসএফ ৷ বিএসএফের কর্মকর্তারা জানিয়েছেন, ত্রিপুরার সিপাহিজালা জেলা পুলিশের অধীনে ভারত-বাংলাদেশ সীমান্তে অভিযান চালিয়ে বেআইনি জিনিসগুলি বাজেয়াপ্ত করা হয় ৷

বিএসএফের এক আধিকারিক বলেন, "চোরাচালানকারীদের কাছ থেকে 25টি গবাদি পশু, 16 কেজি গাঁজা , 25 বোতল ফেনসিডিল, 38টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে ৷ যার বাজারদর আনুমানিক 14 লাখ টাকা ৷ পাশপাশি যে 38টি মোবাইল ফোন উদ্ধার করা হয়, তার বাজারদর 8 লাখ টাকা ৷

অন্যদিকে বিএসএফের আরও একটি দল সীমান্তের অন্য একটি জায়গায় অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করে 24টি গবাদি পশু ও 2টি মোটর সাইকেল ৷ সব মিলিয়ে যার আনুমানিক বাজারদর 4 লাখ টাকা ৷

আরও পড়ুন : বিদেশ থেকে 3 লক্ষ রেমডিসিভির, 6 হাজার অক্সিজেন কনসেন্ট্রেটর এসেছে ভারতে

সীমান্তের যেসব জায়গায় অভিযান চালিয়ে বেআইনি জিনিস বাজেয়াপ্ত করা হয়, সেগুলি জেলাভিত্তিক থানায় জমা দেওয়া হয় ৷ পরবর্তীকালে এরকম অভিযান চলতে থাকবে বলে জানিয়েছেন বিএসএফ কর্তারা ৷

আগরতলা, 10 মে : দফায় দফায় তল্লাশি চালিয়ে 14.38 লাখ টাকার বেআইনি ও চোরাকলীন জিনিস উদ্ধার করল বিএসএফ ৷ বিএসএফের কর্মকর্তারা জানিয়েছেন, ত্রিপুরার সিপাহিজালা জেলা পুলিশের অধীনে ভারত-বাংলাদেশ সীমান্তে অভিযান চালিয়ে বেআইনি জিনিসগুলি বাজেয়াপ্ত করা হয় ৷

বিএসএফের এক আধিকারিক বলেন, "চোরাচালানকারীদের কাছ থেকে 25টি গবাদি পশু, 16 কেজি গাঁজা , 25 বোতল ফেনসিডিল, 38টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে ৷ যার বাজারদর আনুমানিক 14 লাখ টাকা ৷ পাশপাশি যে 38টি মোবাইল ফোন উদ্ধার করা হয়, তার বাজারদর 8 লাখ টাকা ৷

অন্যদিকে বিএসএফের আরও একটি দল সীমান্তের অন্য একটি জায়গায় অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করে 24টি গবাদি পশু ও 2টি মোটর সাইকেল ৷ সব মিলিয়ে যার আনুমানিক বাজারদর 4 লাখ টাকা ৷

আরও পড়ুন : বিদেশ থেকে 3 লক্ষ রেমডিসিভির, 6 হাজার অক্সিজেন কনসেন্ট্রেটর এসেছে ভারতে

সীমান্তের যেসব জায়গায় অভিযান চালিয়ে বেআইনি জিনিস বাজেয়াপ্ত করা হয়, সেগুলি জেলাভিত্তিক থানায় জমা দেওয়া হয় ৷ পরবর্তীকালে এরকম অভিযান চলতে থাকবে বলে জানিয়েছেন বিএসএফ কর্তারা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.